AIFF Super Cup 2025: গ্রুপ পর্বের পর দীর্ঘ বিরতি কাটিয়ে বৃহস্পতিবার সুপার কাপের জোড়া সেমি-ফাইনাল হচ্ছে। প্রথম সেমি-ফাইনালে পাঞ্জাব এফসি-কে (Punjab FC) হারিয়ে ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল (East Bengal FC)।

DID YOU
KNOW
?
সুপার কাপ জয় লাল-হলুদের
২০১৮ সালে রানার্স হওয়ার পর ২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপ চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল।

East Bengal FC vs Punjab FC: প্রায় দু'বছরের ব্যবধানে ফের সুপার কাপ (AIFF Super Cup 2025) ফাইনালে পৌঁছে গেল ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার সেমি-ফাইনালে পাঞ্জাব এফসি-কে ৩-১ উড়িয়ে দিল লাল-হলুদ ব্রিগেড। গোল করলেন মহম্মদ রশিদ (Mohammed Rashid), কেভিন সিবিলে (Kevin Sibille) ও সল ক্রেসপো (Saul Crespo)। পাঞ্জাবের হয়ে পেনাল্টি থেকে ব্যবধান কমান ড্যানিয়েল র‍্যামিরেজ (Daniel Ramirez)। ২০২৪ সালে কলিঙ্গ সুপার কাপ (2024 Kalinga Super Cup) চ্যাম্পিয়ন হয়েছিল ইস্টবেঙ্গল। এবার গোয়ার (Goa) মাটি থেকে খেতাব জিতেই কলকাতায় ফেরার লক্ষ্যে লাল-হলুদ ব্রিগেড। বৃহস্পতিবারই দ্বিতীয় সেমি-ফাইনালে মুম্বই সিটি এফসি-র (Mumbai City FC) মুখোমুখি হচ্ছে এফসি গোয়া (FC Goa)। এই ম্যাচে যে দল জয় পাবে, তাদের বিরুদ্ধেই ফাইনালে খেলবে ইস্টবেঙ্গল।

হামিদকে ছাড়াই জয়

এদিন ইস্টবেঙ্গল দলে ছিলেন না মরক্কোর (Morocco) স্ট্রাইকার হামিদ আহাদাদ (Hamid Ahadad)। তাঁকে ছাড়াই জয় পেল দল। শুরু থেকেই অস্কার ব্রুজোঁর (Óscar Bruzón) দলের দাপট ছিল। ১২ মিনিটের মাথায় বক্সের বাইরে থেকে অসাধারণ শটে প্রথম গোল করে ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন রশিদ। তবে ৩০ মিনিটের পরেই ম্যাচে ফেরে পাঞ্জাব এফসি। বক্সের মধ্যে শট বিপীন সিংয়ের (Bipin Singh Thounaojam) হাতে লাগে। ৩৪ মিনিটে পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান র‍্যামিরেজ। প্রথমার্ধের সংযোজিত সময়ে মিগুয়েল ফিগুইরার (Miguel Ferreira) কর্নার কিক থেকে গোল করে ফের ইস্টবেঙ্গলকে এগিয়ে দেন সিবিলে। প্রথমার্ধের শেষে ম্যাচের ফল ছিল ২-১। এরপর ৭১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করে লাল-হলুদ ব্রিগেডের জয় নিশ্চিত করেন ক্রেসপো।

ফাইনালে মাঠে থাকতে পারবেন অস্কার?

বৃহস্পতিবার রেফারির সিদ্ধান্তে ক্ষোভপ্রকাশ করে জোড়া হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইস্টবেঙ্গলের প্রধান কোচ অস্কারকে। ফলে দল জিতলেও, তিনি মাঠে থাকতে পারবেন কি না, সে বিষয়ে লাল-হলুদ শিবিরে আলোচনা শুরু হয়েছে। সবারই আশা, ফাইনালে নির্বাসিত থাকতে হবে না কোচকে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।