
Cristiano Ronaldo: বিশ্বকাপ ফুটবলের (2026 FIFA World Cup) আগে পর্তুগালের (Portugal) জাতীয় দলের সতীর্থ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে দাঁড়ালেন ব্রুনো ফার্নান্ডেজ (Bruno Fernandes)। তিনি বলেছেন, ‘ক্রিশ্চিয়ানো বক্সের মধ্যে এখনও অত্যন্ত উচ্চ মানের খেলোয়াড়। লোকজন কী ভাবে আমি জানি। লোকজনের মনে হয়, আমরা রোনাল্ডোকে ছাড়াই ভালো খেলি। রোনাল্ডো দলে না থাকলে ফুটবলাররা খোলা মনে খেলতে পারে। ওরা সহজ থাকে। কিন্তু আমার মনে হয়, রোনাল্ডো মাঠে থাকলে যদি আমরা চাপে থাকি, তাহলে সেক্ষেত্রে আমাদের কিছুটা দোষ আছে। রোনাল্ডো মাঠে থাকলে আমাদের চাপে থাকা উচিত নয়। কারণ, ও মাঠে থাকলে আমাদের দলকে সবরকমভাবে সাহায্য করতে পারে। ও গোল করতে পারে, আমাদের দলকে ম্যাচ জেতাতে পারে।’
পর্তুগালের জাতীয় দলের পাশাপাশি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেও (Manchester United) রোনাল্ডোর সঙ্গে খেলেছেন ব্রুনো। তিনি এই তারকা সতীর্থর প্রতি শ্রদ্ধাশীল। তাঁর আশা, বিশ্বকাপে রোনাল্ডো খেললে ভালো পারফরম্যান্স দেখাবে পর্তুগাল। রোনাল্ডোকে নিয়ে প্রশ্ন উঠলেও, তাঁর পাশে দাঁড়িয়েছেন ব্রুনো। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে আয়ারল্যান্ডের (Republic of Ireland) কাছে হেরে যয় পর্তুগাল। সেই ম্যাচে লাল কার্ড দেখেন রোনাল্ডো। এরপর তাঁকে ছাড়াই আর্মেনিয়ার (Armenia) বিরুদ্ধে ৯-১ জয় পায় পর্তুগাল। এরপরেই অনেকে বলতে শুরু করেছেন, রোনাল্ডোকে ছাড়াই ভালো পারফরম্যান্স দেখাচ্ছে পর্তুগাল। যদিও সে কথা মানতে নারাজ ব্রুনো। তাঁর দাবি, রোনাল্ডো মাঠে থাকলেই পর্তুগালের সুবিধা হয়।
এবারের বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন রোনাল্ডো। তিনি দলের হয়ে সর্বাধিক পাঁচ গোল করেছেন। গ্রুপের শীর্ষে থেকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে পর্তুগাল। গ্রুপে চার ম্যাচে জয় পেয়েছেন রোনাল্ডোরা। তাঁরা শুধু এক ম্যাচে হেরে গিয়েছেন। পর্তুগাল ২০ গোল করেছে এবং সাত গোল হজম করেছে। বিশ্বকাপেও ভালো পারফরম্যান্সের আশায় রোনাল্ডোর অনুরাগীরা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।