BFC vs FCG ISL Semi-Final: সেমিফাইনালের প্রথম লেগে বিধ্বংসী সুনীলরা, গোয়াকে উড়িয়ে দিলেন ২-০ গোলে

Published : Apr 03, 2025, 01:08 AM ISTUpdated : Apr 03, 2025, 01:48 AM IST
ISL 2025

সংক্ষিপ্ত

BFC vs FCG Semi-Final: আইএসএল (ISL 2024-25) ফাইনালের দৌড়ে অনেকটাই এগোল বেঙ্গালুরু এফসি (Bengaluru FC)। গত ম্যাচেই মুম্বই সিটি এফসিকে (Mumbai City FC) কার্যত উড়িয়ে দিয়েছিল তারা।

BFC vs FCG Semi-Final: আর এবার সেমির লড়াইতেও সেই বিধ্বংসী মেজাজ ধরে রাখলেন সুনীলরা (ISL 2025 Live)। ঘরের মাঠে এফসি গোয়াকে সেমিফাইনালের প্রথম লেগে হারিয়ে ফাইনালে ওঠার লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেল তারা।

 

 

বুধবার, আইএসএল-এর প্রথম সেমিফাইনালের প্রথম লেগে এফসি গোয়ার বিরুদ্ধে খেলতে নামে বেঙ্গালুরু এফসি। এদিকে নকআউট ম্যাচে মুম্বইয়ের বিরুদ্ধে বিধ্বংসী পারফর্ম করে স্বভাবতই আত্মবিশ্বাসের একেবারে তুঙ্গে ছিল বেঙ্গালুরু (ISL Semifinal 2025)।

যদিও খেলার শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়। এদিন কান্তিরাভা স্টেডিয়ামে, মাঝমাঠ দখলের জোরালো চেষ্টা চালায় গোয়া। প্রাথমিকভাবে কিছুটা সফলও হয় তারা। কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় ঠিক ৪২ মিনিটের মাথায় (ISL Semifinal 2025 Live)।

গোয়ার বক্সের কাছে ডানদিক থেকে ভেসে আসা ক্রসে হেড করে ক্লিয়ার করার চেষ্টা করেন গোয়া ডিফেন্ডার সন্দেশ ঝিঙ্গান। কিন্তু গোলকিপারকে বোকা বানিয়ে বল সোজা জালে জড়িয়ে যায়। আর সেই আত্মঘাতী গোলেই প্রথমার্ধে এগিয়ে যায় বেঙ্গালুরু এফসি (Bengaluru FC vs FC Goa highlights)।

এরপর দ্বিতীয়ার্ধে রীতিমতো দাপট দেখাতে শুরু করে তারা। ম্যাচের ৫১ মিনিটে, উইঙ্গার এডগার মেন্ডেজ ডান-পা দিয়ে একটি চোখ ধাঁধানো শট মারেন গোল লক্ষ্য করে। কিন্তু পেনাল্টি বক্স থেকে উড়ে আসা সেই শট বাঁচাতে ব্যর্থ হন গোয়ান গোলকিপার হৃতিক তিওয়ারি (Bengaluru FC vs FC Goa live score)।

অপরদিকে খেলার ৫৭ মিনিটে, মাঠে আসেন সুনীল ছেত্রী। কিন্তু তার আগেই অবশ্য ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়ে গেছে। ফলে, ঘরের মাঠে ২-০ গোলে জিতে অনেকটাই এগিয়ে গেল বেঙ্গালুরু। এখন ফাইনালে উঠতে গেলে গোয়াকে অন্তত ৩ গোলের ব্যবধানে জিততে হবে সেমিফাইনালের সেকেন্ড লেগে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

FIFA World Cup 2026: অনুষ্ঠিত হল ফিফা বিশ্বকাপের ড্র, তারকারা কোন গ্রুপে? ট্রাম্পকে শান্তি পুরস্কার
Indian Super League: সর্বভারতীয় ফুটবল ফেডারেশনকে চিঠি দিল আইএসএল-এর ১২ ক্লাব, নিজেদের উদ্যোগেই লিগ আয়োজন?