কাঁটার উপর দিয়ে পথ চলা শুরু, এই ইস্টবেঙ্গল দল নিয়ে সাফল্য পাবেন অস্কার ব্রুজোঁ?
- FB
- TW
- Linkdin
'এলাম-দেখলাম-জয় করলাম' হল না ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ অস্কার ব্রুজোঁর
শনিবার ইস্টবেঙ্গলের নতুন প্রধান কোচ হিসেবে কাজ শুরু করলেন অস্কার ব্রুজোঁ। প্রথম ম্যাচেই মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে হেরে গেলেন অস্কার।
শনিবার ভোরবেলা কলকাতায় পা রাখেন অস্কার ব্রুজোঁ, ১৫ ঘণ্টা পরেই শুরু হল কলকাতা ডার্বি
শনিবার ভোর চারটে বেজে ১৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে নামেন অস্কার ব্রুজোঁ। এরপর সন্ধে সাড়ে সাতটায় শুরু হল কলকাতা ডার্বি।
ভোরবেলা বিমানবন্দরে নেমে ফুলের তোড়া উপহার পেয়েছিলেন, রাতে তিক্ত অভিজ্ঞতা হল অস্কার ব্রুজোঁর
ইস্টবেঙ্গলের প্রধান কোচ হিসেবে কলকাতা ডার্বিতে হার সবসময়ই তিক্ত। এই ম্যাচে হার দিয়ে শুরু করা অস্কার ব্রুজোঁর পক্ষে আরও খারাপ হল।
ইস্টবেঙ্গলের সিনিয়র দলের অন্তর্বর্তী প্রধান কোচ হিসেবে সাফল্য পেলেন না বিনো জর্জও
অস্কার ব্রুজোঁ কলকাতায় পৌঁছনোর আগে পর্যন্ত ইস্টবেঙ্গলের সিনিয়র দলের দায়িত্বে ছিলেন বিনো জর্জ। কিন্তু তিনিও দলকে সাফল্য এনে দিতে পারলেন না।
কবে ফর্মে ফিরবেন ইস্টবেঙ্গল ও জাতীয় দলের তারকা উইঙ্গার নাওরেম মহেশ সিং?
চলতি মরসুমের শুরু থেকেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না ইস্টবেঙ্গলের তারকা উইঙ্গার নাওরেম মহেশ সিং। তিনি আপাতত চোটের জন্য মাঠের বাইরে।
জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেই কি ক্লেইটন সিলভাকে ছেড়ে দেবে ইস্টবেঙ্গল?
চলতি মরসুমে একেবারেই ফর্মে নেই ইস্টবেঙ্গলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ক্লেইটন সিলভা। শনিবার কলকাতা ডার্বিতেও ভালো খেলতে পারলেন না ক্লেইটন।
ইস্টবেঙ্গল ও জাতীয় দলের ডিফেন্ডার লালচুংনুঙ্গাও ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না
চলতি মরসুমের প্রথম ম্যাচ থেকেই খারাপ ফর্মে ইস্টবেঙ্গল ও জাতীয় দলের ডিফেন্ডার লালচুংনুঙ্গা। তিনি প্রথম একাদশে সুযোগ পাচ্ছেন না।
কলকাতা ডার্বিতে সাফল্য পাওয়া নন্দকুমার শেখরও ভালো পারফরম্যান্স দেখাতে ব্যর্থ
চলতি মরসুমে ইস্টবেঙ্গলের উইঙ্গার নন্দকুমার শেখরও একেবারেই ভালো পারফরম্যান্স দেখাতে পারছেন না।
শনিবার কলকাতা ডার্বিতে ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না আনোয়ার আলি
মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে জবাব দেওয়ার ম্যাচ ছিল আনোয়ার আলির। কিন্তু তিনি ভালো পারফরম্যান্স দেখাতে পারলেন না।
ভালো ফর্মের ধারেকাছে নেই আইএসএল-এ গত মরসুমের সর্বাধিক গোলদাতা দিমিত্রিওস দিয়ামান্তাকস
চলতি মরসুমে কেরল ব্লাস্টার্স থেকে ইস্টবেঙ্গলে যোগ দিয়েছেন গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্তাকস। কিন্তু তিনি এখনও ছন্দ ফিরে পাননি।