সংক্ষিপ্ত

কলকাতা ডার্বি ঘিরে সবসময়ই উত্তেজনা, আবেগ, লড়াই দেখা যায়। বাঙালির আবেগের বড় ম্যাচের ৯৯ বছরের ইতিহাসে অনেক চমকপ্রদ ঘটনা দেখা গিয়েছে। ২৭ বছর আগে এমনই এক বড় ম্যাচ হয়েছিল।

কলকাতা ডার্বির ইতিহাসে সবচেয়ে স্মরণীয় ৩ ম্যাচ বাছতে হলে ১৯৭৫ সালের ৩০ সেপ্টেম্বর আইএফএ শিল্ড ফাইনাল, ১৯৯৭ সালের ১৩ জুলাই ফেডারেশন কাপ সেমি-ফাইনাল এবং ২০০৯ সালের ২৫ অক্টোবর আই লিগের ম্যাচ বেছে নিতে হবে। বর্তমান প্রজন্মের কোনও ফুটবলপ্রেমীই ১৯৭৫ সালে ইস্টবেঙ্গলের ৫-০ জয় দেখেননি। সবাই সেই ম্যাচের কথা শুনে বড় হয়েছেন। এখন যাঁদের বয়স ৩৫-এর কাছাকাছি বা বেশি, তাঁদের ১৯৯৭ সালের 'ডায়মন্ড ম্যাচ' মনে থাকার কথা। ২০০৯ সালে মোহনবাগানের ৫-৩ জয় বর্তমান প্রজন্মের ফুটবলপ্রেমীরা দেখেছেন। এবার কলকাতা লিগে ১৩ জুলাই কলকাতা ডার্বি। ফলে ২৭ বছর আগের সেই ম্যাচের স্মৃতি ফিরে আসছে।

১৯৯৭ সালের ১৩ জুলাই কী হয়েছিল?

১৯৯৭-৯৮ মরসুমে মোহনবাগানের কোচ ছিলেন প্রয়াত অমল দত্ত। দুর্দান্ত দল গড়েছিল সবুজ-মেরুন। প্রধান ভরসা ছিলেন নাইজেরিয়ান স্ট্রাইকার চিমা ওকেরি। ফেডারেশন কাপ সেমি-ফাইনালের আগে হঠাৎই উত্তেজনা বাড়িয়ে দেন অমল দত্ত। তিনি ইস্টবেঙ্গলের বাইচুং ভুটিয়াকে 'চুংচুং' স্যামি ওমোলোকে 'অমলেট', সোমতাই সাইজা ওরফে সোসোকে 'শসা' বলে কটাক্ষ করেন। এই ম্যাচের টিকিট নিয়ে অভূতপূর্ব চাহিদা দেখা যায়। সরকারি হিসেবে সেদিন যুবভারতী ক্রীড়াঙ্গনে ১ লক্ষ ৩১ হাজার দর্শক ছিলেন। প্রথমার্ধে নাজিমুল হকের গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এরপর দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন বাইচুং। মোহনবাগানের হয়ে একমাত্র গোল করেন চিমা। ম্যাচের ফল হয় ৪-১।

১৩ জুলাইয়ের ম্যাচ ঘিরে নস্টালজিয়া

২৭ বছর আগের সেই বড় ম্যাচ টেলিভিশনে দেখানোর কথা ছিল না। কিন্তু ফুটবলপ্রেমীদের কথা ভেবে ম্যাচের দিন ঠিক হয়, কলকাতা দূরদর্শন এই ম্যাচ সম্প্রচার করবে। যাঁরা টিকিট পাননি তাঁরা টিভির পর্দায় চোখ রাখেন। রেডিওতে ধারাভাষ্য তখন জনপ্রিয় ছিল। আইফএ বা এআইএফএফ স্বীকৃত কোনও বড় ম্যাচে সেই প্রথম হ্যাটট্রিক হয়। দর্শকদের উপস্থিতির ক্ষেত্রেও রেকর্ড হয়। এই কারণে ২৭ বছর আগের সেই ম্যাচ স্মরণীয়। ফুটবলপ্রেমীরা চাইছেন, এবারের ১৩ জুলাইয়ের ম্যাচও স্মরণীয় হয়ে থাকুক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Kolkata Derby: শনিবার কখন, কোথায় কলকাতা ডার্বি? টিকিটের দামই বা কত? জেনে নিন

Mohun Bagan Super Giant: 'সবুজ-মেরুন জার্সি পরা সম্মানের,' দল ছেড়ে সমর্থকদের বার্তা জনি কাউকোর

East Bengal: আইএসএল-এ ইস্টবেঙ্গলের ভরসা, মরসুম শুরুর আগেই জীবনের নতুন অধ্যায়ে হিজাজি মাহের