WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কি হানা দেবে বৃষ্টি?

Published : Jun 07, 2023, 01:38 PM ISTUpdated : Jun 07, 2023, 01:45 PM IST
Rain

সংক্ষিপ্ত

বুধবার শুরু হচ্ছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। এই প্রথম জুনে লন্ডনের কেনিংটন ওভালে টেস্ট ম্যাচ হচ্ছে। ফলে আবহাওয়া ও পিচ কেমন থাকবে, সেটা নিয়ে সবারই মনে কিছুটা সংশয় রয়েছে।

২০২১ সালে প্রথম বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল চলাকালীন বৃষ্টি হয়েছিল। বুধবার থেকে শুরু হতে চলা দ্বিতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সময় লন্ডনের আবহাওয়া কেমন থাকবে, সেটা নিয়ে সবারই আগ্রহ রয়েছে। কয়েকদিন আগেই আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছিল, বুধবার থেকে ৫ দিন রোদ ঝলমলে আবহাওয়া থাকবে। কিন্তু এখন বলা হচ্ছে, শনিবার ও রবিবার বৃষ্টি হতে পারে। ফলে ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনের খেলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকছে। এই ম্যাচের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে। কিন্তু ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে বৃষ্টি নামলে অনেক সময় ছন্দ নষ্ট হয়ে যায়। তাতে ভারতীয় দল যেমন লাভবান হতে পারে, তেমনই আবার অস্ট্রেলিয়ারও সুবিধা হতে পারে। কেনিংটন ওভালের পিচ থেকে সাধারণ টেস্ট ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিন সুবিধা পেয়ে থাকেন স্পিনারা। কিন্তু বৃষ্টি হলে পরিস্থিতি বদলে যেতে পারে। ফলে ভারতীয় দল কোনওভাবেই বৃষ্টি চাইছে না।

আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ২ দিন বেশিরভাগ সময়ই রোদ ঝলমলে আকাশ থাকবে। সঙ্গে সুন্দর বাতাস বইবে। ম্যাচের তৃতীয় দিন আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। চতুর্থ দিন দুপুরের পর বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ফলে দ্বিতীয় ও তৃতীয় সেশনের খেলায় বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে। পঞ্চম দিন সকালে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুতেরও পূর্বাভাস রয়েছে। ফলে শেষ দিনের খেলাতেও বিঘ্ন ঘটতে পারে।

গতবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারত-নিউজিল্যান্ড ম্যাচের প্রথম দিনের খেলা বৃষ্টিতে ভেস্তে গিয়েছিল। সেবার হেরে গিয়েছিল ভারত। এবারও বৃষ্টি হলে অস্ট্রেলিয়ার পেসারদের সুবিধা হতে পারে। সেই কারণে ভারতীয় দল চাইছে ম্যাচের ৫ দিনই শুকনো আবহাওয়া থাকুক। সেক্ষেত্রে ভারতের ব্যাটারদের পাশাপাশি স্পিনারদেরও সুবিধা হবে। কিন্তু আবহাওয়ার উপর কারও হাত নেই। সেই কারণে কিছুটা চিন্তায় ভারতীয় দল। বৃষ্টির পূর্বাভাস থাকায় হয়তো একজন স্পিনারকেই ভারতের প্রথম একাদশে রাখা হবে। সেক্ষেত্রে খেলার সুযোগ পাবেন না রবিচন্দ্রন অশ্বিন। দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাভাসকর ট্রফিতে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই অফস্পিনার। এবার তিনিই খেলার সুযোগ না পেলে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার হবে। কিন্তু ভারতের অধিনায়ক রোহিত শর্মার এক্ষেত্রে কিছু করার নেই। তিনি জানিয়েছেন, পরিবেশ-পরিস্থিতি অনুযায়ী প্রথম একাদশ ঠিক করবেন।

আরও পড়ুন-

WTC Final 2023: ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে কেমন আচরণ করতে পারে ওভালের পিচ?

WTC Final 2023: চ্যাম্পিয়নশিপ জিততে চাই, বলে দিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা

শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস

PREV
click me!

Recommended Stories

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ২০২৬: বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিল ভারত
টি-২০ বিশ্বকাপ ২০২৬: গ্রুপ বদলাতে হবে, নতুন আবদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের