উইমেনস প্রিমিয়ার লিগে রয়্যাল চ্যালঞ্জার্স ব্যাঙ্গালোরের খারাপ পারফরম্যান্স অব্যাহত। হেরেই চলেছে স্মৃতি মন্ধানার দল। অন্যদিকে, ভালো পারফরম্যান্স দেখাচ্ছে দিল্লি ক্যাপিটালস।
উইমেনস প্রিমিয়ার লিগে টানা ৫ ম্যাচে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। সোমবার দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে হেরে গেল আরসিবি। পয়েন্ট তালিকায় সবার শেষে স্মৃতি মন্ধানার দল। এই টি-২০ লিগে একমাত্র আরসিবি-ই কোনও পয়েন্ট পায়নি। অন্যদিকে, ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি ক্যাপিটালস। এদিনের ম্যাচে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৪ উইকেটে ১৫০ রান করে আরসিবি। এদিনও বড় রান পাননি উইমেনস প্রিমিয়ার লিগে সবচেয়ে দামী খেলোয়াড় স্মৃতি। তিনি করেন ৮ রান। অপর ওপেনার সোফি ডিভাইন করেন ২১ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা এলিসি পেরি ৫২ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৫টি ওভার-বাউন্ডারি। হেদার নাইট করেন ১১ রান। শেষদিকে বিস্ফোরক ইনিংস খেলেন বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষ। তিনি ১৬ বলে ৩৭ রান করেন। তাঁর ইনিংসে ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি ছিল। শ্রেয়াঙ্কা পাতিল ৪ রান করে অপরাজিত থাকেন। কিন্তু লড়াই করার মতো রান করেও হেরে গেল আরসিবি।
রান তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই শেফালি ভার্মার (০) উইকেট হারায় দিল্লি। অপর ওপেনার অধিনায়ক মেগ ল্যানিং করেন ১৫ রান। ৩ নম্বরে ব্যাটিং করতে নামা অ্যালিস ক্যাপসি করেন ৩৮ রান। ৪ নম্বরে ব্যাটিং করতে নামা জেমাইমা রডরিগেজ করেন ৩২ রান। মেরেজন ক্যাপ ৩২ রান করে অপরাজিত থাকেন। ২৯ রান করে অপরাজিত থাকেন জেস জোনাসেন। ২ বল বাকি থাকতে জয় তুলে নেয় দিল্লি।
পঞ্চম হারের পর স্মৃতি বলেছেন, 'আমাদের বোলাররা খুব ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ওদের জন্যই ২০ ওভার পর্যন্ত ম্যাচ গড়ায়। আমরা অনেক উন্নতি করেছি ঠিকই কিন্তু আরও উন্নতি করতে হবে। এলিসি পেরি ও রিচা ঘোষের পার্টনারশিপ আমাদের ম্যাচে ফিরিয়ে আনে। ওরা দু'জনই খুব ভালো ব্যাটিং করেছে। ওরা অভিজ্ঞতা কাজে লাগিয়ে লড়াই করার মতো স্কোর করে। আমি ভালো ব্যাটিং করতে পারিনি। আমাদের ইনিংসের শুরুটা ভালো হয়নি। প্রথম ১৪ ওভারে আমরা বেশি রান করতে পারিনি। আমরা যদি আরও ১০-১৫ রানও করতে পারতাম, তাহলে লাভ হতে পারত।'
মঙ্গলবার গুজরাট জায়ান্টসের মুখোমুখি হচ্ছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা মুম্বই ইন্ডিয়ানস। টানা ৪ ম্যাচ জিতেছে মুম্বই।
আরও পড়ুন-
চোট সারাতে অস্ত্রোপচার করাতে হলে এবারের আইপিএল-এ খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার
ওডিআই ফর্ম্য়াটের জনপ্রিয়তা বাঁচিয়ে রাখতে হলে ৪০ ওভারের করে দেওয়া হোক, পরামর্শ শাস্ত্রীর
হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ