সংক্ষিপ্ত
ভারতীয় দলের হয়ে এখনও খেলার সুযোগ পাননি, এমন বেশ কয়েকজন ক্রিকেটার এবারের আইপিএল-এ ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। তাঁদেরই অন্যতম মুম্বই ইন্ডিয়ানসের পেসার আকাশ মাধওয়াল।
৫ রান দিয়ে ৫ উইকেট! আইপিএল-এর ইতিহাসে অন্যতম সেরা স্পেল করলেন মুম্বই ইন্ডিয়ানসের পেসার আকাশ মাধওয়াল। বুধবার আইপিএল এলিমিনেটরে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে চমকপ্রদ পারফরম্যান্স দেখালেন উত্তরাখণ্ডের রুরকির এই পেসার। ইঞ্জিনিয়ারিং ডিগ্রি রয়েছে এই ক্রিকেটারের। ২০১৯ সালে উত্তরাখণ্ডের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেক হয় এই পেসারের। ২০২২-এর আইপিএল থেকে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলছেন আকাশ। বুধবারই সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে সারা ক্রিকেট দুনিয়ার নজর কেড়ে নিলেন আকাশ। তাঁর বয়স এখন ২৯ বছর। তবে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাতে পারলে টি-২০ ফর্ম্যাটে ভারতীয় দলে সুযোগ পেতেই পারেন এই পেসার।
লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে মুম্বই ইন্ডিয়ানসকে জেতানোর পর আকাশ বলেছেন, ‘আমি অনুশীলন চালিয়ে যাচ্ছিলাম এবং সুযোগ পাওয়ার অপেক্ষায় ছিলাম। আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেছি। ক্রিকেট আমার ভালোবাসা। আমি ২০১৮ থেকে এই সুযোগের অপেক্ষায় ছিলাম। আমরা যখন নেটে অনুশীলন করি, তখন টিম ম্যানেজমেন্ট আমাদের লক্ষ্য স্থির করে দেয়। আমরা নিজেদের সেরা পারফরম্যান্স দেখানোর চেষ্টা করি। পরের ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্স দেখিয়ে দলকে চ্যাম্পিয়ন করাই আমার লক্ষ্য। নিকোলাস পুরাণের উইকেটই আমাকে সবচেয়ে বেশি আনন্দ দিয়েছে।’
মুম্বই ইন্ডিয়ানসের অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, 'আমরা বছরের পর বছর ধরে এরকম পারফরম্যান্সই দেখিয়ে এসেছি। আমরা যে পারফরম্যান্স দেখিয়েছি, সেটা আমাদের কাছ থেকে আশা করেন না ক্রিকেটপ্রেমীরা। কিন্তু আমরা এরকম পারফরম্যান্সই দেখাচ্ছি। আকাশ গত বছরও আমাদের দলে ছিল। অন্য বোলারদের সাহায্যকারী হিসেবে ছিল ও। জোফ্রা (আর্চার) চোট পেয়ে ছিটকে যাওয়ার পর আমি জানতাম, আকাশের ভালো পারফরম্যান্স দেখানোর মতো দক্ষতা ও দৃঢ়চেতা মানসিকতা আছে। বছরের পর বছর ধরে মুম্বই ইন্ডিয়ানসের হয়ে খেলার পর অনেকেই ভারতীয় দলের হয়ে খেলেছে। তরুণ ক্রিকেটাররা যাতে নিজেদের বিশেষ একজন মনে করে এবং দলের অংশ মনে করে, সেটা নিশ্চিত করতে চাই আমরা। তরুণ ক্রিকেটাররা যাতে ২২ গজে স্বচ্ছন্দবোধ করে, সেটা নিশ্চিত করাই আমার কাজ। দলে সবার কী ভূমিকা, কী করতে হবে, দ কী চাইছে, সেটা সবাই জানে। আমাদের দলের সবাই ফিল্ডিং উপভোগ করেছি। দলের যে কেউ মাঠে অবদান রাখলে আমাদের ভালো লাগে।আমরা জানতাম, চেন্নাইয়ে আমাদের দলের সবাইকে ভালো পারফরম্যান্স দেখাতে হবে। ওয়াংখেড়েতে একজন বা দু'জন ভালো পারফরম্যান্স দেখালেই ম্যাচ জেতা সম্ভব। কিন্তু চেন্নাইয়ের পরিস্থিতি অন্যরকম।'
আরও পড়ুন-
IPL 2023: ১০১ অলআউট লখনউ সুপার জায়ান্টস, দ্বিতীয় কোয়ালিফায়ারে মুম্বই ইন্ডিয়ানস
IPL 2023: পরের বছর চিপকে ফিরব কি না জানি না, ফাইনালে উঠে বার্তা ধোনির
Mumbai Indians : ৩ বছর পর আইপিএল-এর প্লে-অফে দল, উচ্ছ্বসিত মুম্বই ইন্ডিয়ানস