ভারতের কোনও টেলিভিশন চ্যামেলেই এবারের কোপা আমেরিকার কোনও ম্যাচ দেখানো হয়নি। ইউরো কাপ সম্প্রচার করা হচ্ছে। কিন্তু ইউরো কাপের অন্যতম সেরা ম্যাচই দেখতে পেলেন না কলকাতার বেশিরভাগ ফুটবলপ্রেমী।
২০০২ সালের বিশ্বকাপে ব্রাজিল-ইংল্যান্ড ম্যাচ দেখার সুযোগ পাননি কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বেশিরভাগ ফুটবলপ্রেমী। একই ঘটনা দেখা গেল এবারের ইউরো কাপ সেমি-ফাইনালে। টেলিভিশনে স্পেন-ফ্রান্স ম্যাচ দেখার সুযোগ পেলেন না কলকাতার বেশিরভাগ ফুটবলপ্রেমী। এমএসও প্ল্যাটফর্মগুলির সঙ্গে সম্প্রচারকারীদের বিরোধের জেরেই কিলিয়ান এমবাপে-ড্যানিয়েল ওলমোদের লড়াই দেখার সুযোগ পেলেন না কলকাতার ফুটবলপ্রেমীরা। ভারতে এবারের ইউরো কাপ সম্প্রচার করছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। স্পেন-ফ্রান্স ম্যাচ চলাকালীন সোনি স্পোর্টস নেটওয়ার্কের নির্দিষ্ট চ্যানেল বন্ধ করে দেয় কলকাতার চারটি এমএসও। এই চারটি এমএসও কলকাতায় কেবল টেলিভশন নেটওয়ার্কের ৭০ শতাংশ দর্শকের কাছে বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করে। এই কারণেই দুর্দান্ত ম্যাচ দেখা থেকে বঞ্চিত হলেন কলকাতার ফুটবলপ্রেমীরা।
চ্যানেল সম্প্রচারের খরচ নিয়ে দ্বন্দ্ব
সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়ার যে চ্যানেলগুলি আছে, সেগুলি সম্প্রচারের খরচ নিয়ে এমএসও প্ল্যাটফর্মগুলির সঙ্গে বিরোধিতা তৈরি হয়েছে। ইউরো কাপ চলাকালীন চ্যানেলগুলি সম্প্রচারের খরচ বাড়িয়েছে সোনি পিকচার্স নেটওয়ার্ক ইন্ডিয়া। এই কারণেই স্পেন-ফ্রান্স ম্যাচ সম্প্রচার করার বদলে সোনি স্পোর্টস নেটওয়ার্কের চ্যানেলগুলিই বন্ধ করে দেয় জিটিপিএল-কেসিবিপিএল, হ্যাথওয়ে, ডেন ও মেট্রোকাস্ট। এই চারটি এমএসও প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গের ৩৯ লক্ষ বাড়িতে টেলিভিশন চ্যানেলগুলি সম্প্রচার করে। কলকাতার ১০ লক্ষেরও বেশি বাড়িতে কেবল সংযোগ দিয়েছে এই এমএসও প্ল্যাটফর্মগুলি।
ভারতে কেন সম্প্রচার করা হল না কোপা আমেরিকা?
ভারতে এবারের কোপা আমেরিকা সম্প্রচার করা হল না। কিন্তু কেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা প্রতিযোগিতা সম্প্রচার করা হল না, সে বিষয়ে স্পষ্ট কোনও বার্তা দেওয়া হয়নি। ফলে ভোরবেলা ঘুম থেকে উঠে বিদেশি অ্যাপ হাতড়াতে হচ্ছে ভারতের ফুটবলপ্রেমীদের। সোমবার ভোরে কোপা আমেরিকা ফাইনালেও একই ব্যাপার দেখা যাবে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Kylian Mbappe: রিয়াল মাদ্রিদে কত নম্বর জার্সি পরবেন কিলিয়ান এমবাপে? প্রকাশিত ছবি