শহরে চলে এলেন কুয়াদ্রাত, ইস্টবেঙ্গল কর্তাদের নজরে এবার কেরালার এই ফরোয়ার্ড?

Published : Jul 03, 2024, 07:54 PM ISTUpdated : Jul 05, 2024, 12:13 AM IST
EAST BENGAL

সংক্ষিপ্ত

কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল কোচ। সঙ্গে এলেন আরেক মিডফিল্ডারও। অন্যদিকে, মহিলা ফুটবল দল তৈরির দিকেও বিশেষ নজর দিয়েছেন লাল হলুদ কর্তারা।

কলকাতায় পা রাখলেন ইস্টবেঙ্গল কোচ। সঙ্গে এলেন আরেক মিডফিল্ডারও। অন্যদিকে, মহিলা ফুটবল দল তৈরির দিকেও বিশেষ নজর দিয়েছেন লাল হলুদ কর্তারা।

মঙ্গলবার, মধ্যরাতে কলকাতায় এসে পৌঁছলেন লাল হলুদ হেডস্যার কার্লোস কুয়াদ্রাত (Carles Cuadrat) এবং দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার সল ক্রেসপো (Saul Crespo)। তাদের স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত ছিলেন একঝাঁক ইস্টবেঙ্গল (East Bengal) সমর্থক। অন্যদিকে, মহিলা ফুটবল দলের জন্য কেরালার এক ফরোয়ার্ডের দিকেও নজর রয়েছে ইস্টবেঙ্গল কর্তাদের।

প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ (Super Cup) ছাড়া আর কোনও বড় ট্রফি ঘরে তুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে (Final) উঠলেও, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারতে হয় তাদের।

অন্যদিকে, আইএসএল-এ (Indian Super League) সাময়িক ভালো খেললেও, শেষপর্যন্ত আশানুরুপ ফলাফল হয়নি। তাই শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট (Team Management)।

ইতিমধ্যেই গত মরশুমে আইএসএল-এর (ISL) সেরা গোলদাতা দিমিত্রিয়স দিয়ামান্তাকোসকে (Dimitrios Diamantakos) সই করিয়েছে তারা। সেইসঙ্গে, ইস্টবেঙ্গল চুক্তি বাড়িয়ে নিয়েছে সল ক্রেসপোর সঙ্গেও (Saul Crespo)। তার ওপর গত মরশুমে মহামেডান স্পোর্টিং ক্লাবের (Mohammedan Sporting) হয়ে দুর্দান্ত ফুটবল খেলা ডেভিডকেও (David) সই করিয়েছে তারা।

অন্যদিকে, হায়দ্রাবাদ এফসি (Hyderabad FC) থেকে জোথানপুইয়াকেও (Mark Zothanpuia) দলে নিয়েছে ইস্টবেঙ্গল (Emami East Bengal)। এমনকি, রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি (Round Glass Punjab FC) থেকে মিডফিল্ডার (Midfielder) মাদিহ তালালকেও (Madih Talal) সই করিয়েছে লাল হলুদ।

শুধু তাই নয়, বাঙালি ডিফেন্ডার প্রভাত লাকরা (Provat Lakra) এবং গোলকিপার দেবজিৎ মজুমদারও (Debjit Majumdar) যোগ দিয়েছেন ইস্টবেঙ্গলে। আর এবার শহরে চলে এলেন দলের কোচও। মঙ্গলবার, মধ্যরাতে কুয়াদ্রাত এবং ক্রেসপোকে স্বাগত জানাতে কলকাতা বিমানবন্দরে উপস্থিত হন বহু লাল হলুদ সমর্থক (Supporters)। কারও হাতে ছিল ফ্ল্যাগ, আবার কারও হাতে পোস্টার।

গলা ছেড়ে গানও ধরেন অনেকে। কুয়াদ্রাত এবং ক্রেসপোকে স্বাগত জানান সবাই। অন্যদিকে, এবার ইস্টবেঙ্গলের মহিলা ফুটবল (East Bengal Women Football) দল তৈরির দিকেও বেশ ভালোরকম নজর দিয়েছেন কর্তারা। সূত্র মারফৎ জানা যাচ্ছে, এইমুহূর্তের অন্যতম উদীয়মান ভারতীয় ফরোয়ার্ড সান্ধিয়া রাগানাথানকে (Sandhiya Ranganathan) সই করাতে পারে লাল হলুদ।

সূত্রের খবর, ২৬ বছর বয়সী কেরালার এই ফরোয়ার্ডকে (Forward) দলে নেওয়ার ব্যাপারে ভীষণভাবেই আগ্রহী ইস্টবেঙ্গল (Emami East Bengal) কর্তারা। বর্তমানে তিনি খেলছেন গোকুলাম কেরালা এফসিতে (Gokulam Kerala FC)। শোনা যাচ্ছে, আসন্ন মরশুমে সেই সান্ধিয়া রাগানাথানই আসতে পারেন লাল হলুদে।

আরও পড়ুনঃ 

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

CFL 2024: প্রথম ম্যাচেই বড় জয় ইস্টবেঙ্গলের, ৭-১ গোলে হারাল টালিগঞ্জ অগ্রগামীকে

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

Lionel Messi: ভারতে আসছেন মেসি! দেখা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও, 'গোট ট্যুর'-এর সম্পূর্ণ সূচি
Indian Super League: ভারতীয় ফুটবলে এই প্রথম! ১২টি ক্লাব যৌথভাবে আইএসএল আয়োজনের পথে?