WPL 2023: ফের হার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের, প্রথম জয় পেল গুজরাট জায়ান্টস

Published : Mar 08, 2023, 11:16 PM ISTUpdated : Mar 08, 2023, 11:45 PM IST
Gujarat Giants

সংক্ষিপ্ত

উইমেনস প্রিমিয়ার লিগে হেরেই চলছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। হোলির দিনও স্মৃতি মন্ধানা, রিচা ঘোষদের দলে রং ফিরল না। তাঁদের অবস্থা রীতিমতো বিবর্ণ।

উইমেনস প্রিমিয়ার লিগে পরপর ৩ ম্যাচে হেরে গেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। বুধবার গুজরাট জায়ান্টসের কাছে ১১ রানে হেরে গেল স্মৃতি মন্ধানার দল। এই লিগ শুরু হওয়ার আগে খাতায়-কলমে আরসিবি-কেই সবচেয়ে শক্তিশালী দল বলে মনে করা হচ্ছিল। কিন্তু প্রথম ৩ ম্যাচেই হেরে নিজেদের কাজটা কঠিন করে ফেলল আরসিবি। প্রথম ২ ম্যাচে হারের পর আরসিবি-কে হারিয়ে প্রথম জয় পেল গুজরাট জায়ান্টস। বুধবার টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন গুজরাটের অধিনায়ক স্নেহ রানা। তাঁর দল ৭ উইকেটে ২০১ রান করে। সর্বাধিক ৬৭ রান করেন হারলিন দেওল। ৬৫ রান করেন ওপেনার সোফিয়া ডানক্লি। আরসিবি-র হয়ে ২ উইকেট করে নেন শ্রেয়াঙ্কা পাতিল ও হেদার নাইট। ১ উইকেট করে নেন মেগান শাট ও রেণুকা সিং ঠাকুর। রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১৯০ রান করেই থেমে যায় আরসিবি। সর্বাধিক ৬৬ রান করেন সোফি ডিভাইন। ৩২ রান করেন এলিসি পেরি। ৩০ রান করে অপরাজিত থাকেন নাইট। গুজরাটের হয়ে ৩ উইকেট নেন অ্যাশলে গার্ডনার। ২ উইকেট নেন অ্যানাবেল সাদারল্যান্ড। ১ উইকেট নেন মানসী জোশী।

আরসিবি অধিনায়ক স্মৃতি এবারের উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছেন। কিন্তু তিনি খুব একটা ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। বুধবারও ১৮ রান করেই আউট হয়ে যান স্মৃতি। বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষও খুব একটা ভালো পারফরম্য়ান্স দেখাতে পারছেন না। গুজরাটের বিরুদ্ধে রিচা করেন ১০ রান। শেষ ওভারে জয়ের জন্য ২৪ রান দরকার ছিল আরসিবি-র। বল করতে যান সাদারল্য়ান্ড। প্রথম বলেই আউট হয়ে যান পুমন খেমনার (২)। দ্বিতীয় বলে ১ রান করেন শ্রেয়াঙ্কা। তৃতীয় বলে ১ রান করেন নাইট। পরের বলে ওভার-বাউন্ডারি মারেন শ্রেয়াঙ্কা। পঞ্চম বলে তিনি বাউন্ডারি মারেন। শেষ বলে কোনও রান হয়নি। 

এই লিগে তৃতীয় হারের পর আরসিবি অধিনায়ক স্মৃতি বলেছেন, ‘আমরা বোলিং করার সময় ১০-১৫ রান বেশি দিয়েছি। মেয়েরা যেভাবে ব্যাটিং করেছে তাতে আমি গর্বিত। আউটফিল্ড ভালো, একদিকের বাউন্ডারি বেশ ছোট। সেটা আমাদের দলের কয়েকজন বোলারের মাথায় ছিল। শ্রেয়াঙ্কা ভালো ব্যাটিং ও বোলিং করেছে। কনিকাও (আহুজা) ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ওরা আমাদের ঘরোয়া ফর্ম্যাট থেকে উঠে এসেছে।’

আরও পড়ুন-

ধারাভির রাস্তা থেকে উইমেনস প্রিমিয়ার লিগ, স্বপ্নের উত্থান সিমরন শেখের

মঞ্চ মাতালেন কিয়ারা-কৃতী, চোখধাঁধানো উদ্বোধন উইমেনস প্রিমিয়ার লিগের

Yuvraj Singh : শিম্পাঞ্জিকে নকল করে শরীরচর্চা, মজার ভিডিও শেয়ার যুবরাজ সিংয়ের

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত