বিরাট কোহলির অটোগ্রাফ পেয়ে আনন্দে মাটিতে গড়াগড়ি, ভাইরাল খুদে অনুরাগীর ভিডিও

Published : Oct 17, 2025, 03:39 PM ISTUpdated : Oct 17, 2025, 03:53 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli: ভারতীয় দলের হয়ে হয়তো শেষবার অস্ট্রেলিয়ায় (India tour of Australia, 2025) খেলতে গিয়েছেন বিরাট কোহলি। তাঁকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বরাবরের মতোই উন্মাদনা দেখা যাচ্ছে।

DID YOU KNOW ?
শেষবার অস্ট্রেলিয়ায় বিরাট
বিরাট কোহলি ও রোহিত শর্মাকে আর হয়তো কোনওদিন অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে দেখা যাবে না। এই কারণে তাঁদের নিয়ে বাড়তি আগ্রহ দেখা যাচ্ছে।

Virat Kohli Fan: বিরাট কোহলির অনুরাগী শুধু ভারতেই সীমাবদ্ধ নেই। অন্য দেশগুলিতেও বিরাটের অনুরাগীরা ছড়িয়ে আছেন। ভারতীয় দলের অস্ট্রেলিয়া সফরে (India tour of Australia, 2025) পারথে (Perth) বিরাটের এক খুদে অনুরাগীর কাণ্ড দেখে আপ্লুত সোশ্যাল মিডিয়া। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এই খুদে বিরাটের অটোগ্রাফ নেওয়ার পরেই আনন্দে আত্মহারা হয়ে টুপি খুলে হাতে নিয়ে ছুটে গিয়ে মাঠে শুয়ে পড়ে গড়াগড়ি খাচ্ছে। তারপর লাফিয়ে উঠে ছুটে যাচ্ছে। এই নির্ভেজাল আনন্দের ছবি খুব কমই দেখা যায়। বিরাটের এই খুদে অনুরাগীর সারল্য, প্রিয় তারকাকে সামনে থেকে দেখতে পাওয়ার আনন্দ সারা বিশ্বের ক্রিকেটপ্রেমীদের মন জয় করে নিয়েছে। অনেকেই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও শেয়ার করছেন। সবাই এই খুদে বিরাট অনুরাগীর কাণ্ড দেখে অভিভূত।

শেষবার অস্ট্রেলিয়া সফরে বিরাট?

বিরাট ও রোহিত শর্মা (Rohit Sharma) সম্ভবত শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে খেলতে গিয়েছেন। এই সফরে তাঁরা শুধু ওডিআই সিরিজে খেলবেন। কারণ, তাঁরা গত বছরই টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিয়েছেন। বৃহস্পতিবার ভোর চারটেয় পারথে পৌঁছেছে ভারতীয় দল। বিশ্রাম নেওয়ার পর অনুশীলনে নেমে পড়েন বিরাট-রোহিতরা। অনুশীলনে এই দুই তারকা ব্যাটারকে চনমনে মেজাজে দেখা গিয়েছে। সবার জন্য বাধ্যতামূলক অনুশীলন ছিল না। কিন্তু তা সত্ত্বেও অনুশীলনে যোগ দেন তাঁরা। রোহিতের নেতৃত্বে ভারতীয় দল চলতি বছরের মার্চে আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি (ICC Champions Trophy 2025) জিতলেও, অস্ট্রেলিয়া সফরের আগে শুবমান গিলকে (Shubman Gill) ওডিআই দলের অধিনায়ক নির্বাচিত করা হয়েছে। তাঁর নেতৃত্বে খেলবেন রোহিত-বিরাট।

 

 

পারথের পিচে রান পেতে মরিয়া বিরাট

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (Royal Challengers Bengaluru) আইপিএল (IPL 2025) চ্যাম্পিয়ন করানোর পর থেকেই মাঠের বাইরে বিরাট। কয়েক মাস পর তিনি প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরছেন। রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম ওডিআই ম্যাচের আগে নেটে ৪০ মিনিট ব্যাটিং অনুশীলন করেন এই তারকা। তিনি মহম্মদ সিরাজ (Mohammed Siraj), হর্ষিত রানা (Harshit Rana), আর্শদীপ সিংদের (Arshdeep Singh) বোলিং সামলান। কয়েকবার অস্বস্তিতে পড়লেও, ভালোভাবেই ব্যাটিং করেন বিরাট।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
১৯
১৯ অক্টোবর শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া সিরিজ।
১৯ অক্টোবর পারথে ভারত-অস্ট্রেলিয়া ওডিআই সিরিজের প্রথম ম্যাচ।
Read more Articles on
click me!

Recommended Stories

Ashes 2nd Test: ব্রিসবেনে লড়াই অস্ট্রেলিয়ার, দ্বিতীয় টেস্টে পাল্টা বেগ দিচ্ছে ইংল্যান্ড
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা: পরপর ৩ ওডিআই ম্যাচে শতরান করবেন বিরাট, আশায় বিশাখাপত্তনম