
Virat Kohli in London: দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) ওডিআই সিরিজে খেলার পর লন্ডনে ফিরে গিয়েছেন বিরাট কোহলি। তিনি এখন স্ত্রী অনুষ্কা শর্মার (Anushka Sharma) সঙ্গে ছুটি কাটাচ্ছেন। তাঁরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। লন্ডন-সহ ইংল্যান্ডের (England) বিভিন্ন শহরে ভারতীয়দের বাস। ফলে যেখানেই যাচ্ছেন অনুরাগীদের সঙ্গে দেখা হচ্ছে বিরাট-অনুষ্কার। সেলফির আবদারও মেটাতে হচ্ছে তাঁদের। তেমনই এক অনুরাগীর সঙ্গে সেলফি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ছবিতে দেখা যাচ্ছে, এক রেস্তোরাঁয় গিয়েছিলেন বিরাট-অনুষ্কা। সেখানে অনুরাগীদের নজরে পড়ে যান তাঁরা। যাঁরা বিরুষ্কার সঙ্গে সেলফি তোলার সুযোগ পেয়েছেন, তাঁরা ভাবতেই পারেননি এই বিখ্যাত দম্পতির সঙ্গে এভাবে দেখা হয়ে যাবে। হঠাৎ এই সুযোগ পেয়ে যাওয়ায় তাঁরা উচ্ছ্বসিত।
এবারের শীতকালে মুম্বই (Mumbai) ও দুবাইয়ে (Dubai) ছুটি কাটিয়েছেন বিরুষ্কা। সেখানেও তাঁরা অনুরাগীদের নজরে পড়ে যান। তারপর বিজয় হাজারে ট্রফি (Vijay Hazare Trophy 2025-26) এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই সিরিজে খেলেন বিরাট। আগামী কয়েক মাস ভারতীয় দল ওডিআই সিরিজ খেলবে না। ফলে জাতীয় দলের হয়ে খেলছেন না বিরাট। এই কারণেই তিনি ফের ছুটি কাটাতে লন্ডনে চলে গেলেন। তিনি এখন খেলার সময় ছাড়া ভারতে থাকেন না। বছরের বেশিরভাগ সময়ই লন্ডনে কাটান। কেরিয়ারের শেষদিকে পৌঁছে গিয়েছেন এই কিংবদন্তি। পেশাদার ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তিনি লন্ডনেই থাকতে পারেন।
২০০৮ সালে আইপিএল-এর প্রথম মরসুম থেকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলছেন বিরাট। তাঁর দল ২০২৫ সালে প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হয়েছে। এই সাফল্য ধরে রাখাই বিরাটদের লক্ষ্য। তাঁরা ফের আইপিএল চ্যাম্পিয়ন হতে চান। এই লক্ষ্যেই তৈরি হচ্ছেন বিরাট। তিনি লন্ডনে ছুটি কাটালেও, ফিটনেসের দিকে নজর রাখছেন। ছন্দ ধরে রাখাই তাঁর লক্ষ্য।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।