WTC Final 2023: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে এগিয়ে অস্ট্রেলিয়া, দাবি ইয়ান চ্যাপেলের

প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে পৌঁছে গিয়েছে অস্ট্রেলিয়া। ভারতীয় দল গতবারের রানার্স। ফলে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে জমজমাট লড়াইয়ের অপেক্ষা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে অস্ট্রেলিয়াকে এগিয়ে রাখলেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার প্রাক্তন তারকা ক্রিকেটারের মতে, ইংল্যান্ডের পরিবেশ-পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার পেস আক্রমণই প্যাট কামিন্সের দলকে এগিয়ে রাখছে। চোট পাওয়ায় জসপ্রীত বুমরা এবং গাড়ি দুর্ঘটনায় জখম হওয়া ঋষভ পন্থ না থাকায় ভারতীয় দলকে ভুগতে হবে বলে মত চ্যাপেলের। চোট পেয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে খেলতে পারবেন না শ্রেয়াস আইয়ার, কে এল রাহুলও। চোট-প্রবণ হার্দিক পান্ডিয়া টেস্ট ম্যাচে না খেলায় ভারতীয় দলের সমস্যা হচ্ছে বলেও মত চ্যাপেলের। তিনি একটি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটে লিখেছেন, ‘জসপ্রীত বুমরা ও ঋষভ পন্থের চোট ভারতীয় দলে খারাপ প্রভাব ফেলবে। এই দুই ক্রিকেটার খেলতে পারলে ভারতীয় দলই ফেভারিট হিসেবে খেলতে নামত। অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার না থাকাও অবাক করার মতো ঘটনা। এর জন্যও ভুগতে হচ্ছে ভারতীয় দলকে। হার্দিক দলে থাকলে ভারতীয় দলের সমস্যা মিটিয়ে দিতে পারত।’

ভারতীয় ক্রিকেটাররা এখন আইপিএল-এ খেলতে ব্যস্ত। তবে চ্যাপেলের মতে, ভারতীয় দলের উপর আইপিএল-এর নেতিবাচক প্রভাব ফেলবে না। তিনি লিখেছেন, ‘বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে কারা জিতবে, সেটা বলা কঠিন। কারণ, কয়েকজন ক্রিকেটার চোট পেয়েছে। কোনও দলই এ বছরের গোড়ায় সিরিজ খেলার পর থেকে আর টেস্ট ম্যাচ খেলেনি। তার উপর অনেক ক্রিকেটারই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে শুধু আইপিএল-এ খেলছে। এটা হয়তো আদর্শ প্রস্তুতি নয়, তবে এ প্রসঙ্গে ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার রবি বোপারার মতামত স্মরণ করা যায়। ২০০৯ সালে আইপিএল-এ খেলার পর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজ খেলতে যায়। ও বলে, টি-২০ ফর্ম্যাটে খেলার সুবাদে ওর পায়ের নড়াচড়া আরও ভালো হয়ে যায় এবং ইতিবাচক মানসিকতাও তৈরি হয়।’

Latest Videos

চ্যাপেল আরও লিখেছেন, ‘অস্ট্রেলিয়ার পেস-ত্রয়ী প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউড খেলবে। ফলে অস্ট্রেলিয়া একটু এগিয়ে থেকে খেলতে নামছে। অস্ট্রেলিয়ার ৩ বোলার সব পরিবেশ-পরিস্থিতিতেই ভালো পারফরম্যান্স দেখাতে পারে, কিন্তু ইংল্যান্ডে জুন মাসের শুরুতে ওরা আরও ভালো পারফরম্যান্স দেখাতে পারে। ভারতীয় দলের পেস আক্রমণও শক্তিশালী। মহম্মদ সামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব থাকায় ভারতীয় দলও শক্তিশালী। তবে অস্ট্রেলিয়ার পেসারদের তুলনায় উইকেট নেওয়ার ক্ষেত্রে সামান্য পিছিয়ে ভারতের পেসাররা। ফলে ২ দলের ব্যাটারদের পারফরম্যান্সের উপর সবকিছু নির্ভর করছে।’

আরও পড়ুন-

Mohun Bagan Vs KKR: সমর্থকদের স্বাধীনতায় হস্তক্ষেপ কেকেআর-এর, ক্ষুব্ধ মোহনবাগান

IPL 2023: আইপিএল-এ লিগ পর্যায়ের শেষ ম্যাচে মুখোমুখি বিরাট-হার্দিক

IPL 2023: খুলল না প্লে-অফের দরজা, আইপিএল থেকে বিদায় কলকাতা নাইট রাইডার্সের

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

রেলের উন্নয়নের নামে রাতের আঁধারে ধ্বংস হকারদের রুটিরুজি! Sheoraphuli-তে হাহাকার! | Hooghly News
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
বাপ রে! ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে ডাকাতি! আতঙ্কের ছায়া গোটা এলাকায় | Salt Lake Theft News Today
দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
ওয়াকফ বিলের (Waqf Bill) আঁচ বাংলার বিধানসভায়, দেখুন কী বললেন Suvendu Adhikari