ইন্দোর টেস্ট ম্যাচে পিচ নিয়ে তীব্র বিতর্ক হয়েছে। সেই পিচকে নিম্নমানের বলেছে আইসিসি। এরপর আমেদাবাদ টেস্ট ম্যাচের পিচ নিয়ে কোনওরকম ঝুঁকি নেওয়া হচ্ছে না।
বৃহস্পতিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়া সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচে পাটা পিচ থাকছে। বুধবার এমনই বললেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভ স্মিথ। তাঁর মতে, এই সিরিজের প্রথম ৩ ম্যাচে যে ধরনের পিচ ছিল, সেই তুলনায় আমেদাবাদের পিচ একেবারেই পাটা। তবে একইসঙ্গে অস্ট্রেলিয়ার অধিনায়কের মনে হচ্ছে, ম্যাচ যত গড়াবে ততই পিচ ভাঙতে শুরু করবে এবং স্পিনাররা পিচ থেকে সাহায্য পাবেন। নাগপুরে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে ৪০০ রান করা অত্য়ন্ত কঠিন হলেও, আমেদবাদে সেটা কঠিন হবে না বলেই মত স্মিথের। এ প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আমরা এই সিরিজে যে পিচগুলি দেখলাম, তার মধ্যে এখানকার পিচটিকেই সবচেয়ে পাটা বলে মনে হচ্ছে। তবে তারপরেও আমাদের ৩৮ ডিগ্রি সেলসিয়াস গরমে খেলতে হবে। এখানে প্রচণ্ড গরম। উইকেট দেখে মনে হচ্ছে ম্যাচ যত গড়াবে উইকেট ততই শুকনো হয়ে উঠবে। এক মাঠকর্মী জানিয়েছেন, তাঁরা পিচে আরও জল দেবেন। ফলে পিচ শেষপর্যন্ত পিচ কেমন আচরণ করছে, সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। তবে এই উইকেট থেকে ব্যাটাররা সাহায্য পাবে বলেই মনে হচ্ছে।’
স্মিথ আরও বলেছেন, ‘পিচ যেরকম আচরণই করুক না কেন, আমাদের খেলতে তো হবেই। এই সিরিজের কোনও ম্যাচেই খুব বড় স্কোর হয়নি। প্রথম টেস্ট ম্যাচে ভারতীয় দল ৪০০ রান করে। সেই ম্যাচে রোহিত (শর্মা) শতরান করে। তবে এখানকার উইকেট একটু আলাদা বলে মনে হচ্ছে। প্রথম বল থেকেই হয়তো বল ঘুরবে না। প্রথম দিন মনে হয় স্পিনাররা উইকেট থেকে খুব একটা সাহায্য পাবে না। তবে পরের দিকে সাহায্য পেতে পারে স্পিনাররা। ফলে এই ম্যাচে বড় রান করার সুযোগ পেতে পারে ব্যাটাররা।’
ইন্দোরের পিচ নিয়ে তুমুল বিতর্ক হলেও, এ ব্যাপারে কোনওরকম বিতর্কে জড়াতে চাননি স্মিথ। তিনি পিচ নিয়ে প্রশ্নের জবাব বলেছেন, ‘আমাদের যে পিচেই খেলতে দেওয়া হবে সেখানে খেলতে হবে। আমাদের এমন উইকেটেও খেলতে হয়েছে যেখানে ২০০ রান করতে পারলেই মনে হয়েছে যথেষ্ট। তবে আমরা উইকেট নিয়ে কোনওরকম প্রতিবাদ জানাইনি। আমরা শুধু মাঠে নেমে খেলছি।’
ইন্দোর টেস্ট ম্যাচে প্যাট কামিন্স না থাকায় অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দিয়ে জেতান স্মিথ। আমেদাবাদেও দলকে জিতিয়ে সিরিজে সমতা ফেরানোই তাঁর লক্ষ্য।
আরও পড়ুন-
আইসিসি র্যাঙ্কিংয়ে বোলারদের শীর্ষেই অশ্বিন, পয়েন্টের ব্য়বধান কমালেন অ্যান্ডারসন
টপ অর্ডার ব্যাটারদের রান করার উপায় খুঁজে বের করতে হবে, বার্তা রোহিত শর্মার
বাড়িতে সারমেয়দের সঙ্গে খেলায় মেতেছেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর