Indian Football: অক্টোবরে লেবানন, ভিয়েতনামের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্ট খেলবে ভারত, কোচ হবেন কে?

এবারও বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব থেকে ছিটকে গিয়েছে ভারতীয় দল। তবে সুনীল ছেত্রী-পরবর্তী ভারতীয় দল যাতে আন্তর্জাতিক ম্যাচ খেলার সুযোগ পায়, সেই ব্যবস্থা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন।

ইগর স্টিম্যাচ বরখাস্ত হওয়ার পর ভারতীয় ফুটবল দলের নতুন কোচ এখনও ঠিক হয়নি। তবে নতুন কোচ নিয়োগ করার আগেই পুরুষদের সিনিয়র জাতীয় দলের জন্য টুর্নামেন্টের ব্যবস্থা করে ফেলল সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। অক্টোবরে ফিফা উইন্ডোতে ভিয়েতনাম ও লেবাননের বিরুদ্ধে ত্রিদেশীয় টুর্নামেন্টে খেলবে ভারতীয় দল। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে দ্বিতীয় রাউন্ড থেকে ছিটকে যাওয়ার পর প্রথমবার কোনও ম্যাচ খেলবে ভারতীয় দল। ফিফা র‍্যাঙ্কিংয়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছে ভারত। এখন গুরপ্রীত সিং সান্ধুদের র‍্যাঙ্কিং ১২৪। ভিয়েতনাম ও লেবানন যথাক্রমে ১১৬ ও ১১৭ নম্বরে আছে। ফলে এই ত্রিদেশীয় টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে ফিফা র‍্যাঙ্কিংয়ে উন্নতি হতে পারে ভারতের।

ত্রিদেশীয় টুর্নামেন্টের সূচি ঘোষণা এআইএফএফ-এর

Latest Videos

এআইএফএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ৯ অক্টোবর ত্রিদেশীয় টুর্নামেন্টের প্রথম ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে ভারত। ১২ অক্টোবর দ্বিতীয় ম্যাচে লেবাননের মুখোমুখি হবে ভারত। ১৫ অক্টোবর তৃতীয় ম্যাচে ভিয়েতনামের মুখোমুখি হবে লেবানন। সুনীল ছেত্রী আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার পর ভারতীয় দল এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচই খেলেছে। এবার লেবনান ও ভিয়েতনামের বিরুদ্ধে এই টুর্নামেন্টে নতুন চেহারার ভারতীয় দলকে খেলতে দেখা যাবে। কয়েকজন তরুণ ফুটবলার এই টুর্নামেন্টে খেলার সুযোগ পেতে পারেন। তাঁরা আন্তর্জাতিক ফুটবলের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন।

ভারতীয় দলের নতুন কোচ কে হবেন?

ভারতীয় দলের নতুন কোচ নিয়োগ করার জন্য বিজ্ঞাপন দিয়েছে এআইএফএফ। কিন্তু এখনও পর্যন্ত নতুন কোচ নিয়োগের প্রক্রিয়া শুরু হয়নি। ইস্টবেঙ্গলের প্রাক্তন কোচ ট্রেভর জেমস মর্গ্যানও ভারতীয় দলের নতুন কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। তবে তিনি জানিয়েছেন, এআইএফএফ-এর পক্ষ থেকে এখনও তাঁকে কিছু জানানো হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Igor Stimac: 'গত ৪-৫ বছরে একটা বিষয়েই সফল এআইএফএফ,' এ কী বললেন ইগর স্টিম্যাচ!

Igor Stimac: বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে ব্যর্থতা, বরখাস্ত ইগর স্টিম্যাচ

Igor Štimac: 'এই কর্তারা থাকলে ভারতীয় ফুটবলের হতশ্রী দশা কোনওদিন কাটবে না,' তোপ স্টিম্যাচের

Share this article
click me!

Latest Videos

PM Modi Live : অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ভিত্তিপ্রস্তর স্থাপন প্রধানমন্ত্রী মোদীর, সরাসরি
‘Mamata Banerjee বারংবার BSF-কে আক্রমণ করে যাচ্ছেন’ মমতাকে তোপ Samik Bhattacharya-র
'কুয়োর ব্যাঙ! ভারত চাইলে একদিনেই বাংলাদেশকে...!' বিস্ফোরক ববি | Firhad Hakim | Bangladesh
‘গা-জোয়ারি করে Yunus পার পাবে না’ বিস্ফোরক Nawsad Siddique! #shorts #shortsvideo #shortsviral
নতুন বর্ষ এইভাবে শুরু করলেন Sumona Chakravarti! দেখুন #shorts #shortsvideo #shortsviral #shortsfeed