সংক্ষিপ্ত

ভারত ও অস্ট্রেলিয়া দু'দলই ক্রিকেটের সীমিত ফর্ম্যাটে একাধিকবার চ্যাম্পিয়ন হলেও, এখনও পর্যন্ত একবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিততে পারেনি। দ্বিতীয়বার ফাইনাল খেলছে ভারত। প্রথমবার ফাইনালে উঠেছে অস্ট্রেলিয়া।

কেনিংটন ওভালে এখনও পর্যন্ত ১০৪টি টেস্ট ম্যাচ হয়েছে। কিন্তু এই প্রথমবার জুন মাসে কোনও টেস্ট ম্যাচ হচ্ছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল আক্ষরিক অর্থেই ঐতিহাসিক ম্যাচ। এই ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। গত কয়েকদিনের মতো বুধবারও সকাল থেকে লন্ডনের আকাশ মেঘলা। প্রচণ্ড ঠান্ডা ও স্যাঁতস্যাঁতে পরিবেশ। পিচে অন্তত ৬ মিলিমিটার ঘাস আছে। এই পরিবেশ-পরিস্থিতির সুযোগ নিতে চাইছে ভারতীয় দল। সেই কারণেই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিলেন রোহিত। তাছাড়া এই ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিন বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সে কথাও মাথায় রয়েছে ভারতীয় দলের। 

পরিবেশ-পরিস্থিতির কারণেই এই ম্যাচে অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বাইরে রেখেই খেলতে নামতে হচ্ছে ভারতীয় দলকে। টসের সময় রোহিত বলেছেন, ‘অশ্বিনকে দলের বাইরে রাখা কঠিন। ও আমাদের দলের জন্য ম্যাচ উইনার। ওকে দলের বাইরে রাখা আমাদের জন্য মোটেই ভালো নয়। কিন্তু পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী দলের জন্য যেটা সবচেয়ে ভালো সেটাই করতে হচ্ছে।’

রোহিত আরও বলেছেন, ‘এখানকার পরিবেশের কারণেই আমরা প্রথমে ফিল্ডিং করছি। তাছাড়া আবহাওয়াও মেঘলা। আমার মনে হয় না পিচের অবস্থা খুব একটা বদলাবে। আমাদের ভালো ক্রিকেট খেলে ম্যাচ জিততে হবে। আমাদের দলে ৪ সিমার ও ১ স্পিনারকে রেখেছি। স্পিনার হিসেবে খেলছে রবীন্দ্র জাদেজা। আমরা অশ্বিনকে দলের বাইরে রাখার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। (অজিঙ্কা) রাহানের প্রচুর অভিজ্ঞতা আছে। ও ৮০টির মতো টেস্ট ম্যাচ খেলেছে। ও দলের জন্য ভালো পারফরম্যান্স দেখিয়েছে। ও কিছুদিন দলের বাইরে ছিল। তবে ওর যা অভিজ্ঞতা আছে তাতে সেটা কোনও ব্যাপার না।’

ভারতীয় দলের হয়ে খেলছেন- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, কে এস ভরত (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, উমেশ যাদব, মহম্মদ সামি ও মহম্মদ সিরাজ।

অস্ট্রেলিয়ার হয়ে খেলছেন- ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্রেভিড হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স কেরি (উইকেটকিপার), প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও স্কট বোল্যান্ড।

অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স বলেছেন, ‘আমরাও টসে জিতলে প্রথমে ফিল্ডিং করতাম। তবে খুব একটা পার্থক্য হবে বলে মনে হয় না। আশা করি চতুর্থ ও পঞ্চম দিন পিচ থেকে সাহায্য পাবে স্পিনাররা। এই পিচ স্কট বোল্যান্ডকে সাহায্য করবে। ও সারাদিন ধরে একই জায়গায় বল রেখে যেতে পারে। এই উইকেটে ঘাস আছে। ফলে বোল্যান্ডে আমাদের গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠবে।’

আরও পড়ুন-

WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি হানা দেবে বৃষ্টি?

WTC Final 2023: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কেমন আচরণ করতে পারে ওভালের পিচ?

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস