Anwar Ali: দলবদলের মরসুমে সবচেয়ে বড় চমক, কলকাতা ডার্বির আগেই মোহনবাগানের তারকা ডিফেন্ডারকে তুলে নিল ইস্টবেঙ্গল!

Published : Jul 11, 2024, 04:02 PM ISTUpdated : Jul 11, 2024, 04:29 PM IST
Anwar Ali

সংক্ষিপ্ত

আইএসএল-এ গত কয়েক মরসুমে দলবদলের সময়ই পিছিয়ে পড়ছিল ইস্টবেঙ্গল। এর ফলে দলের পারফরম্যান্স ভালো হচ্ছিল না। সেই কারণে এবার ভালো দল গড়ার দিকে মন দিয়েছে লাল--হলুদ ম্যানেজমেন্ট।

কয়েকদিন আগেই মোহনবাগান সচিব দেবাশিস দত্ত সদম্ভে বলেছিলেন, 'মোহনবাগান যাকে চায় তাকে পায়।' কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে তাঁর দর্পচূর্ণ হতে চলেছে। কারণ, ময়দানে কান পাতলে শোনা যাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট ছেড়ে ইস্টবেঙ্গলে যোগ দিচ্ছেন তারকা ডিফেন্ডার আনোয়ার আলি। তিনি পাঁচ বছরের চুক্তিতে গোষ্ঠ পাল সরণি ছেড়ে লেসলি ক্লডিয়াস সরণিতে যাচ্ছেন। যদিও ইস্টবেঙ্গলের পক্ষ থেকে এখনও সরকারিভাবে এ বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি। তবে ভারতীয় ফুটবল মহলে যা খবর, তাতে প্রায় নিশ্চিতভাবে বলা যায়, নতুন মরসুমে সবুজ-মেরুন জার্সি পরে আনোয়ারকে খেলতে দেখা যাবে না।

ফিফার নিয়মের জেরে মোহনবাগান ছাড়ছেন আনোয়ার!

গত মরসুমে দিল্লি এফসি ছেড়ে চার বছরের জন্য লোনে মোহনবাগান সুপার জায়ান্টে যোগ দেন আনোয়ার। কিন্তু ফিফার নতুন নিয়ম অনুযায়ী, কোনও ফুটবলার এক বছরের বেশি লোনে যেতে পারবেন না। ফলে আনোয়ারকে হয় দিল্লি এফসি-তে ফিরে যেতে হবে অথবা অন্য কোনও দলে যোগ দিতে হবে। ইস্টবেঙ্গল এই নিয়ম কাজে লাগিয়েই এই তারকা ডিফেন্ডারকে দলে নিচ্ছে বলে শোনা যাচ্ছে।

আনোয়ার যোগ দিলে শক্তি বেড়ে যাবে ইস্টবেঙ্গলের

চলতি মরসুমে ইস্টবেঙ্গলের আক্রমণ অত্যন্ত শক্তিশালী হয়েছে। একজন নির্ভরযোগ্য ভারতীয় সেন্ট্রাল ডিফেন্ডার এবং ভালোমানের ভারতীয় সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডারের খোঁজে ছিল লাল-হলুদ শিবির। আনোয়ার দলে যোগ দিলে রক্ষণ নিয়ে চিন্তা অনেকটাই কমে যাবে। হিজাজি মাহের-আনোয়ার জুটি বিপক্ষের স্ট্রাইকারদের আটকে দেবেন বলে এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন ইস্টবেঙ্গল সমর্থকরা। এবার একজন ভালোমানের সিডিএম নিতে পারলেই ইস্টবেঙ্গল দলের শক্তি বেড়ে যাবে। এবার লাল-হলুদ ব্রিগেড যা হচ্ছে, তাতে চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে থাকার স্বপ্ন দেখছেন সমর্থকরা। এখন শুধু সরকারিভাবে আনোয়ারের নাম ঘোষণার অপেক্ষা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Derby: ফের ১৩ জুলাই কলকাতা ডার্বি, ফিরছে ২৭ বছর আগের নস্টালজিয়া

Mohun Bagan Super Giant: 'সবুজ-মেরুন জার্সি পরা সম্মানের,' দল ছেড়ে সমর্থকদের বার্তা জনি কাউকোর

Lallianzuala Chhangte: সমর্থকরা জার্সি পরিয়ে দিলেও ছাংতেকে পেল না মোহনবাগান, থাকছেন মুম্বইয়েই

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?