Ancelotti Brazil National Team: ব্রাজিল জাতীয় ফুটবল দলের হেডস্যার হিসেবে অভিষেক হল কার্লো আনসেলোত্তির (world cup qualifiers 2026)। তবে প্রথম ম্যাচেই ধাক্কা! জয় পেলেন না রিয়াল মাদ্রিদের প্রাক্তন কোচ তথা বিশ্বের অন্যতম বহুচর্চিত কোচ আনসেলোত্তি (ecuador vs brazil)। ইকুয়েডরের বিরুদ্ধে গোলশূন্য ড্র করল ব্রাজিল ফুটবল দল।
উল্লেখ্য, দক্ষিণ আমেরিকার গ্রুপ থেকে আসন্ন ফুটবল বিশ্বকাপে মোট ৬টি দল সরাসরি যোগ্যতা অর্জন করবে। সেই গ্রুপের একেবারে প্রথম স্থানে রয়েছে গতবারের বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ফুটবল দল। তারপর দ্বিতীয় স্থানে রয়েছে ইকুয়েডর। সেই দলের বিরুদ্ধেই শুক্রবার ভোরে ম্যাচ ছিল ব্রাজিলের। কার্যত, নতুন কোচের প্রশিক্ষণে ব্রাজিল কীরকম ফুটবল খেলে, সেইদিকেই নজর ছিল সকলের। কিন্তু গোটা ম্যাচে কোনও গোলই করতে পারেনি ব্রাজিল।
প্রসঙ্গত, ব্রাজিল ফুটবল দলে বেশ কিছু পরিবর্তন করেন আনসেলোত্তি। ইতালিয়ান এই কোচ প্রথম একাদশে ফিরিয়ে আনেন ব্রাজিলের ১০ নম্বর প্লেয়ার ভিনিসিয়াস জুনিয়রকে। এছাড়াও ক্যাসিমিরো এবং রিচার্লিসনকেও প্রথম থেকেই এদিন খেলান নতুন হেডস্যার। এমনকি, দলে অভিষেক হয় রক্ষণভাগের ফুটবলার অ্যালেক্স এবং উইঙ্গার এস্তেভায়োর। তবে নির্বাসিত থাকায় র্যাফিনহা এই ম্যাচে মাঠে নামতে পারেননি।
ভিনিসিয়াস খেলার ২২ মিনিটে, ইকুয়েডরের গোল লক্ষ্য করে একটি শট নিয়েছিলেন বটে। কিন্তু গোল হয়নি এবং সবথেকে বড় বিষয়, সেটিই গোটা ম্যাচে ব্রাজিলের সেরা সুযোগের মধ্যে একটি। কিন্তু ইকুয়েডরের গোলরক্ষক গঞ্জালো ভ্যালে সেই শট অবশ্য রুখে দেন।
এদিন ম্যাচ শেষে ক্যাসেমিরো জানান, “ইকুয়েডর খুব ভালো ফুটবল খেলছে। আমরা নিশ্চয়ই ধীরে ধীরে উন্নতি করব। তবে এই ম্যাচে আমাদের রক্ষণও যথেষ্ট জমাট ছিল এবং আমার নিজের যথেষ্ট ভালো লাগছে দলে ফিরতে পেরে।"
অন্যদিকে, ভিনিসিয়াসের কথায়, “আমরা ঠিক তৈরি হয়ে যাব। সামনেই ফুটবল বিশ্বকাপ রয়েছে। দক্ষিণ আমেরিকা থেকে যোগ্যতা অর্জন করতে এই পর্বের শেষদিকে আমাদের দারুণ কিছু করে দেখাতে হবে।”
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।