সংক্ষিপ্ত
টি-২০ ফর্ম্য়াটের দাপটে অনেকটাই কোণঠাসা হয়ে পড়েছে ওডিআই ক্রিকেট। টেস্ট ক্রিকেটের জনপ্রিয়তা অবশ্য বজায় আছে। ওডিআই ফর্ম্য়াটের জনপ্রিয়তা ধরে রাখার জন্য নতুন পরামর্শ দিলেন রবি শাস্ত্রী।
ওডিআই ফর্ম্য়াটের জনপ্রিয়তা ধরে রাখার জন্য ৫০ ওভারের বদলে ৪০ ওভারের খেলা চালু করার পরামর্শ দিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন প্রধান কোচ রবি শাস্ত্রী। আমেদাবাদ টেস্ট ম্য়াচ চলাকালীন ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেছেন, ‘ওডিআই ফর্ম্য়াটকে বাঁচিয়ে রাখতে হলে ৫০ ওভারের বদলে ৪০ ওভারে কমিয়ে আনতে হবে খেলা। ১৯৮৩ সালে ভারতীয় দল প্রথমবার বিশ্বকাপ জিতেছিল, তখন ওডিআই ম্য়াচে ৬০ ওভারের খেলা হত। তারপর যখন দর্শকদের আকর্ষণ কমে যেতে শুরু করল, তখন ৬০ থেকে কমিয়ে ওডিআই ম্য়াচ ৫০ ওভারের করে দেওয়া হয়। এবার ৪০ ওভারে কমিয়ে আনা হোক খেলা। সময়ের সঙ্গে সঙ্গে সবকিছুই বদলাচ্ছে। ওডিআই ফর্ম্য়াটের জনপ্রিয়তা ধরে রাখতে হলে ওভার সংখ্যা কমাতেই হবে।’ এর আগেও ওডিআই ফর্ম্য়াটে ওভার সংখ্যা কমানোর পক্ষে মতপ্রকাশ করেন শাস্ত্রী। তাঁর পাশাপাশি আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটার ওডিআই ফর্ম্য়াটে ওভার সংখ্যা কমানোর পরামর্শ দিয়েছেন।
শাস্ত্রী আরও বলেছেন, ‘আমার মনে হয়, এখন টি-২০ ফর্ম্য়াটই আসল। ক্রিকেটকে বাঁচিয়ে রাখার জন্য টি-২০ ফর্ম্য়াট চালু করা প্রয়োজন ছিল। টি-২০ ফর্ম্য়াটের মাধ্যমেই ক্রিকেটে এখন অর্থের আমদানি হচ্ছে। তবে একইসঙ্গে আমার মনে হয়, দ্বিপাক্ষিক সিরিজের সংখ্যা কমিয়ে দেওয়া উচিত। টি-২০ ক্রিকেটের প্রচারের জন্য বিশ্বের বিভিন্ন দেশে যথেষ্ট ঘরোয়া লিগ আছে। আমার মনে হয়, এই টি-২০ লিগগুলি থাকুক। এরই সঙ্গে টি-২০ বিশ্বকাপও হোক। শুধু দ্বিপাক্ষিক টি-২০ সিরিজের সংখ্যা কমিয়ে দেওয়া হোক। খুব প্রয়োজন হলে বিশ্বকাপের আগে দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করা হোক। না হলে দরকার নেই। ক্রিকেটের ৩ ফর্ম্য়াটকেই বাঁচিয়ে রাখতে হলে আমার মতে এই ব্য়বস্থা চালু করা দরকার।’
টেস্ট ক্রিকেট সম্পর্কে শাস্ত্রী বলেছেন, ‘টেস্ট ক্রিকেট আসল ফর্ম্য়াট হিসেবেই থেকে যাবে। টেস্ট ক্রিকেটকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া দরকার। টেস্ট ক্রিকেটই আসল। আমার মনে হয়, ভারতে ক্রিকেটের সব ফর্ম্য়াটের জন্যই জায়গা আছে। বিশেষ করে ভারতীয় উপমহাদেশে ক্রিকেটের সব ফর্ম্য়াটই জনপ্রিয়। অস্ট্রেলিয়ার মতো দেশেও ক্রিকেটের ৩ ফর্ম্য়াটই জনপ্রিয়।’
উইকেট-ব্য়াটার দীনেশ কার্তিক আবার মনে করেন, এবারই শেষ ওডিআই বিশ্বকাপ হতে পারে। ভবিষ্যতে আর কখনও ওডিআই বিশ্বকাপ হয়তো হবে না। এ প্রসঙ্গে কার্তিক বলেছেন, ‘ওডিআই ফর্ম্য়াট জনপ্রিয়তা হারিয়েছে। আমরা হয়তো এবারই শেষ ওডিআই বিশ্বকাপ দেখতে পাব। এরপর হয়তো আর বড়জোর আর একবার ওডিআই বিশ্বকাপ হতে পারে।’
আরও পড়ুন-
WTC 2023: আমেদাবাদে ড্র করেও বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে যেতে পারে ভারত
এক ম্য়াচ বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথমবার টি-২০ সিরিজ জয় বাংলাদেশের
হাওড়া ইউনিয়নের শতবর্ষ, ক্লাব তাঁবুতে বিশেষ অনুষ্ঠানে সৌরভ, গুরবক্স, সম্বরণ