NEUFC vs JFC Super Cup Quarter Final: টাইব্রেকারে নিস্পত্তি হল কোয়ার্টার ফাইনালের। নর্থইস্টকে হারিয়ে জয় জামশেদপুরের (NEUFC vs JFC)।
NEUFC vs JFC Super Cup Quarter Final:সুপার কাপের (Super Cup 2025) চতুর্থ কোয়ার্টার ফাইনালে রবিবার সন্ধ্যায়, ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম জামশেদপুর এফসি (North East United FC vs Jamshedpur FC)। আর সেই ম্যাচেই টাইব্রেকারে জয় পেল জামশেদপুর।
এদিন খেলার শুরু থেকেই চাপ বাড়াতে শুরু করে জুয়ান পেদ্রো বেনালির ছেলেরা। মাঝমাঠ থেকে একাধিক আক্রমণ তুলে আনতে থাকেন আশির আখতাররা। বলা ভালো, ম্যাচের দখল নিতে থাকেন তারা। কখনও ডানপ্রান্ত, আবার কখনও বাঁ-প্রান্ত দিয়ে ঝড়ের গতিতে জামশেদপুরের ডি-বক্সে অ্যাটাক তুলে আনেন জিতিন এমএস এবং আলাদিন আজারাইরা। সবথেকে বড় বিষয়, খেলা শুরুর কয়েক মুহূর্তের মধ্যেই সুযোগ চলে আসে নর্থইস্টের কাছে। কিন্তু গোল হয়নি শেষ অবধি (Super Cup 2025 news)।
এদিন ৪-৩-৩ ছকে দল সাজান নর্থইস্ট কোচ। তবে জামশেদপুর এফসি, ম্যাচের গতি কিছুটা বুঝে পাল্টা আক্রমণে ওঠার চেষ্টা করে। একাধিকবার কাউন্টার অ্যাটাকে উঠে আসেন জাভি হার্নান্দেজ এবং সিভেরিওরা। কিন্তু কোনও দলই গোলের দরজা খুলতে পারছিল না। এমনিতেই খালিদ জামিল কিছুটা ডিফেন্সিভ মেথডেই দলকে খেলিয়ে থাকেন (North East United FC vs Jamshedpur FC Super Cup Highlights)।

তবে নর্থইস্ট এই ম্যাচে একের পর এক অ্যাটাক করতে থাকে। কিন্তু সুযোগ আসলেও গোলের দেখা ছিল না (Super Cup 2025 match)। তবে গুলেরিমোর কথা বলতেই হয়। নর্থইস্টের একাধিক আক্রমণ তৈরির পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। বিশেষ করে মাঝমাঠ থেকে বলের সাপ্লাই লাইন চালু রেখেছিলেন তিনি (North East United FC vs Jamshedpur FC 2025)।
সেই সুবাদেই ম্যাচের ১৪ মিনিটে, ফ্রি-কিক থেকে প্রায় গোল করে দিচ্ছিলেন আজারাই। বারপোষ্টে লেগে তাঁর শট প্রতিহত হয়। তারপর খেলার ২৯ মিনিটে, পজিটিভ সুযোগ তৈরি করেন সেই জিতিন। কিন্তু এক্ষেত্রেও গোল হয়নি। তবে জামশেদপুর এফসির স্ট্রাইকার সিভেরিও ম্যাচের ৩৬ মিনিটে, পাল্টা চেষ্টা করেন। কিন্তু তিনিও ব্যর্থ হন। শেষপর্যন্ত, প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য অবস্থাতেই (North East United FC vs Jamshedpur FC live)।
দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ আরও বাড়ায় নর্থইস্ট। ম্যাচের ৫১ মিনিটে, জিতিনের দূরপাল্লার শট বারপোস্টের উপর দিয়ে উড়ে যায়। তার ঠিক পরের মিনিটেই আবার মিস করেন সিভেরিও। প্রণয় হালদার এবং এজেরা চেষ্টা করলেও গোল আসছিল না কিছুতেই (Super Cup Highlights)।
তবে খেলার গতি কিছুটা কমে যায় দ্বিতীয়ার্ধে। অন্যদিকে, তখনও আলাদিনরা চেষ্টা চালিয়ে যেতে থাকেন। এদিনের ম্যাচে নর্থইস্টের হয়ে নেস্টার অনেক বেশ ওয়ার্কলোড নেন। একাধিকবার বিপক্ষের পেনাল্টি বক্সে পৌঁছে গিয়ে চাপ বাড়াতে থাকেন। তবে তিনি একা নন, আজারাইয়ের জোরালো শট সেভও করেন জামশেদপুর গোলকিপার আলবিনো গোমেজ।
অপরদিকে, নর্থইস্টের গোলকিপার গুরমিত সিংও বেশ সতর্ক ছিলেন এদিন। ম্যাচের ৮৯ মিনিটে, ফ্রি-কিক থেকে আসা বলে হেডার মিস করেন সেই আলাদিন। শেষের কয়েকটা মিনিট লাগাতার আক্রমণ করতে থাকে নর্থইস্ট ইউনাইটেড। কিন্তু গোলের দেখা মেলেনি। শেষপর্যন্ত, ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তবে এদিন জামশেদপুরের ডিফেন্ডার স্টিফেন এজের প্রশংসা করতেই হবে। অসাধারণ ফুটবল খেলেন তিনি।

আর টাইব্রেকারে বাজিমাত করে জামশেদপুর। প্রথম শটটি নেন জামশেদপুরের সিভেরিও এবং গোল করেন। তবে নর্থইস্টের হয়ে প্রথম শটটি নেন গুলেরিমো এবং তিনি মিস করেন। তারপর জামশেদপুরের দ্বিতীয় শটটি রুখে দেন নর্থইস্ট গোলকিপার গুরমিত সিং। কিন্তু নিজেদের দ্বিতীয় শটে ফের মিস করেন নর্থইস্টের অধিনায়ক জাবাকো। বল উড়ে যায় বারপোস্টের উপর দিয়ে।
পরপর দুটি শট মিস করে রীতিমতো চাপে পড়ে যায় তারা। এরপর জামশেদপুরের হয়ে গোল করেন জাভি হার্নান্দেজ এবং নর্থইস্টের বেমামারও গোল পান। তবে তাঁর শট আলবিনো রুখে দেওয়ার চেষ্টা করেন। কিন্তু তা হাতে লেগে জালে জড়িয়ে যায়।
তারপর জামশেদপুরের রেই গোল করেন এবং নথইস্টের আলাদিন আজারাই গোল পান। কিন্তু এরপরেই জামশেদপুরের হয়ে এজে মিস করেন। আর নিজেদের শটে গোল করে যান নর্থইস্টের নেস্টর। ফলাফল তখন ৩-৩।
এরপর আসেন আশুতোষ মেহতা। জামশেদপুরের হয়ে তিনি গোল করেন এবং নর্থইস্টের জার্সি নম্বর ১৯-ও গোল করে যান। জামশেদপুরের ৩ নম্বর জার্সির তরুণ ফুটবলারও গোল পেয়ে যান। কিন্তু ঠিক এরপরের শটেই সাডেন ডেথে নর্থইষ্টের হয়ে মিস করেন আশির আখতার। আর সেখানেই স্বপ্ন ভেঙে চুরমার হয়ে যায় নর্থইস্টের।
শেষপর্যন্ত, টাইব্রেকারের লড়াইতে ৫-৪ ব্যবধানে নর্থইস্ট ইউনাইটেডকে হারিয়ে সুপার কাপের সেমিফাইনালে চলে গেল জামশেদপুর এফসি। ম্যাচের সেরা স্টিফেন এজে (Stephen Eze)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
