উইমেনস প্রিমিয়ার লিগ ২০২৬: বিশ্বকাপের সেরা খেলোয়াড় দীপ্তিকেই ছেড়ে দিল ইউপি ওয়ারিয়র্জ!

Published : Nov 06, 2025, 10:56 PM IST

2025 ICC Women's Cricket World Cup: প্রথমবার সিনিয়র পর্যায়ে কোনও ফর্ম্যাটে বিশ্বকাপ জয় দেশজুড়ে মহিলা ক্রিকেট নিয়ে আগ্রহ অনেক বাড়িয়ে দিয়েছে। এবার শুরু হতে চলেছে উইমেনস প্রিমিয়ার লিগের (Women's Premier League) নতুন মরসুম। এই লিগ নিয়েও আগ্রহ তুঙ্গে।

PREV
15
ছেড়ে দিল ইউপি ওয়ারিয়র্জ, এবার উইমেনস প্রিমিয়ার লিগে নতুন দলে দীপ্তি শর্মা

দীপ্তি শর্মাকে ছেড়ে দিল দল!

উইমেনস প্রিমিয়ার লিগে ইউপি ওয়ারিয়র্জ দলের হয়ে খেলছিলেন সদ্য মহিলাদের ওডিআই বিশ্বকাপের সেরা খেলোয়াড় দীপ্তি শর্মা। কিন্তু তাঁকেই ছেড়ে দিল এই ফ্র্যাঞ্চাইজি। নিলামের আগেই দীপ্তিকে ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। একইসঙ্গে সোফি একক্লেস্টোনকেও ছেড়ে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে শ্বেতা সেহরাওয়াতকে দলে রেখে দেওয়া হয়েছে। 

DID YOU KNOW ?
সফলতম মুম্বই ইন্ডিয়ানস
উইমেনস প্রিমিয়ার লিগের প্রথম ৩ মরসুমের মধ্যে ২ বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ানস।
25
বিশ্বকাপজয়ী অধিনায়ক হরমনপ্রীত কউরকে এবারও দলে রাখল মুম্বই ইন্ডিয়ানস

মুম্বই ইন্ডিয়ানসেই হরমনপ্রীত

মহিলাদের ওডিআই বিশ্বকাপজয়ী ভারতীয় দলের অধিনায়ক হরমনপ্রীত কউরকে দলে রেখে দিল মুম্বই ইন্ডিয়ানস। এই ফ্র্যাঞ্চাইজিই উইমেনস প্রিমিয়ার লিগে সফলতম দল। এই লিগে দু'বার চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ানস। এবারও খেতাব জয়ের লক্ষ্যে তৈরি হচ্ছে এই ফ্র্যাঞ্চাইজি। সেই কারণেই হরমনপ্রীতের পাশাপাশি ইংল্যান্ডের অধিনায়ক ন্যাট স্কিভার-ব্রান্টকেও রিটেইন করেছে মুম্বই ইন্ডিয়ানস।

এখনও পর্যন্ত ৩ বার হয়েছে উইমেনস প্রিমিয়ার লিগ।
২০২৩ সালে প্রথমবার আয়োজিত হয় উইমেনস প্রিমিয়ার লিগ। ২০২৬ সালে এই লিগের চতুর্থ মরসুম হতে চলেছে।
35
স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, এলিসি পেরি, শ্রেয়াঙ্কা পাতিলকে রিটেইন করল আরসিবি

স্মৃতিদের দলে রাখল আরসিবি

উইমেনস প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরসুমের চ্যাম্পিয়ন দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আগামী মরসুমের আগে স্মৃতি মন্ধানা, রিচা ঘোষ, এলিসি পেরি ও শ্রেয়াঙ্কা পাতিলকে দলে রেখে দিয়েছে। একমাত্র মুম্বই ইন্ডিয়ানস ও দিল্লি ক্যাপিটালসই পাঁচজন করে ক্রিকেটারকে রিটেইন করেছে। বাকি দলগুলি এর চেয়ে কম খেলোয়াড়কে দলে রেখেছে।

45
মুম্বই ইন্ডিয়ানসের রিটেইনড খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি দর ন্যাট-স্কিভার ব্রান্টের

ন্যাট-স্কিভার ব্রান্টের দর সবচেয়ে বেশি

মুম্বই ইন্ডিয়ানস যে ক্রিকেটারদের রিটেইন করেছে, তাঁদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন ন্যাট-স্কিভার ব্রান্ট। তাঁকে সাড়ে তিন কোটি টাকা দেওয়া হচ্ছে। হরমনপ্রীত কউর পাচ্ছেন আড়াই কোটি টাকা। হেলি ম্যাথিউজ পাচ্ছেন ১.৭৫ কোটি টাকা। আমনজ্যোত কউর পাচ্ছেন এক কোটি টাকা। জি কমলিনী পাচ্ছেন ৫০ লক্ষ টাকা।

55
স্মৃতি মন্ধানা, অ্যাশলে গার্ডনারও সাড়ে তিন কোটি টাকা করে পাচ্ছেন

স্মৃতির দর সবচেয়ে বেশি

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর রিটেইনড ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি অর্থ পাচ্ছেন স্মৃতি মন্ধানা। তাঁকে সাড়ে তিন কোটি টাকা দেওয়া হচ্ছে। রিচা ঘোষ পাচ্ছেন ২.৭৫ কোটি টাকা। এলিসি পেরি পাচ্ছেন দু'কোটি টাকা। শ্রেয়াঙ্কা পাতিল পাচ্ছেন ৬০ লক্ষ টাকা। গুজরাত টাইটানস যে দু'জনকে দলে রেখেছে, তাঁদের মধ্যে অ্যাশলে গার্ডনার পাচ্ছেন সাড়ে তিন কোটি টাকা। বেথ মুনি পাচ্ছেন আড়াই কোটি টাকা।

Read more Photos on
click me!

Recommended Stories