Virat Kohli: ভারতীয় দলের কিংবদন্তি বিরাট কোহলি এখন শুধু ওডিআই ফর্ম্যাটে খেলছেন। কিন্তু এই ফর্ম্যাটেই তিনি অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে চলেছেন। ফলে শ্রদ্ধা-সম্মান-পুরস্কার পেয়ে চলেছেন।
KNOW
Virat Kohli News: নিজে যে বাড়িতে এখন থাকেন, সেখানে জায়গা নেই। ফলে ভারতীয় দলের হয়ে খেলে ম্যাচের সেরা হিসেবে যে ট্রফি পান, তা মায়ের কাছে পাঠিয়ে দিচ্ছেন বিরাট কোহলি। তাঁর মায়ের কাছেই সব পুরস্কার থাকছে। নিজেই সে কথা জানিয়েছেন বিরাট। রবিবার ভডোদরার (Vadodara) বিসিএ স্টেডিয়ামে (BCA Stadium) নিউজিল্যান্ডের বিরুদ্ধে (India vs New Zealand) সিরিজের প্রথম ওডিআই ম্যাচে তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ৯১ বলে ৯৩ রানের অসাধারণ ইনিংস খেলেন এই তারকা ব্যাটার। তাঁর ইনিংসে ছিল আটটি বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। এই ইনিংস খেলে ভারতীয় দলকে জেতানোর জন্য তিনিই ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন। পুরস্কার নেওয়ার সময় ম্যাচের সেরার ট্রফির সংখ্যা বৃদ্ধি পাওয়ার বিষয়ে প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘এ বিষয়ে আমার কোনও ধারণা নেই। আমি গুরুগ্রামে (Gurugram) মায়ের কাছে পাঠিয়ে দিই। মা সেসব রেখে দেয়।’
বিরাটের স্বপ্নপূরণ
নিজের ক্রিকেট কেরিয়ার সম্পর্কে বিরাট বলেছেন, ‘আমি যদি পুরো যাত্রা ফিরে দেখি, তাহলে আমার কাছে এটি স্বপ্নপূরণ হওয়ার চেয়ে কম কিছু নয়। আমি বরাবরই নিজের ক্ষমতার বিষয়ে অবগত ছিলাম। আমি আজ যে জায়গায় আছি, সেখানে পৌঁছনোর জন্য অনেক পরিশ্রম করেছি। ঈশ্বর আমাকে আশীর্বাদ করেছেন, অনেককিছু দিয়েছেন। আমি এর জন্য সবসময় কৃতজ্ঞ। আমি গর্বিত।’
৪৫ বার ম্যাচের সেরা
ওডিআই ফর্ম্যাটে ৪৫ বার ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বিরাট। এক্ষেত্রে তাঁর চেয়ে এগিয়ে শুধু সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) ও সনৎ জয়সূর্য (Sanath Jayasuriya)। সব ফর্ম্যাট মিলিয়ে মোট ৭১ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন বিরাট। সচিন মোট ৭৬ বার ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। তাঁর কাছাকাছি পৌঁছে গিয়েছেন বিরাট। তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৮,০০০ রান পূরণ করেছেন। কুমার সাঙ্গাকারাকে (Kumar Sangakkara) ছাপিয়ে গিয়েছেন বিরাট। তিনি এখন আন্তর্জাতিক ক্রিকেটে মোট রান করার ক্ষেত্রে দ্বিতীয় স্থানে। এক্ষেত্রেও এখনও সবার আগে সচিন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


