ফের ভারতে আসছেন লিওনেল মেসি, কোথায় খেলবে আর্জেন্টিনা? জেনে নিন বিস্তারিত

Published : Nov 20, 2024, 02:56 PM ISTUpdated : Nov 20, 2024, 03:16 PM IST
Lionel Messi

সংক্ষিপ্ত

২০১১ সালে কলকাতায় এসেছিল আর্জেন্টিনা দল। বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন লিওনেল মেসিরা। ফের ভারতে আসছে আর্জেন্টিনা দল।

২০২৫ সালে আন্তর্জাতিক ম্যাচ খেলতে কেরলে আসছে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দল। এই দলে থাকবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক লিওনেল মেসি। বুধবার এই ঘোষণা করেছেন কেরলের ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। তিনি সাংবাদিক বৈঠকে জানিয়েছেন, ‘রাজ্য সরকার এই ম্যাচ আয়োজনের ক্ষেত্রে সবরকম সহযোগিতা করবে। এই হাই-প্রোফাইল ফুটবল ইভেন্টের যাবতীয় খরচ বহন করবেন রাজ্যের ব্যবসায়ীরা।’ কেরলে মেসিরা কাদের বিরুদ্ধে খেলবেন, সে বিষয়ে অবশ্য এখনও কিছু জানা যায়নি। তবে ইউরোপ বা লাতিন আমেরিকার কোনও দলের বিরুদ্ধে আর্জেন্টিনার ম্যাচ হতে পারে বলে মনে করছে ফুটবল মহল। এই ম্যাচ যাতে উপভোগ্য হয়ে ওঠে, সেই চেষ্টা শুরু করে দিয়েছে কেরল সরকার।

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে ভারতে মেসিরা

২০১১ সালের ২ সেপ্টেম্বর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে ভেনেজুয়েলার বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলেছিল আর্জেন্টিনা। সেই ম্যাচে খেলেন মেসি। তবে তিনি গোল পাননি। নিকোলাস ওটামেন্ডির একমাত্র গোলে জয় পায় আর্জেন্টিনা। জাতীয় দলের অধিনায়ক হওয়ার পর কলকাতাতেই প্রথম ম্যাচ খেলেন মেসি। এবার তিনি বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক হিসেবে ভারতে খেলতে আসছেন। ২০১১ সালে কলকাতায় মেসিকে ঘিরে ফুটবলপ্রেমীদের উন্মাদনার খবর লাতিন আমেরিকায় পৌঁছে গিয়েছিল। ভেনেজুয়েলার সংবাদমাধ্যমেও কলকাতায় মেসিকে ঘিরে উৎসাহ-উদ্দীপনার খবর পৌঁছে গিয়েছিল। বাংলার মতোই কেরলেও ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের সংখ্যা প্রচুর। গত দুই দশকে বিশ্বকাপে সাফল্য না আসায় ব্রাজিল সমর্থকরা দমে গিয়েছেন। অন্যদিকে, ২০২২ সালে বিশ্বকাপ জয়, এ বছর কোপা আমেরিকা জয় আর্জেন্টিনা সমর্থকদের উজ্জীবিত করে তুলেছে। কেরলের আর্জেন্টিনা সমর্থকরা এখন থেকেই মেসিদের স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করে দিচ্ছেন।

কলকাতায় কবে আসবেন মেসি?

কেরলে যখন আসবে আর্জেন্টিনা দল, তখন কি কলকাতাতেও আসবেন মেসিরা? এখনও পর্যন্ত এ বিষয়ে কিছু জানা যায়নি। কলকাতার ফুটবলপ্রেমীরা চাইছেন, দ্বিতীয়বার এই শহরে পা রাখুন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ক।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

এমএলএস সাপোর্টার্স শিল্ড জয়ের সুবাদে নতুন গৌরবের সুযোগ, ফের বিশ্বজয়ের লড়াইয়ে মেসি

ইন্টার মায়ামি ছাড়ছেন, পরবর্তী গন্তব্যও ঠিক করে ফেলেছেন লিওনেল মেসি

Lionel Messi: কয়েক মাসের অপেক্ষা, ফের কলকাতায় আসছেন লিওনেল মেসি! উত্তেজনার প্রহর গুনছেন ফুটবলপ্রেমীরা

PREV
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?