WTC Final 2023: কখন, কীভাবে দেখবেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল?

বুধবার শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। অস্ট্রেলিয়ার মুখোমুখি ভারতীয় দল। ম্যাচের আগে অধিনায়ক রোহিত শর্মা বলেছেন, তিনি চ্যাম্পিয়নশিপ জিততে চান।

বুধবার ভারতীয় সময় অনুযায়ী বিকেল ৩টেয় শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। ভারতীয় সময় অনুযায়ী দুপুর আড়াইটেয় হবে টস। ভারতে টেলিভিশনে সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। স্টার স্পোর্টস ১, স্টার স্পোর্টস ১ এইচডি চ্যানেলে সরাসরি ম্যাচ দেখার সুযোগ থাকছে। মোবাইল ফোন, ল্যাপটপ বা ডেস্কটপ, ট্যাবে ম্যাচের লাইভ স্ট্রিমিং দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার ওয়েবসাইট ও অ্যাপে। ম্যাচ হচ্ছে লন্ডনের কেনিংটন ওভালে। ভারত ও অস্ট্রেলিয়া দল ইতিমধ্যএই স্টেডিয়ামে পৌঁছে গিয়েছে। ভারতের সমর্থকরাও গ্যালারিতে ভীড় জমাচ্ছেন। ইংল্যান্ডে বহু ভারতীয় থাকেন। ফলে ইংল্যান্ডের যে কোনও মাঠে বরাবরই ভারতীয় দল বিপুল সমর্থন পেয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ভারতের অধিনায়ক রোহিত শর্মা জানিয়েছেন, তিনি ভালো সমর্থন আশা করছেন।

ভারত ও অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ১০৬টি টেস্ট ম্যাচে পরস্পরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে ৪৪টি টেস্ট ম্যাচে জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল জয় পেয়েছে ৩২টি টেস্ট ম্যাচে। গত ৪টি টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অপরাজিত ভারতীয় দল। কয়েক মাস আগেই দেশের মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-১ জয় পেয়েছে ভারতীয় দল।

Latest Videos

ম্যাচের আগে ভারতের অধিনায়ক রোহিত শর্মা বলেন, ‘আমি অধিনায়ক পদ থাকি বা অন্য কেউ, এমনকী অতীতেও যাঁরা ভারতীয় দলের অধিনায়ক পদে ছিলেন, প্রত্যেকেরই ভারতীয় ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা ছিল। সবাই যত বেশি সম্ভব ম্যাচ ও চ্যাম্পিয়নশিপ জেতার চেষ্টা করেছেন। আমিও একই লক্ষ্য নিয়ে ভারতীয় দলকে নেতৃত্ব দিচ্ছি। আমি ম্যাচ জিততে চাই, চ্যাম্পিয়নশিপ জিততে চাই। সেটার জন্যই সবাই খেলে। কয়েকটি খেতাব, অসাধারণ সিরিজ জিততে পারলে ভালোই লাগবে। তবে আমরা ম্যাচ ও চ্যাম্পিয়নশিপ জেতা নিয়ে খুব বেশি চিন্তা করে নিজেদের উপর চাপ সৃষ্টি করতে চাই না। সব অধিনায়কই চ্যাম্পিয়নশিপ জিততে চায়। আমার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা কিছু নয়। আমিও বাকি অধিনায়কদের মতোই চ্যাম্পিয়নশিপ জিততে চাই। চ্যাম্পিয়নশিপ জয়ই খেলার আসল ব্যাপার। আমি যদি এক বা একাধিক চ্যাম্পিয়নশিপ জিততে পারি তাহলে দারুণ ব্যাপার হবে। আমি ভারতীয় দলের অধিনায়ক পদ থেকে সরে যাওয়ার আগে চ্যাম্পিয়নশিপ জিততে চাই।’

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কথা মাথায় রেখেই খেলছে ভারতীয় দল।

আরও পড়ুন-

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে টসে জিতে প্রথমে ফিল্ডিং ভারতের

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি হানা দেবে বৃষ্টি?

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
অসমে অ্যাকশন শুরু! খপাখপ শয়তান জঙ্গিগুলোকে ধরল পুলিশ | Murshidabad Latest News | Bangla News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন