আইপিএল শেষ হয়েছে, এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় দল। ৭ জুন শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ।
২ মাস ধরে আইপিএল-এ খেলার পর এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলবে ভারতীয় দল। আগামী সপ্তাহে লন্ডনের দ্য ওভালে শুরু হচ্ছে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচ। আইপিএল-এর লিগ পর্যায়ের ম্যাচ শেষ হওয়ার পরেই লন্ডনে চলে যান বিরাট কোহলিরা। মুম্বই ইন্ডিয়ানস প্লে-অফ থেকে ছিটকে যাওয়ার পর দলে যোগ দিয়েছেন অধিনায়ক রোহিত শর্মাও। ভালোভাবেই প্রস্তুতি চালাচ্ছে ভারতীয় দল। আইপিএল-এর ঠিক আগে দেশের মাটিতে ৪ টেস্ট ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছে ভারতীয় দল। কিন্তু এবার খেলা সম্পূর্ণ ভিন্ন পরিবেশ-পরিস্থিতিতে। ওভালে ভারতীয় দলের কাজ সহজ হবে না বলেই মনে করেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তাঁর মতে, টি-২০ মানসিকতা থেকে বেরিয়ে টেস্টের সঙ্গে মানিয়ে নেওয়া সহজ হবে না।
মঙ্গলবার একটি ক্রীড়া বিষয়ক টেলিভিশন চ্যানেলে গভাসকর বলেছেন, 'ভারতীয় দলের প্রায় সব ক্রিকেটারই টি-২০ ফর্ম্যাটে খেলার পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলবে। এটাই ভারতীয় দলের সবচেয়ে কঠিন কাজ। টি-২০ খেলার পর টেস্ট ফর্ম্যাটে মানিয়ে নেওয়া সহজ হবে না। ফলে ভারতীয় দলের কাজটা কঠিন।'
ভারতীয় দলের অভিজ্ঞ ব্যাটার চেতেশ্বর পূজারা আইপিএল-এর কোনও দলে ছিলেন না। তিনি কাউন্টি চ্যাম্পিয়নশিপ খেলতে মাসখানেক আগেই ইংল্যান্ডে পৌঁছে যান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে কয়েকটি ম্যাচও খেলেছেন এই ব্যাটার। তিনি ভালো পারফরম্যান্স দেখিয়েছেন। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের অন্যতম ভরসা পূজারা। তাঁর সম্পর্কে গাভাসকর বলেছেন, 'ভারতীয় দলের সদস্যদের মধ্যে একমাত্র চেতেশ্বর পূজারাই ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলছিল। ফলে ও-ই ভারতের একমাত্র ক্রিকেটার যে ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে ক্রিকেটের দীর্ঘ ফর্ম্যাটে খেলেছে। ফলে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলের কাজ কঠিন।'
চোট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারছেন না কে এল রাহুল, শ্রেয়াস আইয়ার। ভারতীয় দলে নেওয়া হয়েছে অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানেকে। এবারের আইপিএল-এ চেন্নাই সুপার কিংসের হয়ে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রাহানে। তাঁর অভিজ্ঞতা ভারতীয় দলকে সাহায্য করবে বলেই আশা গাভাসকরের। তিনি বলেছেন, ‘অজিঙ্কা রাহানের ইংল্যান্ডের মাটিতে খেলার অনেক অভিজ্ঞতা আছে। ও ইংল্যান্ডে রানও করেছে। ফলে ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে ওর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার মনে হয়, ওর নিজেকে প্রমাণ করার ব্যাপার আছে। আমি এখনও বিশ্বাস করি, ওর মধ্যে এখনও অনেক ক্রিকেট বাকি আছে। ওর কাছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খুব ভালো সুযোগ। আশা করি ও অভিজ্ঞতার সাহায্যে এই সুযোগ কাজে লাগাবে এবং ভারতীয় দলে নিজের জায়গা ফিরে পাবে।’
আরও পড়ুন-
IPL 2023: হাঁটুর চোট নিয়েই খেলেছেন আইপিএল-এ, হাসপাতালে ভর্তি হচ্ছেন ধোনি
শেষ বলে জাদেজার কামাল, পঞ্চমবার আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস
IPL Final: এখন অবসর নেওয়া সহজ কিন্তু ৯ মাস পর ফের আইপিএল খেলার চেষ্টা করব, বললেন ধোনি