AIFF Annual Awards 2025: বছরের সেরা ফুটবলার মোহনবাগানের শুভাশিস, আর কার কার হাতে উঠল শিরোপা?

Published : May 03, 2025, 04:02 PM IST

AIFF Annual Awards 2025: শুক্রবার, ওড়িশার স্টেট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়ে গেল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। 

PREV
114
ভারতীয় ফুটবলে সেরা পারফর্মারদের হাতে উঠল পুরস্কার (AIFF Annual Awards 2025)

একাধিক বিভাগ মিলিয়ে কারা কারা পেলেন সেরার শিরোপা? 

214
সেরা ফুটবলারঃ শুভাশিস বোস

পুরুষ বিভাগে বছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মোহনবাগানের শুভাশিস বোস (Subhasish Bose)। 

414
সেরা গোলকিপারঃ ভিশাল কেইথ

পুরুষ বিভাগে সেরা গোলকিপারের শিরোপা পেলেন সবুজ মেরুনের অতন্দ্র প্রহরী ভিশাল কেইথ (Vishal Kaith)। 

514
সেরা গোলকিপারঃ এলাংবাম পান্থোই চানু

মহিলা বিভাগে সেরা গোলকিপারের শিরোপা পেলেন এলাংবাম পান্থোই চানু (Elangbam Panthoi Chanu)। 

614
প্রমিসিং প্লেয়ার অফ দ্য ইয়ার

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে পুরুষ বিভাগে ‘প্রমিসিং প্লেয়ার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন ব্রাইসন ফার্নান্দেজ (Brison Fernandes)। 

714
প্রমিসিং প্লেয়ার অফ দ্য ইয়ার

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের বিচারে মহিলা বিভাগে ‘প্রমিসিং প্লেয়ার অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন টোইজাম থোইবিসানা চানু (Toijam Thoibisana Chanu)। 

814
সেরা কোচ কে?

পুরুষ বিভাগে সেরা কোচ জামশেদপুর এফসির হেডস্যার খালিদ জামিল (Khalid Jamil)। 

914
বেষ্ট কোচের শিরোপা

মহিলা বিভাগে সেরা কোচ বাংলার সুজাতা কর (Sujata Kar)।

1014
বছরের সেরা রেফারি

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিচারে, পুরুষ বিভাগে বছরের সেরা রেফারি ভেঙ্কটেশ আর (Venkatesh R)।  

1114
বেষ্ট রেফারি অফ দ্য ইয়ার

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিচারে, মহিলা বিভাগে বছরের সেরা রেফারি টেকচাম রঞ্জিতা দেবী (Tekcham Ranjita Devi)। 

1214
সেরা সহকারী রেফারি

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিচারে, পুরুষ বিভাগে বছরের সেরা সহকারী রেফারি নির্বাচিত হয়েছেন ভাইরামুথু পি (Vairamuthu P)। 

1314
বেষ্ট অ্যাসিস্টেন্ট রেফারি

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (AIFF) বিচারে, মহিলা বিভাগে বছরের সেরা সহকারী রেফারি নির্বাচিত হয়েছেন রিওলাং ধর (Riiohlang Dhar)। 

1414
ক্লাব ফুটবল প্রতিযোগিতায় সবচেয়ে সফল আইএফএ (IFA)

এছাড়াও জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা এবং ফেডারেশন আয়োজিত প্রতিযোগিতাগুলির মধ্যে সর্বাধিক আয়োজনের জন্য সেরার শিরোপা পেল আইএফএ। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

click me!

Recommended Stories