ফের পিছিয়ে গেল পিএসসি শুনানি, এএফসি চ্যালেঞ্জ লিগে আনোয়ারকে পাচ্ছে ইস্টবেঙ্গল

চলতি মরসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ হেরে কোণঠাসা ইস্টবেঙ্গল। এরই মধ্যে এএফসি চ্যালেঞ্জ লিগে দেশের প্রতিনিধিত্ব করতে চলেছে ইস্টবেঙ্গল।

এএফসি চ্যালেঞ্জ লিগে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে ভুটানে যাওয়ার আগে কিছুটা স্বস্তিতে ইস্টবেঙ্গল। এই টুর্নামেন্টে তারকা ডিফেন্ডার আনোয়ার আলিকে পাচ্ছে লাল-হলুদ ব্রিগেড। বুধবার সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটিতে (পিএসসি) আনোয়ারকে নিয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন শুনানি হয়নি। ১০ নভেম্বর পর্যন্ত পিছিয়ে গিয়েছে শুনানি। ফলে দলের সঙ্গে ভুটানে যাচ্ছেন আনোয়ার। এএফসি চ্যালেঞ্জ লিগে খেলার পর কলকাতায় ফিরে আইএসএল-এ কলকাতা ডার্বিতে মহামেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধেও খেলতে পারবেন আনোয়ার। ইস্টবেঙ্গল যেহেতু এএফসি টুর্নামেন্টে দেশের প্রতিনিধিত্ব করছে, এই কারণেই হয়তো আনোয়ারের বিষয়ে ধীরে চলো নীতি নিচ্ছে পিএসসি। তাছাড়া জাতীয় দলের হয়েও খেলেন আনোয়ার। এই কারণে তাঁর কড়া শাস্তির রায় বদলে যেতে পারে জল্পনা শুরু হয়েছে।

বারবার পিছিয়ে যাচ্ছে শুনানি

Latest Videos

১৪ অক্টোবর আনোয়ারের বিষয়ে শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু সেদিন অসুস্থতার কারণে হাজির থাকতে পারেননি ইস্টবেঙ্গলের আইনজীবী। ফলে শুনানি পিছিয়ে যায়। এরপর বুধবারও শুনানি হল না। ফের শুনানি পিছিয়ে গেল। ফলে কতদিনে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, তা এখনও স্পষ্ট নয়। আনোয়ারের নির্বাসনের পাশাপাশি ইস্টবেঙ্গল ও দিল্লি এফসি-র জরিমানা, ট্রান্সফার ব্যান নিয়েও পিএসসি-তে আলোচনা হওয়ার কথা। কিন্তু এখনও সেসব কিছুই হয়নি। সব সিদ্ধান্তই ঝুলে আছে।

এএফসি চ্যালেঞ্জ লিগে কঠিন লড়াই ইস্টবেঙ্গলের

২৬ অক্টোবর এএফসি চ্যালেঞ্জ লিগে প্রথম ম্যাচে ভুটানের পারো এফসি-র মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল। ২৯ অক্টোবর দ্বিতীয় ম্যাচে লাল-হলুদ ব্রিগেডের সামনে বাংলাদেশের বসুন্ধরা কিংস। ১ নভেম্বর তৃতীয় ম্যাচে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ লেবাননের নেজমে এফসি। সমতলে খেলার পর পাহাড়ে খেলতে গিয়ে সমস্যায় পড়তে পারে ইস্টবেঙ্গল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

প্রথম কলকাতা ডার্বিতেই নায়ক জেমি ম্যাকলারেন, ইস্টবেঙ্গলকে ২-০ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট

কাঁটার উপর দিয়ে পথ চলা শুরু, এই ইস্টবেঙ্গল দল নিয়ে সাফল্য পাবেন অস্কার ব্রুজোঁ?

দলে সমস্যার শেষ নেই, তার মধ্যেই আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্যে ইতিবাচক ফলের খোঁজে অস্কার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

নার্স হেনস্থার ঘটনায় বড় পদক্ষেপ! হাসপাতাল চত্বরে কড়া সিসিটিভি নজরদারি | Birbhum News Today
৫৬ বছর পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম গায়ানা সফর, মোদীকে সর্বোচ্চ সম্মান গায়ানার
সুকান্তকে বেলেডাঙা যেতেই দিল না পুলিশ! আটক করে নিয়ে গেল থানায় | Sukanta Majumdar | Beldanga News
জাতীয় সড়ক অবরোধ করে Sukanta-কে আটক, পুলিশের বিরুদ্ধে বড় পদক্ষেপ সুকান্তর | Sukanta Majumdar
‘মমতা ব্যানার্জি দুর্নীতির মুখ!’ মমতার দিকে তোপ দাগলেন অগ্নিমিত্রা পাল, দেখুন | Agnimitra Paul BJP