2026 Under-19 Men's Cricket World Cup: শনিবার অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে বাংলাদেশের মুখোমুখি হয়েছে ভারতীয় দল (India U19 vs Bangladesh U19)। এই ম্যাচে নতুন নজির গড়লেন ভারতীয় ক্রিকেটের বিস্ময়-বালক বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi)।
KNOW
Vaibhav Suryavanshi Record: বয়স মাত্র ১৪ বছর। অল্পদিনই হল ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে খেলছেন। কিন্তু এরই মধ্যে ভারতীয় দলের হয়ে যুব ওডিআই ফর্ম্যাটে সবচেয়ে বেশি রান করার ক্ষেত্রে বিরাট কোহলিকে (Virat Kohli) ছাপিয়ে গেলেন বৈভব সূর্যবংশী। শনিবার অনূর্ধ্ব-১৯ ওডিআই বিশ্বকাপে (2026 Under-19 Men's Cricket World Cup) বাংলাদেশের বিরুদ্ধে (India U19 vs Bangladesh U19) ম্যাচে এই নজির গড়েন বৈভব। এই কিশোর এদিন ব্যাটিং ওপেন করতে নেমে ৭৬ বল খেলে ৭২ রান করেন। তাঁর ইনিংসে ছিল ছয়টি বাউন্ডারি ও তিনটি ওভার-বাউন্ডারি। ইনিংসের শুরুতে দ্রুত রান করছিলেন এই কিশোর। তারপর তিনি কিছুটা মন্থর ব্যাটিং করেন। শেষপর্যন্ত শতরান থেকে দূরেই থেমে যেতে হল তাঁকে। তবে এদিন শতরান না পেলেও, প্রশংসনীয় ব্যাটিং করেন এই কিশোর। তিনি যুব ওডিআই ফর্ম্যাটে এখনও পর্যন্ত তিনবার শতরান করেছেন এবং পাঁচ বার অর্ধশতরান করেছেন। তাঁর ব্যাটিংয়ের গড় ৫২-এর বেশি এবং স্ট্রাইক রেট ১৫৭.৬৮। এখনও পর্যন্ত তাঁর খেলা যুব ওডিআই ম্যাচের সংখ্যা ২০। এরই মধ্যে তিনি নতুন রেকর্ড গড়ে ফেললেন।
নতুন রেকর্ডের পথে বৈভব
এবারই প্রথমবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলছেন বৈভব। প্রথম ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্রের (USA) বিরুদ্ধে ভালো ব্যাটিং করতে পারেননি বৈভব। সেই ম্যাচে তিনি ওপেন করতে নেমে চার বল খেলে মাত্র দুই রান করে আউট হয়ে যান। তবে বাংলাদেশের বিরুদ্ধে ভালো ব্যাটিং করলেন তিনি। বিরাটকে ছাপিয়ে যাওয়ার জন্য মাত্র ছয় রান দরকার ছিল বৈভবের। শনিবার অনায়াসে তিনি সেই রান করে ফেললেন। এই কিশোর এখনও পর্যন্ত এই ফর্ম্যাটে ১,০৪৭ রান করেছেন।
সবার আগে বিজয় জোল
যুব ওডিআই ফর্ম্যাটে ভারতের ব্যাটারদের মধ্যে সর্বাধিক ১,৪০৪ রান করেছেন বিজয় জোল (Vijay Zol)। যশস্বী জয়সোয়াল (Yashasvi Jaiswal) ১,৩৮৬ রান করেছেন। তন্ময় শ্রীবাস্তবের (Tanmay Srivastava) রান ১,৩১৬। শুবমান গিল (Shubman Gill) ও উন্মুক্ত চাঁদ (Unmukt Chand) ১,১৪৯ রান করেন। সরফরাজ খান (Sarfaraz Khan) ১,০৮০ রান করেছেন। সবাইকে ছাপিয়ে যেতে পারেন বৈভব।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


