সংক্ষিপ্ত

চলতি আইএসএল-এ যখন প্রথম ৩ ম্যাচেই হেরে কোণঠাসা ইস্টবেঙ্গল, তখন খুব একটা ভালো জায়গায় নেই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্টও।

শনিবার চলতি আইএসএল-এ নিজেদের প্রথম অ্যাওয়ে ম্যাচে বেঙ্গালুরু এফসি-র কাছে ৩ গোল হজম করল মোহনবাগান সুপার জায়ান্ট। ২০ মিনিটের মধ্যেই জোড়া গোল করে ম্যাচের রাশ নিজেদের হাতে নেয় বেঙ্গালুরু এফসি। প্রথমার্ধে আর গোল না হলেও, দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান সুনীল ছেত্রী। এরপর আর গোল হয়নি। এই জয়ের ফলে ৩ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে চলতি আইএসএল-এর শীর্ষে চলে গেল বেঙ্গালুরু এফসি। প্রথম ম্যাচে ইস্টবেঙ্গলকে হারানোর পর এবার কলকাতার অপর এক দলের বিরুদ্ধেও জয় পেলেন সুনীলরা। অন্যদিকে, ৩ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে মোহনবাগান সুপার জায়ান্ট।

দাপট দেখিয়ে জয় বেঙ্গালুরুর

এদিন ম্যাচের শুরু থেকেই বেঙ্গালুরু এফসি-র দাপট ছিল। ৯ মিনিটের মাথায় নিখিল পূজারির কাছ থেকে বল পেয়ে প্রথম গোল করেন এডগার মেন্ডেজ। এরপর ২০ মিনিটে সুনীলের পাস থেকে দ্বিতীয় গোল করেন সুরেশ সিং ওয়াংজম। শুরুতেই জোড়া গোল হজম করে প্রবল চাপে পড়ে যায় সবুজ-মেরুন ব্রিগেড। এই চাপ কাটিয়ে ম্যাচে ফেরার চেষ্টা করছিল হোসে মলিনার দল। কিন্তু ৫১ মিনিটে পেনাল্টি থেকে সুনীল তৃতীয় গোল করার পর আর ম্যাচে ফিরতে পারেনি মোহনবাগান সুপার জায়ান্ট

চাপে সবুজ-মেরুন কোচ

আইএসএল-এর গত মরসুমে লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান সুপার জায়ান্ট। ফাইনালে মুম্বই সিটি এফসি-র কাছে হেরে গেলেও, লড়াই করে সবুজ-মেরুন ব্রিগেড। কিন্তু এবারের মরসুমের শুরুটা ভালোভাবে করতে পারেননি শুভাশিস বসু, বিশাল কাইথরা। ডুরান্ড কাপ ফাইনালে নর্থইস্ট ইউনাইটেড এফসি-র কাছে হেরে যাওয়ার পর এবার আইএসএল-এর শুরুতেই পয়েন্ট নষ্ট করে চাপে পড়ে গিয়েছে সবুজ-মেরুন ব্রিগেড। ফুটবলারদের মতোই কোচের উপরেও চাপ বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

পুরনো দলের বিরুদ্ধে বোরহা হেরেরার হ্যাটট্রিক, ১০ জনের গোয়ার কাছেও হার ইস্টবেঙ্গলের

অসুস্থ ইস্টবেঙ্গলের আইনজীবী, ২ সপ্তাহ পিছিয়ে গেল আনোয়ার আলির শুনানি

লাল-হলুদ শিবিরে বোধনের আগেই বিসর্জনের সুর, আর কতদিন থাকছেন কার্লেস কুয়াদ্রাত?