IFA Shield 2025: এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টুয়ের (AFC Champions League Two) ম্যাচ খেলতে ইরানে (Iran) না যাওয়া নিয়ে দল ও ম্যানেজমেন্টের উপর ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) সমর্থকরা। বৃহস্পতিবারও তাঁদের ক্ষোভ দেখা গেল।
KNOW
Mohun Bagan Super Giant: একইসঙ্গে বিক্ষোভ এবং প্রিয় দলের বড় ব্যবধানে জয়ের আনন্দ। বৃহস্পতিবার কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএফএ শিল্ডে (IFA Shield 2025) মোহনবাগান সুপার জায়ান্টের প্রথম ম্যাচে এই বৈপরীত্য দেখা গেল। ম্যাচ শুরু হওয়ার আগে থাকতেই ক্ষোভ প্রকাশ করতে থাকেন সমর্থকরা। তাঁদের হাতে ছিল পোস্টার। সেই পোস্টারে লেখা ছিল, 'সবুজ-মেরুন ভীরুদের জন্য কোনও জায়গা নেই। আপনারা দলের প্রতীক রক্ষা করেননি। আপনারা পুলিশের পিছনে লুকিয়ে থেকেছেন। এটা লজ্জাজনক ঘটনা।' মূলত ম্যানেজমেন্টের প্রতি ক্ষোভ উগরে দেন সমর্থকরা। তাঁরা 'গো ব্যাক' স্লোগানও দেন। এদিন গ্যালারিতে খুব বেশি সমর্থকের দেখা পাওয়া যায়নি। বেশিরভাগ মোহনবাগান সমর্থকই এদিনের ম্যাচ বয়কট করেন। তবে প্রিয় দল বড় ব্যবধানে জয় পাওয়ায় সবাই খুশি।
গোকুলামকে ৫ গোল মোহনবাগান সুপার জায়ান্টের
আইএফএ শিল্ডে নিজেদের প্রথম ম্যাচে গোকুলাম কেরালা এফসি-কে (Gokulam Kerala FC) ৫-১ উড়িয়ে দিল মোহনবাগান সুপার জায়ান্ট। শুরু থেকে শেষপর্যন্ত দাপট দেখিয়ে জয় পেল সবুজ-মেরুন ব্রিগেড। ১১ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন আলবার্তো রডরিগেজ (Alberto Rodriguez)। ২৭ মিনিটে অসাধারণ ভলিতে ব্যবধান বাড়ান জেমি ম্যাকলারেন (Jamie Maclaren)। প্রথমার্ধের শেষে ২-০ এগিয়েছিল মোহনবাগান সুপার জায়ান্ট। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতেই পরপর গোল হতে থাকে। ৪৮ মিনিটে আত্মঘাতী গোল করে বসেন আপুইয়া (Apuia)। ফলে ব্যবধান কমায় গোকুলাম কেরালা। তবে সেখানেই তাদের লড়াই শেষ হয়ে যায়। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোল করেন রডরিগেজ। ৫৪ মিনিটে আত্মঘাতী গোল করেন শিবিন (Shibin)। ফলে মোহনবাগান সুপার জায়ান্টের ব্যবধান বাড়ে। ৭৫ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের পঞ্চম গোল করেন ম্যাকলারেন।
অসাধারণ পারফরম্যান্স রবসনের
এদিন অসাধারণ পারফরম্যান্স দেখালেন ব্রাজিলিয়ান তারকা রবসন (Robson Azevedo da Silva)। এই উইঙ্গারের বিষাক্ত ক্রস বারবার গোকুলামের রক্ষণে ফাটল ধরাল। গোলও হল। সমর্থকদের মন জয় করে নিলেন রবসন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


