ভারতের অস্ট্রেলিয়া সফর: পাকিস্তানি অনুরাগীর ভারতীয় জার্সিতে অটোগ্রাফ বিরাটের, ভাইরাল ভিডিও

Published : Oct 17, 2025, 06:25 PM ISTUpdated : Oct 17, 2025, 06:32 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

India tour of Australia, 2025: ভারতীয় দলের হয়ে ওডিআই সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় গিয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। এটাই হয়তো তাঁর শেষ অস্ট্রেলিয়া সফর। তাঁকে নিয়ে অস্ট্রেলিয়ায় আগ্রহ দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
জাতীয় দলে বিরাট-রোহিত
৭ মাস পর ভারতীয় দলে ফিরেছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। তাঁরা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলবেন।

Virat Kohli: এশিয়া কাপে (Asia Cup 2025) ভারতের কোনও ক্রিকেটার পাকিস্তানের (India vs Pakistan) ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করেননি। কিন্তু অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) গিয়ে এক পাকিস্তানি অনুরাগীকে অটোগ্রাফ দিলেন বিরাট কোহলি। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, হোটেল থেকে বেরিয়ে অনুশীলনে যাওয়ার জন্য টিম বাসে ওঠার সময় বিরাটকে ডাকেন এই পাকিস্তানি অনুরাগী। তাঁর ডাকে সাড়া দিয়ে বাসে ওঠার দরজার সামনে কিট ব্যাগ রেখে এগিয়ে যান বিরাট। তিনি প্রথমে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) জার্সিতে অটোগ্রাফ দেন। এরপর তাঁর দিকে ভারতীয় দলের (Team India) জার্সি এগিয়ে দেন ওই পাকিস্তানি অনুরাগী। সেই জার্সিতেও অটোগ্রাফ দেন বিরাট। তাঁর সতীর্থ রোহিত শর্মাও (Rohit Sharma) পাকিস্তানি অনুরাগীর অনুরোধে সাড়া দিয়ে ভারতীয় দলের জার্সিতে অটোগ্রাফ দেন।

অস্ট্রেলিয়ায় বিরাট-রোহিতকে নিয়ে উচ্ছ্বাস

বিরাট ও রোহিত সম্ভবত শেষবার ভারতীয় দলের হয়ে অস্ট্রেলিয়া সফরে গিয়েছেন। এই দুই তারকাকে নিয়ে অস্ট্রেলিয়ার ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিপুল উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। বৃহস্পতিবার ভারতীয় দল যখন পারথে (Perth) পৌঁছয়, তখন ঘড়িতে ভোর চারটে। কিন্তু সেই সময়ও বিমানবন্দরে, হোটেলের বাইরে ক্রিকেটপ্রেমীদের অপেক্ষা করতে দেখা যায়। ভারতীয় দলের অনুশীলনে, হোটেলের বাইরেও অনুরাগীদের ভিড় দেখা যাচ্ছে। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ওডিআই ম্যাচ। পারথের এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখানোই বিরাট-রোহিতের লক্ষ্য। অনুশীলনে নিজেকে নিংড়ে দিচ্ছেন তাঁরা। 

 

 

অস্ট্রেলিয়ায় ফের ভালো পারফরম্যান্সের লক্ষ্যে বিরাট

অতীতে অস্ট্রেলিয়ার মাটিতে বারবার ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বিরাট। তিনি এখনও পর্যন্ত অস্ট্রেলিয়ার মাটিতে ২৯ ইনিংসে ১৩২৭ রান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৫১.০৩। অস্ট্রেলিয়ার মাটিতে পাঁচবার শতরান এবং ছয়বার অর্ধশতরান করেছেন বিরাট। এবার ওডিআই সিরিজে তিনি তিন ম্যাচ খেলবেন। সব ম্যাচেই ভালো পারফরম্যান্সের লক্ষ্যে এই তারকা ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের ঝলক দেখার অপেক্ষায় অনুরাগীরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজে ৩ ম্যাচ হবে।
রবিবার শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়ার ৩ ম্যাচের ওডিআই সিরিজ। এই সিরিজে খেলছেন বিরাট কোহলি, রোহিত শর্মা।
Read more Articles on
click me!

Recommended Stories

ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: তৃতীয় ওডিআই ম্যাচে অনিশ্চিত নান্দ্রে বার্গার, টনি ডে জর্জি
পাকিস্তান বনাম শ্রীলঙ্কা: চুরি ধরা পড়তেই আম্পায়ারের সিদ্ধান্তে ক্ষোভ! ফকর জামানের জরিমানা