কঠিন পরিস্থিতিতে এএফসি চ্যালেঞ্জ লিগ খেলতে ভুটানে ইস্টবেঙ্গল, হারের খরা কাটবে?
- FB
- TW
- Linkdin
শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম ম্যাচ, বৃহস্পতিবার ভুটানে পৌঁছে গেল ইস্টবেঙ্গল দল
শনিবার এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম ম্যাচে ভুটানের পারো এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। পাহাড়ের পরিবেশ-পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় কম। ফলে লাল-হলুদ ব্রিগেডের লড়াই কঠিন।
ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে লড়াই করতে পারেনি ইস্টবেঙ্গল, ভুটানে কী হবে?
ডুরান্ড কাপ কোয়ার্টার ফাইনালে শিলংয়ে খেলতে গিয়ে লাজংয়ের কাছে হেরে যায় ইস্টবেঙ্গল। এবার ভুটানে এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে হবে অস্কার ব্রুজোঁর দলকে। ফলে সদস্য-সমর্থকরা আশঙ্কায়।
সামান্য প্রস্তুতিতেই এএফসি চ্যালেঞ্জ লিগে খেলতে হচ্ছে ইস্টবেঙ্গলকে
ভূ-পৃষ্ঠ থেকে ৭,০০০ ফুটেরও বেশি উচ্চতায় পরপর এএফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলতে হবে ইস্টবেঙ্গলকে। শনিবার প্রথম ম্যাচের পর ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের সামনে বাংলাদেশের বসুন্ধরা কিংস। ১ নভেম্বর তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ লেবাননের নেজমে এফসি।
চলতি মরসুমে হতশ্রী পারফরম্যান্স, ইস্টবেঙ্গল সমর্থকদের ধিক্কার কুড়োচ্ছেন ক্লেইটন সিলভা
ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা চলতি মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না। তিনি কঠোর সমালোচনার মুখে পড়েছেন।
এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপের ম্যাচ খেলতে ভুটানে কাদের নিয়ে গিয়েছে ইস্টবেঙ্গল?
ভুটানে ইস্টবেঙ্গল ফুটবলারদের মধ্যে গিয়েছেন গোলকিপার- প্রভসুখন সিং গিল, দেবজিৎ মজুমদার, আদিত্য পাত্র। ডিফেন্ডার- প্রভাত লাকড়া, আনোয়ার আলি, লালচুংনুঙ্গা, মহম্মদ রাকিপ, হিজাজি মাহের, নিশু কুমার, গুরসিমরত সিং গিল, হেক্টর ইয়ুস্তে ও মনোতোষ চাকলাদার। মিডফিল্ডার- জিকসন সিং, মাদিহ তালাল, নন্দকুমার শেখর, সল ক্রেসপো, সৌভিক চক্রবর্তী, নাওরেম মহেশ সিং, নাসিব রহমান, শ্যামল বেসরা, বিষ্ণু পি ভি ও সায়ন বন্দ্যোপাধ্যায়। স্ট্রাইকার- দিমিত্রিওস দিয়ামান্তাকস, ক্লেইটন সিলভা, ডেভিড লাললানসাঙ্গা ও জেসিন টি কে।
ভুটানে ফর্ম ফিরে পাবেন ইস্টবেঙ্গলের তারকা মিডফিল্ডার নন্দকুমার শেখর?
চলতি মরসুমে একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ইস্টবেঙ্গলের উইঙ্গার নন্দকুমার শেখর। তিনিও ফর্মে ফেরার লক্ষ্যে।