Mohun Bagan ISL Semi-Final: আইএসএল লিগ শিল্ড (ISL League Shield) পকেটে। আর এবার লক্ষ্য আইএসএল (ISL) ট্রফি জয়।
Mohun Bagan ISL Semi-Final: আইএসএল লিগ শিল্ড (ISL League Shield) পকেটে। আর এবার লক্ষ্য আইএসএল (ISL) ট্রফি জয়।
মোহনবাগানের (Mohun Bagan) সামনে এবার কাপ জেতার সুবর্ণ সুযোগ রয়েছে। কারণ, গোটা দলের যা পারফরম্যান্স, তাতে জয় যেন শুধুই সময়ের অপেক্ষা। কার্যত, আরও এক বার ভারতসেরা হওয়ার সুযোগ রয়েছে সবুজ মেরুন ব্রিগেডের সামনে।
বৃহস্পতিবার, আইএসএল সেমিফাইনালে প্রথম লেগের ম্যাচে জামশেদপুর এফসির বিরুদ্ধে খেলতে নামবে মোহনবাগান। আর সেই ম্যাচের আগেই নিজেদের টার্গেট জানিয়ে দিলেন সবুজ মেরুন হেডস্যার জোসে মোলিনা। তাঁর কথায়, এখন তিনি একদমই ফাইনালের কথা ভাবছেন না (Mohun Bagan vs Jamshedpur live)।
মোহনবাগান কোচের মতে, “আগামী ৩টি ম্যাচই বেশ কঠিন আমাদের জন্য। তাই একটা একটা করে ম্যাচ ধরে এগোতে চাই আমরা। এমনকি, এখন সেমিফাইনালের দ্বিতীয় পর্ব নিয়েও আমরা ভাবছি না। ফাইনাল তো অনেক দূরের কথা। আগে সেমিফাইনালের দুটো পর্ব আমাদের জিততে হবে। তারপর ফাইনাল নিয়ে ভাবব।”
মোলিনার কথায়, “লিগ শিল্ড জয়ের পর অনেকে জাতীয় দলে চলে গেছিল। অনেকে আবার ছুটি কাটাতেও গেছিল। এবার সবাই দলের সঙ্গে আবার যোগ দিয়েছে। ফলে, আমাদের আত্মবিশ্বাস অনেকটাই বেড়েছে এবং দলের ফুটবলাররাও ভালো ছন্দে আছে। তাই আমরা আইএসএল কাপ জিততে চাই। তবে হ্যাঁ, শিল্ড জিতে আমরা ভীষণই খুশি। কিন্তু কাপ জিতলে তা দ্বিগুণ বেড়ে যাবে। তাই এই কথা বলতে পারি যে, গোটা দল জয়ের জন্যই লড়াই করবে।”
কিন্তু এদিকে সেমিফাইনালের আগে চিন্তা বাড়িয়েছে আপুইয়া এবং মনবীরের চোট। উল্লেখ্য, শিলংয়ে গত ১৯ মার্চ মালদ্বীপের বিরুদ্ধে আন্তর্জাতিক ম্যাচের দিন সকালেই কোমরে চোটের জেরে ভারতীয় দল থেকে বাদ পড়েন মনবীর। অন্যদিকে, আপুইয়া আবার চোট পান বাংলাদেশের বিরুদ্ধে এএফসি এশিয়ান কাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ খেলতে নেমে (Mohun Bagan vs Jamshedpur live match)।
তবে শিলং থেকে ফিরে দুই তারকাই অনুশীলনেও যোগ দিয়েছেন। কিন্তু সোমবার, ফের মনবীর কোমরে হালকা ব্যথা অনুভব করেন বলে জানা গেছে। তাই তাঁকে বিশ্রাম দেন কোচ মোলিনা। স্বাভাবিকভাবেই, আগামী ৩ এপ্রিল, জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে মনবীর এবং আপুইয়ার খেলা নিয়ে কিছুটা সংশয় তৈরি হয়েছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।