৩৬ বছর পূর্ণ করলেন লিওনেল মেসি, সারা বিশ্বের ফুটবলপ্রেমীদের শুভেচ্ছা বাঁ পায়ের জাদুকরকে

৩৬ বছর পূর্ণ করলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। জন্মদিনে সারা বিশ্বের অনুরাগীদের শুভেচ্ছার জোয়ারে ভাসছেন প্রিয় লিও। প্রাক্তন সতীর্থরাও তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন।

বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথম জন্মদিন। স্বভাবতই লিওনেল মেসির এবারের জন্মদিন আলাদা। ৩৬ বছর পূর্ণ করলেন বাঁ পায়ের জাদুকর। কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করে দিয়েগো মারাদোনার নজিরে ভাগ বসিয়েছেন মেসি। ফলে আর্জেন্টিনার সমর্থকদের কাছে তাঁর মর্যাদা বেড়ে গিয়েছে। বিশ্বকাপের আগে দেশকে কোপা আমেরিকাও চ্যাম্পিয়ন করেছেন মেসি। ফলে তিনি এখন সুখের সাগরে ভাসছেন। 'এল এম টেন' জানিয়েছেন, তাঁর আর ফুটবলে নতুন করে কিছু জেতার নেই। যা ট্রফি জেতা সম্ভব সে সবই জিতে নিয়েছেন তিনি। ফলে আর তাঁর জয়ের খিদে নেই। সেই কারণে ২০২৬ সালে পরবর্তী বিশ্বকাপে তিনি আর খেলবেন না। যদিও আর্জেন্টিনার সমর্থকরা চাইছেন পরের বিশ্বকাপেও খেলুন মেসি। কারণ, এখনও ফিটনেস ও ফর্ম ধরে রেখেছেন আর্জেন্টিনার অধিনায়ক। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অসাধারণ গোল করেছেন মেসি। তিনি পরের বিশ্বকাপে খেলতে না চাইলেও, কোপা আমেরিকায় হয়তো খেলবেন। কোপা আমেরিকাই দেশের হয়ে মেসির শেষ টুর্নামেন্ট হতে পারে।

সরকারিভাবে জন্মদিনের তারিখ আসার আগে থাকতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে শুরু করে দেন মেসির অনুরাগীরা। মেসি এখন ছুটি কাটাচ্ছেন। কিছুদিন পরেই মার্কিন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিতে যোগ দেবেন আর্জেন্টিনার অধিনায়ক। বার্সেলোনা ও প্যারিস সাঁ-জা মিলিয়ে ইউরোপের ক্লাব ফুটবলে প্রায় ২ দশক খেলার পর এই প্রথম মেজর লিগ সকারে খেলবেন মেসি। তিনি হয়তো ২১ জুলাই নতুন ক্লাবের হয়ে প্রথম ম্যাচ খেলবেন।

Latest Videos

মায়ামির একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২১ জুলাই ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে মেক্সিকোর ক্রাজ আজালের বিরুদ্ধে খেলতে নামবে ইন্টার মায়ামি। এটাই মেজর লিগ সকারের উদ্বোধনী ম্যাচ। সেই ম্যাচেই প্রথমবার ইন্টার মায়ামির হয়ে খেলতে দেখা যেতে পারে মেসিকে। ইন্টার মায়ামির কর্ণধার জর্জ মাস জানিয়েছেন, ইন্টার মায়ামির সঙ্গে চুক্তি হলেও, এখনও কিছু প্রক্রিয়া বাকি। সেসব প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে তারপরেই হয়তো নতুন সতীর্থদের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন মেসি। তাঁর জন্য নিরাপত্তা বৃদ্ধি করা হবে বলেও জানিয়েছেন ইন্টার মায়ামির কর্ণধার।

ইউরোপের ফুটবল মহল সূত্রে খবর, ৩০ জুন পর্যন্ত প্যারিস সাঁ-জা-র সঙ্গে চুক্তি আছে মেসির। সেই কারণে দল ছাড়লেও, ১ জুলাইয়ের আগে সরকারিভাবে ইন্টার মায়ামির সঙ্গে চুক্তির কথা ঘোষণা করতে পারবেন না মেসি। এই প্রক্রিয়াগত জটিলতার কথাই হয়তো বলতে চেয়েছেন ইন্টার মায়ামির কর্ণধার।

আরও পড়ুন-

প্রকাশিত ক্রীড়াসূচি, লা লিগার নতুন মরসুমে প্রথম এল ক্লাসিকো ২৯ অক্টোবর

ক্লাব ফুটবলে লিওনেল মেসির এই রেকর্ড ভাঙা যে কোনও ফুটবলারের পক্ষেই কঠিন

Indian Football: লেবাননের বিরুদ্ধে ২-০ জয়, ইন্টারকন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন ভারত

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

‘Chinmoy Krishna-কে আমি মুক্ত করবোই’ নির্ভীক Bangladeshi আইনজীবী Rabindra Ghosh-এর চরম প্রতিশ্রুতি
‘এক প্রভু জেলে আছেন লক্ষ্য প্রভু তৈরি হয়ে গিয়েছেন’ Suvendu Adhikari-র তীব্র হুঙ্কার
আরে ওরা কি করবে, সেদিন আমি ওদের সামনে আরতি করে বুঝিয়ে দিয়েছি : শুভেন্দু | Suvendu Adhikari
বড়দিনের সন্ধ্যায় কলকাতার পার্ক স্ট্রিটে জনজোয়ার | Park Street Christmas | Kolkata News
Suvendu Adhikari Live : কোলাঘাটের মঞ্চে বিস্ফোরক ভাষণ শুভেন্দু অধিকারীর, সরাসরি | Bangla News