
Jemimah Rodrigues: নিজের শহর মুম্বইয়ের (Mumbai) মেয়ে জেমাইমা রডরিগেজের প্রশংসায় পঞ্চমুখ ভারতের টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব (Suryakumar Yadav)। নিজে এশিয়া কাপে (Asia Cup 2025) খেলতে ব্যস্ত থাকলেও, ভারতের মহিলা দলের বিশ্বকাপের (2025 Women's Cricket World Cup) প্রস্তুতির দিকে নজর রেখেছেন সূর্যকুমার। তিনি জেমাইমাকে নিয়ে আশাবাদী। এক অনুষ্ঠানে এই তারকা ব্যাটার বলেছেন, ‘ওর (জেমাইমা) কাছ থেকে আমাদের অনেককিছু শেখার আছে। বড় ম্যাচে, চাপের ম্যাচে ও ভালো পারফরম্যান্স দেখায়। আমরা সবাই এটা শিখতে চাই এবং করে দেখাতে চাই। জেমির সবচেয়ে ভালো ব্যাপার হল, ও ছোটা প্যাকেট, বড়া ধামাকা। ও যেটা করে যাচ্ছে, সেটাই করে যেতে হবে। ওর খেলা সত্যিই উপভোগ করি।’
জেমাইমার প্রশংসা করে সূর্যকুমার আরও বলেছেন, ‘নিজের শহরের কাউকে এত স্থানীয় ম্যাচ খেলতে দেখলে, রাজ্যের হয়ে খেলতে দেখলে, তারপর ভারতের হয়ে খেলতে দেখলে সবসময় ভালো লাগে। শুধু বিশ্বকাপেই নয়, দ্বিপাক্ষিক সিরিজেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছে জেমাইমা। ও সবসময় ভালো পারফরম্যান্স দেখায়। বিশ্বকাপে খেলার সুযোগ পাওয়া বড় ব্যাপার। আমি নিশ্চিত, ও ভালো পারফরম্যান্স দেখাবে। কারণ, ও অসাধারণ সতীর্থ, সবসময় সবাইকে সাহায্য করে। আমরা সবাই দেখেছি, ও মাঠে সবসময় প্রাণশক্তির সঞ্চার করে।’
বাংলার উইকেটকিপার-ব্যাটার রিচা ঘোষের প্রশংসা করেছেন সঞ্জু স্যামসন। এশিয়া কাপে ভারতীয় দলের উইকেটকিপার-ব্যাটার বলেছেন, ‘আমরা সবাই রিচা ঘোষের খেলা দেখতে ভালোবাসি। ও যেভাবে ব্যাটিং করে এবং উইকেটকিপিং করে, সেটা দেখতে খুব ভালো লাগে। ওকে দেখে সবসময় শান্ত ও আত্মবিশ্বাসী মনে হয়। ওর কাছ থেকে অনেককিছু শেখার আছে। এ দেশে নীল জার্সি পরা কখনও সহজ নয়। নেপথ্যে অনেক কঠোর পরিশ্রম থাকে।’ সঞ্জু আশাবাদী, দেশের মাটিতে মহিলাদের বিশ্বকাপে ভালো পারফরম্যান্স দেখাতে পারবেন রিচা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।