WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জিতে কত অর্থ পাওয়া যাবে? ঘোষণা আইসিসি-র

Published : May 26, 2023, 06:19 PM ISTUpdated : May 26, 2023, 06:49 PM IST
team india

সংক্ষিপ্ত

৭ জুন শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। তার ঠিক আগে ২০২১ থেকে ২০২৩ পর্যন্ত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জন্য প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যে ৯টি দেশ যোগ দিয়েছে, তাদের জন্য শুক্রবার প্রাইজ মানি ঘোষণা করল আইসিসি। গত ২ বছর ধরে যে দলগুলি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলেছে, তাদের মোট ৩৮ লক্ষ মার্কিন ডলার দিচ্ছে আইসিসি। ৯টি দলের মধ্যে এই অর্থ ভাগ হয়ে যাবে। ২০১৯ থেকে ২০২১ সালের মধ্যে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে যে প্রাইজ মানি ছিল, এবারও সেই অর্থই রাখা হয়েছে। ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে ফাইনালে যে দল জয় পাবে তারা ১৬ লক্ষ মার্কিন ডলার পাবে। রানার্স দল পাবে ৮ লক্ষ মার্কিন ডলার। ফলে ভারতীয় দলের সামনে মোটা অঙ্কের প্রাইজ মানি জেতার সুযোগ রয়েছে। গতবার রানার্স হয়েছিল ভারত। এবার চ্যাম্পিয়ন হওয়াই বিরাটদের লক্ষ্য।

দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে অস্ট্রেলিয়াকে ২-১ ফলে হারিয়ে আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে পৌঁছে গিয়েছে ভারতীয় দল। ১৮ ম্যাচ খেলে ১০টিতেই জয় পান রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ভারতের পয়েন্ট ১২৭ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৫৮.৮০। শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ১৯ ম্যাচ খেলে ১১টিতে জয় পেয়েছে। প্যাট কামিন্স, স্টিভ স্মিথদের পয়েন্ট ১৫২ এবং পয়েন্ট পার্সেন্টেজ ৬৬.৬৭। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকা পাচ্ছে সাড়ে ৪ লক্ষ মার্কিন ডলার। চতুর্থ স্থানে থাকা ইংল্যান্ড সাড়ে ৪ লক্ষ মার্কিন ডলার পাচ্ছে। বেন স্টোকসের নেতৃত্বে সম্প্রতি টেস্টে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে ইংল্যান্ড। জো রুটের বদলে স্টোকস অধিনায়ক হওয়ার পর মাত্র ২টি টেস্ট ম্যাচ হেরেছে ইংল্যান্ড। ৫ নম্বরে থাকা শ্রীলঙ্কা পাচ্ছে ২ লক্ষ মার্কিন ডলার।

আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথমবারের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড এবার ভালো পারফরম্যান্স দেখাতে পারেনি। ১৩ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছেন ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসনরা। আইসিসি টেস্ট র‍্যাঙ্কিংয়ে ৬ নম্বরে শেষ করেছে কিউয়িরা। পাকিস্তান ৭ নম্বরে ছিল। ৮ নম্বরে ওয়েস্ট ইন্ডিজ এবং সবার শেষে বাংলাদেশ। ১২টি ম্যাচ খেলে মাত্র ১টিতে জয় পেয়েছে বাংলাদেশ। ১৪ ম্যাচ খেলে মাত্র ৪টিতে জয় পেয়েছে পাকিস্তান। গত বছর দেশের মাটিতে একটিও টেস্ট ম্যাচে জয় পায়নি পাকিস্তান। ফলে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে অধিনায়ক বাবর আজমকে। টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে প্রাইজ মানি হিসেবে নিউজিল্যান্ড, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ ১ লক্ষ মার্কিন ডলার করে পাচ্ছে।

আরও পড়ুন-

IPL 2023: লক্ষ্য আইপিএল ফাইনাল, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই-গুজরাট টক্কর

IPL 2023: মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হওয়ার আগে এক সারাকে আনফলো শুবমানের, চর্চায় অপরজন

IPL 2023: রুরকির ডিগ্রি ইঞ্জিনিয়ার, আইপিএল মাতিয়ে দিলেন আকাশ মাধওয়াল

PREV
click me!

Recommended Stories

India vs South Africa T20: প্রথম টি-২০ ম্যাচেই বাজিমাত ভারতের, ১০১ রানে পরাজয় দক্ষিণ আফ্রিকার
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম টি-২০: হার্দিক পান্ডিয়ার ঝোড়ো অর্ধশতরান, কটকে লড়াইয়ে ভারত