সংক্ষিপ্ত
২০২২-এর টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের ভরাডুবির পর টি-২০ ফর্ম্যাটে জাতীয় দলকে নতুন করে সাজিয়েছে বিসিসিআই। এবার টেস্ট দল নিয়েও নতুন করে ভাবা শুরু হয়েছে।
আগামী মাসে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় দল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের নতুন সংস্করণ শুরু করছেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। ক্যারিবিয়ান সফরে ২টি টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় দল। পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের পর ভারতের টেস্ট দল নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। সিনিয়র ক্রিকেটারদের পরিবর্তে তরুণ ক্রিকেটারদের সুযোগ দেওয়ার দাবি উঠছে বিভিন্ন মহল থেকে। তবে বিসিসিআই সূত্রে খবর, বিরাট ও রোহিতকে আপাতত দল থেকে সরানোর কোনও প্রশ্নই নেই। তবে চেতেশ্বর পূজারাকে দলে রাখা হবে কি না, সেটা নিয়ে আলোচনা করবেন নির্বাচকরা। ঋষভ পন্থ, শ্রেয়াস আইয়ার, কে এল রাহুলের মতো ব্যাটাররা চোটের জন্য দলের বাইরে থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে ফের সুযোগ পেতে পারেন পূজারা। জাতীয় দলে সুযোগ দেওয়া হতে পারে রঞ্জি ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখানো সরফরাজ খানকে। দলে থাকতে পারেন যশস্বী জয়সোয়াল, সূর্যকুমার যাদব। বাদ পড়তে পারেন উইকেটকিপার কে এস ভরত। ঋদ্ধিমান সাহাকে টেস্ট দলে ফেরানো নিয়ে আলোচনা হতে পারে। উমেশ যাদবের বদলে টেস্ট দলে সুযোগ পেতে পারেন বাংলার পেসার মুকেশ কুমার।
রোহিতের পরিবর্তে টেস্ট দলের অধিনায়ক হিসেবে উঠে আসছে হার্দিক পান্ডিয়ার নাম। তবে বেশ কিছুদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছেন না এই অলরাউন্ডার। তিনি নিজেই টেস্ট ম্যাচ খেলতে চাইছিলেন না। এবার হার্দিক টেস্ট দলে ফিরবেন কি না, সেটা নিয়ে তাঁর সঙ্গে আলোচনা করবেন নির্বাচকরা। ২০১৮ সালে ইংল্যান্ড সফরে শেষবার টেস্ট ম্যাচ খেলেছিলেন হার্দিক। তারপর কোমরের চোটের জন্য টেস্ট দল থেকে নিজেকে সরিয়ে নেন এই অলরাউন্ডার। এখন অবশ্য তাঁকে ফিট বলেই মনে হচ্ছে। ফলে টেস্ট দলে ফিরতেই পারেন হার্দিক।
আগামী সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য দল গঠন করবেন নির্বাচকরা। তার আগে টেস্ট দল নিয়ে ক্রিকেট মহলে আলোচনা চলছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ব্যর্থ হওয়ায় পূজারাকে নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে গত কয়েক মাস ধরে ভালো ফর্মে এই ব্যাটার। তাঁর ব্যাটিংয়ের গড় ৪০। বর্ডার-গাভাসকর ট্রফি ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলার সুযোগ পেলেও, ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি ভরত। সেই কারণেই তিনি বাদ পড়তে পারেন। তাঁর পরিবর্তে সুযোগ পেতে পারেন ঈশান কিষান। তবে উইকেটকিপার হিসেবে এগিয়ে ঋদ্ধিমান। সেই কারণেই তাঁর নাম উঠে আসছে।
আরও পড়ুন-
ওডিআই বিশ্বকাপের আগে ভারতীয় দলের জন্য নতুন স্পনসরের খোঁজে বিসিসিআই
কারও সাহায্য ছাড়াই সিঁড়ি ভাঙছেন ঋষভ পন্থ, ভাংড়ার জন্য তৈরি হও, বার্তা হারলিন দেওলের
WTC 2023: ব্যাটিং ব্যর্থতা, পরপর ২ বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে হার ভারতের