ইরানে খেলতে না গিয়ে কড়া শাস্তির মুখে মোহনবাগান, মাসুল দিতে হবে ভারতীয় ফুটবলকে?

এশিয়ার ক্লাব ফুটবলে নতুন ফর্ম্যাটের টুর্নামেন্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের ম্যাচ খেলতে ইরানে না গিয়ে বিপাকে মোহনবাগান সুপার জায়ান্ট। কড়া শাস্তি দিতে পারে এএফসি।

২০১২ সালের ৯ ডিসেম্বর বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে আই লিগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথমার্ধের খেলা শেষ হওয়ার পর আর মাঠে নামেনি মোহনবাগান দল। আই লিগের নিয়ম অনুযায়ী কঠোর শাস্তি দিয়েছিল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। কিন্তু এই শাস্তির বিরুদ্ধে আবেদন করার পর ২ কোটি টাকা জরিমানা দিয়ে সেই আই লিগেই ফের খেলার সুযোগ পেয়েছিল মোহনবাগান। এবার এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়েও একই পরিস্থিতি তৈরি হতে চলেছে। ইরানের তাবরিজ শহরে ট্রাক্টর এফসি-র বিরুদ্ধে খেলতে না গিয়ে কঠোর শাস্তির মুখে মোহনবাগান সুপার জায়ান্ট। এএফসি-র পক্ষ থেকে জানানো হয়েছে, সংশ্লিষ্ট কমিটিগুলি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে।

কী শাস্তি পেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট?

Latest Videos

ইরানে খেলতে না যাওয়ায় মোহনবাগান সুপার জায়ান্টের ৫০,০০০ মার্কিন ডলার জরিমানা হতে পারে। চলতি এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু থেকে বাদ পড়তে পারে সবুজ-মেরুন ব্রিগেড। ভবিষ্যতে অন্তত এক বছরের জন্য এএফসি টুর্নামেন্ট থেকে নির্বাসিত হতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট। ইরান-ইজরায়েল যুদ্ধের মধ্যেই ইরানে এএফসি টুর্নামেন্টের ম্যাচ হওয়ায় সবুজ-মেরুন শিবিরের নিরাপত্তাহীনতার যুক্তি ধোপে টিকছে না। ট্রাক্টর এফসি ও এএফসি-র দাবি, তাবরিজে সব ঠিক আছে। সেখানে নিরাপত্তা নিয়ে কোনও সমস্যা নেই। এই কারণেই খেলতে না যাওয়ায় কঠোর শাস্তি পেতে পারে মোহনবাগান সুপার জায়ান্ট।

ভারতীয় ফুটবলের ক্ষতি হবে?

এবার ভারত থেকে এএফসি টুর্নামেন্টে খেলছে মুম্বই সিটি এফসি, মোহনবাগান সুপার জায়ান্ট ও ইস্টবেঙ্গল। এর মধ্যে মোহনবাগান সুপার জায়ান্ট নির্বাসিত হলে ভারত থেকে এএফসি টুর্নামেন্টে একসঙ্গে তিন দলকে খেলার অনুমতি না-ও দেওয়া হতে পারে। এএফসি যদি এই শাস্তি দেয়, তাহলে ভারতীয় ফুটবলের ক্ষতি হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

বেঙ্গালুরু এফসি-র কাছে ৩ গোল হজম, আইএসএল-এ বিশ্রী হার মোহনবাগান সুপার জায়ান্টের

হারের ভয়ে ইরান-আজারবাইজানে খেলতে যাচ্ছে না মোহনবাগান, ব্যঙ্গ ট্রাক্টর এফসি-র

২ গোলে এগিয়ে গিয়েও ড্র, আইএসএল-এর উদ্বোধনী ম্যাচেই হোঁচট খেল মোহনবাগান সুপার জায়ান্ট

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
সত্যিই একটা জিনিস বটে! ক্যানিং থেকে গ্রেপ্তার তরুণী পরিচারিকা | Canning News | Bangla News
Rashifal : আজ আপনার ভাগ্য কি বলছে? দেখুন শুক্রবারের রাশিফল | Astro | Friday | Horoscope
জালে পুরনো পাপী! জাল পাসপোর্ট পৌঁছে যেত অনুপ্রবেশকারীদের হাতে! | Duttapukur News | Kolkata