CFL 2024: কলকাতা লিগে নামার আগে আত্মবিশ্বাসী বাগান শিবির, কি বললেন কোচ?

Published : Jul 02, 2024, 03:00 AM ISTUpdated : Jul 09, 2024, 05:35 PM IST
MOHUN BAGAN

সংক্ষিপ্ত

কলকাতা লিগের প্রথম ম্যাচে নামছে মোহনবাগান। মঙ্গলবার, ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান বনাম ভবানীপুর ফুটবল দল।

কলকাতা লিগের প্রথম ম্যাচে নামছে মোহনবাগান। মঙ্গলবার, ব্যারাকপুরের বিভূতিভূষণ স্টেডিয়ামে মুখোমুখি মোহনবাগান বনাম ভবানীপুর ফুটবল দল।

প্রসঙ্গত, গত ২৫ জুন থেকে শুরু হয়েছে কলকাতা ফুটবলের এই মেগা প্রতিযোগিতা। প্রথম ম্যাচেই জয় পেয়েছে মহামেডান স্পোর্টিং ফুটবল দল (Mohammedan Sporting Club)। এবার লিগে মোট ২৬টি দল অংশগ্রহণ করছে। দুটি গ্রুপে ভাগ করে খেলাগুলি অনুষ্ঠিত হচ্ছে।

গ্রুপ এ-তে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর, বিএসএস স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান, আর্মি রেড, নিউ আলিপুর সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, উয়াড়ি এবং পাঠচক্র।

অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর এফসি, পিয়ারলেস, ক্যালকাটা কাস্টমস, পুলিশ এসি, রেইনবো এফসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, রেলওয়ে এফসি, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা পুলিশ ক্লাব, ইস্টার্ন রেলওয়ে, টালিগঞ্জ অগ্রগামী।

সেই গ্রুপ বি-র গুরুত্বপূর্ণ ম্যাচেই মঙ্গলবার দুপুর ৩টেয়, মোহনবাগানের (Mohun Bagan) সামনে ভবানীপুর ফুটবল ক্লাব (Bhawanipore FC)। আর সেই ম্যাচে নামার আগে যথেষ্ট আত্মবিশ্বাসী সবুজ মেরুন শিবির।

প্রথম ম্যাচে নামার আগে মোহনবাগান সুপার জায়ান্ট (Mohun Bagan Super Giant) রিজার্ভ দলের হেড কোচ কার্ডোজো (Deggi Cardozo) জানিয়ছেন, “প্রতি বছরই আমাদের ছেলেরা তৈরি থাকে এবং এবারেও আছে। আমরা জয়ের জন্যই মাঠে নামব। খুব ভালো করে প্র্যাকটিস করেছে ওরা। ওদের বডি ল্যাঙ্গুয়েজ সেই কথাই বলছে। ছেলেরা নিজেদের সেরাটাই দেবে। আমরা ম্যাচ বাই ম্যাচ ভাবতে চাই।”

অন্যদিকে, মোহনবাগান ফুটবলার দীপেন্দু বিশ্বাস (Dippendu Biswas) বলেন, “আমরা দল গুছিয়ে নিয়েছি। আমরা রেডি মাঠে নামার জন্য। দলের মধ্যে ভালো বোঝাপড়া রয়েছে। তবে কোনও দলকেই হালকাভাবে নিচ্ছিনা। আর জয় ছাড়া কিছু ভাবছি না।”

আরও পড়ুনঃ 

কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
click me!

Recommended Stories

UCL 2025-26: চ্যাম্পিয়ন্স লিগের মেগা লড়াইতে ইন্টার মিলানের মুখোমুখি লিভারপুল, নজরে সালাহ
নেইমারের চোখ ধাঁধানো ৭.৫ মিলিয়ন পাউন্ডের গাড়ির কালেকশন দেখেছেন?