JFC vs NEUFC ISL Live Updates: পারল না নর্থইস্ট! প্লে-অফে ২-০ গোলে জিতে সেমিফাইনালে জামশেদপুর

সংক্ষিপ্ত

JFC vs NEUFC ISL Live Updates: আইএসএল-এর (ISL) সেমিফাইনালে জামশেদপুর এফসি। যদিও গ্রুপ পর্বে জামশেদপুরের উপরেই শেষ করেছিল নর্থইস্ট ইউনাইটেড।

JFC vs NEUFC ISL Live Updates: আইএসএল সেমিফাইনালে যাওয়ার জন্য খুব স্বাভাবিকভাবেই মরিয়া ছিল নর্থইস্ট। কিন্তু প্লে-অফের ম্যাচে শেষপর্যন্ত বাজিমাৎ করল জামশেদপুর এফসি (Jamshedpur FC vs North East United FC)। নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারাল তারা।

 

Latest Videos

 

আর জামশেদপুরের হয়ে গোল করলেন স্টিফেন এজে এবং জাভি হার্নান্দেজ। এবার সেমিফাইনালে জামশেদপুরের সামনে আইএসএল লিগ শিল্ড জয়ী মোহনবাগান (Mohun Bagan)।

কিন্তু খুব অদ্ভুতভাবে এদিনের ম্যাচে প্রায় ৭০% বলের দখল ছিল নর্থইস্টের। এমনকি, মোট শটের দিক দিয়েও এগিয়ে ছিল তারা। কিন্তু পার্থক্য গড়ে দিল স্টিফেন এজের গোলটি। ম্যাচের ২৯ মিনিটে, পেনাল্টি বক্সের ডানদিকে বল পেয়ে যান তিনি। এরপর ডান পায়ের জোরালো শটে গুরপ্রীত সিংকে পরাস্ত করে সোজা বলকে জালে জড়িয়ে দেন (Northeast United fc vs Jamshedpur FC live score)।

তবে শুধু গোল করা নয়। দলের স্বার্থে ডিফেন্সও করলেন দুর্দান্তভাবেই। অন্যদিকে, রিদিম ল্যাংদের শট বাঁচান আলবিনো গোমেজ। তাছাড়া জিতিনের একটি শট একটুর জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। নাহলে সেটি থেকে গোল আসতে পারত। এদিকে খেলার ৮৮ মিনিটে, জামশেদপুর এফসির মোবাশির রহমান আবার লাল কার্ডদ দেখেন (Northeast United fc vs Jamshedpur FC Highlights)।

ম্যাচের একেবারে শেষদিকে ক্রমশ চাপ বাড়াতে শুরু করে নর্থইস্ট। একটা সময় মনে হচ্ছিল যে, খেলার ফলাফল হয়ত অন্যরকম হতে পারে। কারণ, একাধিকবার গোলের সুযোগও তৈরি হয়। কিন্তু ম্যাচের গতির বিপরীতেই গোল হয়।

খেলার একেবারে শেষ লগ্নে এসে, দ্বিতীয় গোলটি করেন জাভি হার্নান্দেজ। পেনাল্টি বক্সের ডানদিক থেকে ঋত্বিক দাস বল বাড়ান। আর সেই বল পেয়েই ফাঁকা গোলে বল ঠেলে দেন সেই জাভি। আর সেই সুবাদেই নর্থইস্ট ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল খালিদ জামিলের ছেলেরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

‘হিন্দুরা রাম নবমীতে নিজেদের তাকত দেখিয়েছে! আর মমতার ৫০০ টাকায় বিক্রি হবে না1’ হুঙ্কার শুভেন্দুর
কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই রাম পুজো যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, দেখুন কী বলছেন শিক্ষাবিদ মাসুম আখতার