শনিবার শুরু উইমেনস প্রিমিয়ার লিগ, নজর কেড়ে নিতে পারেন এই ক্রিকেটাররা
- FB
- TW
- Linkdin
উইমেনস প্রিমিয়ার লিগে বাংলার ক্রিকেটপ্রেমীরা তাকিয়ে রিচা ঘোষের দিকে
উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষকে ১.৯০ কোটি টাকা দিয়ে দলে নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ ও সিনিয়র দলের টি-২০ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন রিচা। এবার উইমেনস প্রিমিয়ার লিগও নজর কেড়ে নিতে পারেন তিনি।
উইমেনস প্রিমিয়ার লিগে নজর কেড়ে নিতে তৈরি চুঁচুড়ার পেসার তিতাস সাধু
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালের সেরা খেলোয়াড় হওয়ার পর রাতারাতি ক্রিকেট দুনিয়ায় বিখ্যাত হয়ে গিয়েছেন হুগলি জেলার চুঁচুড়ার পেসার তিতাস সাধু। এবার উইমেনস প্রিমিয়ার লিগে তিনি খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। এই লিগে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি তিতাস।
উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের অধিনায়ক স্মৃতি মন্ধানা
উইমেনস প্রিমিয়ার লিগে সবচেয়ে দামী ক্রিকেটার ভারতীয় দলের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। তিনি সদ্যসমাপ্ত টি-২০ বিশ্বকাপে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে পারেননি। উইমেনস প্রিমিয়ার লিগে ভালো পারফরম্যান্স দেখানোই স্মৃতির লক্ষ্য।
বিপ্লব এনে দেবে উইমেনস প্রিমিয়ার লিগ, আশাবাদী মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক হরমনপ্রীত কউর
উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ানস। এই লিগ নিয়ে আশাবাদী অধিনায়ক হরমনপ্রীত কউর। তাঁর আশা, এই লিগ থেকে অনেক প্রতিভাবান ক্রিকেটারকে পাবে ভারত। হরমনপ্রীত নিজেও ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি।
ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক জেমাইমা রডরিগেজ
উইমেনস প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছেন জেমাইমা রডরিগেজ। অধিনায়ক হয়েছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং। এই লিগে ভালো পারফরম্যান্স দেখাতে তৈরি ভারতের অন্য়তম সেরা মহিলা ক্রিকেটার জেমাইমা।
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে স্মৃতি মন্ধানার নেতৃত্বে খেলবেন এলিসি পেরি
অস্ট্রেলিয়ার অলরাউন্ডার এলিসি পেরি গত কয়েক বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেটে ভালো পারফরম্যান্স দেখিয়ে আসছেন। এবার উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়েও ভালো পারফরম্যান্স দেখাতে চান তিনি।
উইমেনস প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের অন্যতম ভরসা অস্ট্রেলিয়ার বেথ মুনি
সম্প্রতি অস্ট্রেলিয়াকে টি-২০ বিশ্বকাপ চ্যাম্পিয়ন করেছেন বেথ মুনি। এবার উইমেনস প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের হয়েও ভালো পারফরম্যান্স দেখাতে চান বেথ মুনি। প্রথম দিনই খেলতে নামছেন এই ব্যাটার।
উইমেনস প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলবেন শেফালি ভার্মা
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক শেফালি ভার্মা উইমেনস প্রিমিয়ার লিগে খেলবেন দিল্লি ক্যাপিটালসের হয়ে। মেগ ল্যানিং, জেমাইমা রডরিগেজদের পাশে শেফালিও নজর কাড়তে তৈরি।