ধারাভির রাস্তা থেকে উইমেনস প্রিমিয়ার লিগ, স্বপ্নের উত্থান সিমরন শেখের
মুম্বইয়ের শিবাজি পার্ক থেকে উঠে এসেছেন বহু পুরুষ ক্রিকেটার। তাঁদের মধ্যে অনেকেই জাতীয় দলের হয়ে খেলেছেন, আইপিএল-এর বিভিন্ন দলেও খেলেছেন। কিন্তু ধারাভি বস্তি থেকে কোনও মহিলা ক্রিকেটার উঠে এসেছেন, এটা এর আগে দেখা যায়নি।
- FB
- TW
- Linkdin
মুম্বইয়ের ধারাভি বস্তি থেকে উঠে এসেছেন ২১ বছরের সিমরন বানু শেখ, খেলছেন ইউপি ওয়ারিয়র্সের হয়ে
এশিয়ার সবচেয়ে বড় বস্তি ধারাভির রাস্তায় খেলা শুরু করেন। সেখান থেকে উঠে এসে উইমেনস প্রিমিয়ার লিগে খেলছেন ২১ বছরের সিমরন বানু শেখ। তিনি খেলছেন ইউপি ওয়ারিয়র্সের হয়ে।
উইমেনস প্রিমিয়ার লিগের নিলামে ১০ লক্ষ টাকা দিয়ে সিমরনকে দলে নিয়েছে ইউপি ওয়ারিয়র্স
বাবা-মার ৪ মেয়ে ও ৩ ছেলের অন্যতম সিমরন। তিনিই গরিব পরিবারের সবচেয়ে উজ্জ্বল সন্তান। পরিবারকে গর্বিত করেছেন এই ক্রিকেটার।
ছোটবেলায় ধারাভির রাস্তায় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু সিমরনের, সেখান থেকেই উত্থান
ধারাভির রাস্তায় স্থানীয় ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলা শুরু করেন সিমরন। ১৫ বছর বয়সে তিনি ঠিক করেন, ক্রিকেটই খেলবেন। এরপর যোগ দেন ক্রসওয়ের ইউনাইটেড ক্লাবে। সেখানেই ক্রিকেটের ব্য়াকরণ শেখেন। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি।
সিমরনকে ক্রিকেটার হয়ে উঠতে সাহায্য করেন 'রোমিও স্যার', সঞ্জয় সতম
ইউনাইটেড ক্লাবের কোচ 'রোমিও স্যার' সিমরনকে ক্রিকেট খেলা শেখান। কিটস দিয়ে সাহায্য করেন সঞ্জয় সতম। তাঁদের জন্যই এই তরুণীর পক্ষে ক্রিকেটার হয়ে ওঠা সম্ভব হয়।
ইউনাইটেড ক্লাবের হয়ে মুম্বইয়ের বিভিন্ন প্রতিযোগিতায় খেলা শুরু করেন সিমরন, এরপর সুযোগ পান মুম্বইয়ের সিনিয়র দলে
স্থানীয় ক্রিকেট টুর্নামেন্টগুলিতে খেলে অভিজ্ঞতা অর্জন করেন সিমরন। এরপর তিনি সুযোগ পান মুম্বইয়ের সিনিয়র দলে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাঁকে।
ব্যাটিংয়ের পাশাপাশি লেগ-স্পিনও করেন সিমরন, সব পজিশনেই ব্যাটিং করেন তিনি
রবিবার উইমেনস প্রিমিয়ার লিগে গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে রান পাননি সিমরন। ৭ নম্বরে ব্যাটিং করতে নেমে প্রথম বলেই আউট হয়ে যান তিনি।
ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জিততে চান সিমরন, সেই লক্ষ্যেই তৈরি হচ্ছেন তিনি
এখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি সিমরন। ভারতীয় দলের হয়ে বিশ্বকাপ জেতাই তাঁর স্বপ্ন বলে জানিয়েছেন সিমরন।