WTC Final 2023: ভুল সিদ্ধান্তের দায় একা রোহিতের নয়, দ্রাবিড়ও সমান দায়ী, দাবি পন্টিংয়ের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দিন থেকেই চাপে ভারতীয় দল। একাধিক ভুল সিদ্ধান্তই রোহিত শর্মা, বিরাট কোহলিদের চাপে ফেলে দিয়েছে বলে মত প্রাক্তন ক্রিকেটারদের।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে প্রথম ইনিংসে বোলিং করার সময় ভারতীয় দল ঠিকমতো পরিকল্পনা করতে পারেনি। যে পরিকল্পনা ছিল সেটা ঠিকমতো প্রয়োগও করা সম্ভব হয়নি। এমনই মত অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিংয়ের। তিনি বলেছেন, 'আমি জানি, অধিনায়ককেই (রোহিত শর্মা) যাবতীয় সমালোচনা সহ্য করতে হবে। কিন্তু আমি জানি, ও একা সিদ্ধান্ত নেয়নি। আমি রোহিত ও রাহুল দ্রাবিড়কে বুধবার সকালে মাঠে দেখেছি। টসে জিতলে দল কী সিদ্ধান্ত নেবে, সে ব্যাপারে রোহিতের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে দ্রাবিড়। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলে ভারতীয় দলে ৪ জন সিমারকে রাখতেই হত। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দলের এই পরিকল্পনায় কোনও লাভ হয়নি। তবে এই ম্যাচে এখনও অনেককিছু হতে পারে। এখনই কিছু বলা ঠিক নয়।'

প্রথম ইনিংসে ৪ উইকেট নেওয়া মহম্মদ সিরাজের প্রশংসা করেছেন পন্টিং। তিনি বলেছেন, 'সিরাজের বোলিং দেখে আমার খুব ভালো লেগেছে। ওকে দেখে মনে হয়েছে লড়াই করতে পারে। ওর বোলিং দেখে মনে হচ্ছিল ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে সেটা হল, সারা ইনিংসে ওর বলের গতি কমেনি। ম্যাচের প্রথম ওভার থেকে শুরু করে দ্বিতীয় দিন বিকেল পর্যন্ত ও ঘণ্টায় ৮৬-৮৭ মাইল গতিতে বোলিং করে গিয়েছে। ওর মানসিকতা আমার খুব ভালো লেগেছে।'

Latest Videos

ভারতীয় দলের পরিকল্পনায় গলদ প্রসঙ্গে পন্টিং বলেছেন, ‘আমার মনে হয়, বুধবার সকালে ম্যাচের প্রথম এক ঘণ্টায় নিজেদের কাজটা কঠিন করে ফেলে ভারতীয় দল। ভারতের বোলাররা বেশি শর্ট বোলিং করেছে। তাতে ভারতের কোনও লাভ হয়নি। ম্যাচ যখন শুরু হয়, তখন মেঘলা আকাশ ছিল। উইকেটও পেসারদের সহায়ক ছিল। নতুন ডিউক বলে বোলিং শুরু করে ভারত। এই পরিস্থিতিতে ফুল লেংথ বোলিং করা উচিত ছিল ভারতের বোলারদের। অস্ট্রেলিয়ার ব্যাটারদের ড্রাইভ করতে বাধ্য করা উচিত ছিল ভারতের বোলারদের। প্রথম সেশনেই অস্ট্রেলিয়ার ৪-৫ উইকেট নেওয়া উচিত ছিল ভারতের। কিন্তু ওরা মাত্র ২ উইকেট নিতে সক্ষম হয়। ফলে অস্ট্রেলিয়ার সুবিধা হয়ে যায়।’

তৃতীয় দিনের শেষে ভারতের চেয়ে ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে লিড পাওয়ায় এমনিতেই চ্যাম্পিয়ন হওয়ার দিকে অনেকটা এগিয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। সরাসরি জয় পাওয়ার চেষ্টাই করছে অস্ট্রেলিয়া।

আরও পড়ুন-

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বারবার ভুল আম্পায়ারদের

WTC Final 2023: তৃতীয় দিনের শেষে ২৯৬ রানে এগিয়ে অস্ট্রেলিয়া, চাপে ভারত

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
Viral Video! আবাসের টাকা ঢুকতেই বাড়ি বাড়ি গিয়ে কাটমানি চাইছেন TMC কর্মী | Murshidabad Latest News
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
'উল্টো ঝুলিয়ে সোজা করব', এগরার জনসভায় এসে কাকে বললেন Suvendu Adhikari ?
ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed