Indian Super League: চলতি মরসুমে ইন্ডিয়ান সুপার লিগ আয়োজন করা নিয়ে জটিলতা কাটানোর উদ্যোগ নিয়েছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে এবার আইএসএল হবে।

DID YOU
KNOW
?
২০১৪ থেকে হচ্ছে আইএসএল
২০১৪ সালে শুরু হয় ইন্ডিয়ান সুপার লিগ। এখন এই লিগই দেশের সেরা ফুটবল লিগ।

Indian Super League Master Rights Agreement dispute: ইন্ডিয়ান সুপার লিগের মাস্টার রাইটস অ্যাগ্রিমেন্ট নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, তা দূর করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। শুক্রবার বিচারপতি পি এস নরসিংহ (Justice Sri PS Narasimha) ও বিচারপতি জয়মাল্য বাগচির (Justice Joymalya Bagchi) বিশেষ বেঞ্চ নির্দেশ দিয়েছে, সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (All India Football Federation) ও ফুটবল স্পোর্টস ডেভেলপমেন্ট লিমিটেডকে (Football Sports Development Limited) আইএসএল-এর চুক্তি নিয়ে মতবিরোধ মিটিয়ে নিতে হবে। ২৮ অগাস্ট এই মামলার পরবর্তী শুনানি হতে চলেছে। তার আগেই যদি এআইএফএফ ও এফএসডিএল নতুন চুক্তির বিষয়ে সহমত হতে পারে, তাহলে আগামী বৃহস্পতিবারই নতুন মরসুমের আইএসএল আয়োজনের বিষয়ে সব অনিশ্চয়তা দূর হয়ে যেতে পারে।

কবে শুরু হতে পারে আইএসএল?

আইএসএল আয়োজনের বিষয়ে এআইএফএফ-এর সঙ্গে এফএসডিএল-এর চুক্তি শেষ হচ্ছে চলতি বছরের ডিসেম্বরে। এই কারণেই নতুন মরসুমে আইএসএল আয়োজন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ১১ জুলাই থেকে এই জটিলতা চলছে। যে ১৩টি দল আইএসএল-এ খেলছে, তার মধ্যে ১১টি দলই চরম সমস্যায় পড়ে গিয়েছে। আইএসএল নিয়ে অনিশ্চয়তার মধ্যে বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি দলের কাজকর্ম বন্ধ করে দিয়েছে। আইএসএল-এর বেশিরভাগ ক্লাবই ডুরান্ড কাপে (Durand Cup 2025) খেলেনি। আইএসএল হলে তবেই এই ফ্র্যাঞ্চাইজিগুলি আবার ফুটবল দলের কাজকর্ম শুরু করবে।

সমস্যায় দেশ-বিদেশের ফুটবলাররা

আইএসএল নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ভারতীয় ফুটবলারদের পাশাপাশি বিদেশি ফুটবলারদের ভবিষ্যৎ নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে। এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক ফুটবলারদের সংগঠন। দ্রুত সমস্যা মেটানোর বার্তা দেওয়া হয়েছে। ভারতীয় ফুটবলাররাও উদ্বেগে। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি বেতন বন্ধ করে দিয়েছে। ফলে আইএসএল শুরু করা জরুরি। না হলে বহু পরিবার সমস্যা পড়ে যাবে। এই কারণেই এআইএফএফ ও এফএসডিএল-কে সমস্যা মিটিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী কয়েকদিনের মধ্যে যদি চুক্তি নিয়ে সমস্যা মিটে যায়, তাহলে আইএসএল হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।