Virat Kohli Test Retirement: 'বিরাট' অধ্যায়ের সমাপ্তি! কোন পাঁচটি কারণে টেস্টের ২২ গজ ছাড়লেন কোহলি?

Published : May 12, 2025, 02:56 PM IST
Virat Kohli

সংক্ষিপ্ত

Virat Kohli Test Retirement: আক্ষরিক অর্থেই ‘বিরাট’ অধ্যায়ের সমাপতন। টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিরাট কোহলি। 

Virat Kohli Test Retirement: ভারতীয় ক্রিকেট বোর্ডকে কয়েকদিন আগেই নিজের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছিলেন বিরাট (virat kohli news)। এবার আসন্ন জুন মাসে ইংল্যান্ড সফরের আগেই অবসরের সিদ্ধান্ত ঘোষণা করলেন তিনি (virat kohli retirement)।

তবে বিসিসিআই-এর তরফ থেকে বিরাটকে নিজের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে বলা হয়েছিল। কারণ, সামনেই রয়েছে ইংল্যান্ড সফর। সেখানে রোহিতের পাশাপাশি অভিজ্ঞ কোহলিকে না পাওয়া গেলে, সমস্যায় পড়তে পারে ভারত, তা ভেবেই তারা সিদ্ধান্ত পুনর্বিবেচনার কথা বলে (kohli test retirement)। 

কিন্তু কোহলি নিজের সিদ্ধান্তে অবিচল থাকেন এবং সোমবার সকালে টেস্ট ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন (virat kohli test retirement date)। 

কোন পাঁচটি কারণে অবসর কোহলির?

১। উল্লেখ্য, লন্ডনে একটি বাড়ি কিনেছেন কোহলি। তিনি জানিয়েছেন, অবসরের পর লন্ডনে পরিবারকে নিয়ে চলে যাবেন এবং সেখানেই থাকবেন। দুই সন্তানের বাবা কোহলি হয়ত এই মুহূর্তে পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাইছেন (did virat kohli retired from test cricket)। 

২। মাত্র কয়েকদিন আগেই টেস্ট থেকে অবসর ঘোষণা করেছেন রোহিত শর্মা। প্রসঙ্গত, বিরাট এবং রোহিত প্রায় একই সময়ে ভারতের হয়ে খেলা শুরু করেছিলেন। নিঃসন্দেহে দলের অন্যতম সেরা দুই অভিজ্ঞ ব্যাটার। মাঠ এবং মাঠের বাইরে রোহিত-কোহলির সম্পর্ক দুর্দান্ত। তারা একইসঙ্গে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছেন। এমনকি, সেই টি-২০ বিশ্বকাপ জিতে মাঠে দাঁড়িয়েই নিজের অবসরের কথা ঘোষণা করেন কোহলি। তার ঠিক কিছুক্ষণের মধ্যেই সাংবাদিক বৈঠকে এসে রোহিত শর্মাও অবসরের কথা বলেন। এবার রোহিত টেস্ট ক্রিকেট ছাড়ার ঘোষণা করার কয়েকদিনের মধ্যেই বিরাটও নিজের অবসরের সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন। 

 

 

৩। অন্যদিকে, অস্ট্রেলিয়া সফরের পরেই ভারতীয় দলের  কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানিয়ে দেন, তাঁর দলকে তারকা সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হবে। অর্থাৎ, দলে কাউকে বাড়তি গুরুত্ব দেওয়া হবে না। প্রত্যেকে দলে সমান গুরুত্ব পাবে। তারপর থেকে প্রত্যেককে একই টিমবাসে হোটেল এবং মাঠে যেতে হচ্ছে। দলের কাউকেই ব্যক্তিগত রাঁধুনি নিয়ে যেতে দেওয়া হচ্ছে না। গম্ভীরের এই সিদ্ধান্তও কোহলির টেস্ট থেকে অবসরের একটি কারণ হতে পারে মত অনেকের। তবে সেটা নাও হতে পারে। কারণ, একদিনের ক্রিকেট এখনও খেলবেন কোহলি (what is 269 virat kohli)। 

৪। বিরাট কোহলি বিশ্বের অন্যতম একজন ফিট ক্রিকেটার। উইকেটের মাঝে তাঁর দৌড় বা ফিল্ডিংয়েই তা কার্যত স্পষ্ট। কিন্তু সেই কোহলিও এখন দীর্ঘ সময় ব্যাট করলে কিছুটা হাঁপিয়ে যাচ্ছেন। তাছাড়া টেস্ট ক্রিকেট খেলার ধকল অনেকটাই বেশি। কারণ, অনেকটা সময় ধরে ব্যাট করতে হয়। আবার টানা ৯০ ওভার ফিল্ডিংও করতে হয় টেস্টে। তাই অনেকেই মনে করছেন, শারীরিক ধকল সামলাতেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন তিনি এবং মন দিতে চাইছেন একদিনের ক্রিকেটে (virat kohli test cricket)।

৫। অস্ট্রেলিয়া সিরিজ়ের পরে কোহলি বলেন, নিজের ক্যারিয়ারে হয়ত আর সেই দেশে খেলতে যাওয়ার সম্ভাবনা তাঁর নেই। তখনই কিছুটা আন্দাজ করা গেছিল যে, টেস্ট ক্রিকেটে আর বেশিদিন হয়ত দেখা যাবে না তাঁকে। ইংল্যান্ডেও কোহলির রেকর্ড খুব একটা ভালো নয়। ১৭টি টেস্ট খেলে ১,০৯৬ রান করেছেন তিনি এবং গড় ৩৩.২১। লাল বলের ক্রিকেটে তাঁর যা পারফরম্যান্স, তাতে জুন মাসে ইংল্যান্ডে গিয়ে রান করা বেশ কঠিনই ছিল। তবে তার আগেই টেস্ট থেকে সরে দাঁড়ালেন বিরাট কোহলি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: দল থেকে বাদ হর্ষিত রানা? দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ
India vs South Africa T20: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা টি২০ সিরিজ শুরু কবে, খেলা দেখবেন কোথায়?