ভুটানে ইতিহাস, অপরাজিতভাবে এএফসি চ্যালেঞ্জ লিগ কোয়ার্টার ফাইনালে ইস্টবেঙ্গল

বিদেশি ক্লাবগুলির বিরুদ্ধে বরাবরই ভালো পারফরম্যান্স দেখিয়েছে ইস্টবেঙ্গল। এবার এএফসি চ্যালেঞ্জ লিগেও ভালো পারফরম্যান্স দেখাল লাল-হলুদ ব্রিগেড।

Soumya Gangully | Published : Nov 1, 2024 11:46 AM IST / Updated: Nov 01 2024, 06:12 PM IST

ট্রেভর জেমস মর্গ্যানের কোচিংয়ে ২০১৩ সালে গ্রুপে অপরাজিত থেকে এএফসি কাপের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছিল। সেবারই সেমি-ফাইনালে খেলেছিল লাল-হলুদ ব্রিগেড। ১১ বছর পর অস্কার ব্রুজোঁর কোচিংয়ে গ্রুপে অপরাজিত থেকে এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। খুব খারাপ অবস্থায় ভুটানে এই টুর্নামেন্টে খেলতে গিয়েছিল ইস্টবেঙ্গল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচে হারের পর হাসির খোরাকে পরিণত হয়েছিল ইস্টবেঙ্গল। অনেকেই ধরে নিয়েছিলেন, ভুটানে সব ম্যাচেই বড় ব্যবধানে হেরে যাবেন লালচুংনুঙ্গা, ক্লেইটন সিলভারা। কিন্তু নতুন প্রধান কোচ অস্কার দলকে নতুন করে গড়ে তোলার চ্যালেঞ্জ নিয়ে ভুটানে গিয়েছিলেন। তিনি বদলে যাওয়া দল নিয়ে কলকাতা ফিরছেন। এই ইস্টবেঙ্গল এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ফিটনেস সংক্রান্ত সমস্যা মিটছে। সবচেয়ে বড় ব্যাপার, ইস্টবেঙ্গল যে লড়াইয়ের জন্য পরিচিত, সেই লড়াই ফিরে এসেছে।

নেজমে এসসি-র বিরুদ্ধে লড়াই করে জয়

Latest Videos

শুক্রবার গ্রুপের শেষ ম্যাচে লেবাননের নেজমে এসসি-র বিরুদ্ধে জয় পাওয়া জরুরি ছিল। এই ম্যাচে জয় না পেলে গ্রুপের শীর্ষে থাকতে পারত না ইস্টবেঙ্গল। এই গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করে জয় ছিনিয়ে নিল ইস্টবেঙ্গল। ম্যাচের অষ্টম মিনিটেই কর্নার থেকে নেজমের ফুটবলার মুসার আত্মঘাতী গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর ১৫ মিনিটে দিমিত্রিওস দিয়ামান্তাকসের গোলে ব্যবধান বাড়ায় লাল-হলুদ ব্রিগেড। কিন্তু জোড়া গোলে এগিয়ে যাওয়ার পরেই ছন্দ হারায় ইস্টবেঙ্গল। ১৮ মিনিটে হেক্টর ইয়ুস্তেকে সহজেই টপকে ব্যবধান কমান নেজমের ওপারে। এরপর ৪২ মিনিটে বক্সের বাইরে ফ্রি-কিক থেকে অসাধারণ গোল করেন হুসেন মনজার। প্রথমার্ধের খেলা ২-২ গোলে শেষ হয়। এরপর ৭৬ মিনিটে পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন দিমিত্রিওস। ৩-২ জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল

 

 

ঘুরে দাঁড়িয়েছে ইস্টবেঙ্গল

শুক্রবার একাধিক সহজ সুযোগ নষ্ট না হলে বড় ব্যবধানে জয় পেত ইস্টবেঙ্গল। গোলের সুযোগ নষ্ট করলে চলবে না। রক্ষণকে আরও জমাট করতে হবে। তাহলেই এই ইস্টবেঙ্গল আরও সাফল্য পাবে।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

'ইস্টবেঙ্গলের হয়ে প্রথম গোল করে খুশি, দলকে আরও ম্যাচ জেতাতে চাই,' বার্তা আনোয়ার আলির

বসুন্ধরার বিরুদ্ধে 'কিং' ইস্টবেঙ্গল, পুরনো ক্লাবকে গোলের মালা পরিয়ে প্রথম জয় অস্কারের

ছবির মতো সুন্দর মাঠে সুযোগ নষ্টের প্রদর্শনী, পারো এফসি-র বিরুদ্ধে ড্র ইস্টবেঙ্গলের

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: নন্দীগ্রামে কালীপূজোর উদ্বোধনে শুভেন্দু, কী বার্তা, দেখুন সরাসরি
'তৃণমূল নেতারা দু-তিন বার বাড়ি পেলেও বারবার আমরা বঞ্চিত' ক্ষোভে ফুসছে মুর্শিদাবাদবাসী
'তৃণমূল খরকুটোর মত বিদায় নেবে' সন্দেশখালিতে গিয়ে হুঙ্কার দিলীপ ঘোষের | Dilip Ghosh
লক্ষাধিক ভক্তদের সঙ্গে নিরঞ্জনের পথে Shantipur-এর কালী! নজর কাড়লো মহিষখাগি মাতার বিসর্জন!
স্বপ্নাদেশে দেখা কালী! ৪৫০ বছর পর Nabadwip-এ এখনও চলে তন্ত্রমতে চক্ষুদান! | Kali Puja 2024 | Nadia