কলকাতা লিগে কবে কবে নামছে মোহনবাগান, ইস্টবেঙ্গল এবং মহামেডান? একনজরে তিন প্রধানের সূচি

শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। আগামী ২৫ জুন থেকে বল গড়াবে কলকাতা ময়দানে। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে কলকাতার তিন প্রধানও। চলুন দেখে নেওয়া যাক মোহনবাগান, ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহামেডান স্পোর্টিং কবে কবে মাঠে নামছে।

Subhankar Das | Published : Jun 23, 2024 12:29 PM IST / Updated: Jun 23 2024, 07:23 PM IST

শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ (Calcutta Football League)। আগামী ২৫ জুন থেকে বল গড়াবে কলকাতা ময়দানে। ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে কলকাতার তিন প্রধানও। চলুন দেখে নেওয়া যাক মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহামেডান স্পোর্টিং (Mohammedan Sporting Club) কবে কবে মাঠে নামছে।

আসছে কলকাতা ফুটবলের অন্যতম মেগা প্রতিযোগিতা ‘কলকাতা ফুটবল লিগ ২০২৪’ (CFL 2024)। আর এই প্রতিযোগিতায় তিন প্রধানের ম্যাচ কোন কোন দিন রয়েছে, তা জানতে আগ্রহী ফুটবলপ্রেমীরা। প্রসঙ্গত, এই মরশুমে মোট ২৬টি দল সিএফএল-এ অংশগ্রহণ করবে। দুটি গ্রুপে ভাগ করে খেলাগুলি অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই লটারির মাধ্যমে গ্রুপ বিন্যাস চূড়ান্ত হয়ে গেছে। আগামী ২৫ জুন, কলকাতা লিগের (Calcutta Football League) উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং ক্লাব (Mohammedan Sporting Club)।

Latest Videos

গ্রুপ এ-তে রয়েছে মহামেডান স্পোর্টিং, ডায়মন্ড হারবার এফসি, খিদিরপুর, বিএসএস স্পোর্টিং ক্লাব, কালীঘাট মিলন সংঘ, এরিয়ান, আর্মি রেড, নিউ আলিপুর সুরুচি সংঘ, সাদার্ন সমিতি, মেসার্স ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, উয়াড়ি এবং পাঠচক্র।

অন্যদিকে, গ্রুপ বি-তে রয়েছে ইস্টবেঙ্গল, মোহনবাগান, ভবানীপুর এফসি, পিয়ারলেস, ক্যালকাটা কাস্টমস, পুলিশ এসি, রেইনবো এফসি, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, রেলওয়ে এফসি, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা পুলিশ ক্লাব, ইস্টার্ন রেলওয়ে, টালিগঞ্জ অগ্রগামী।

অর্থাৎ, কলকাতা লিগের গ্রুপ পর্যায়েই বাঙালির প্রিয় ডার্বি (Kolkata Derby) ম্যাচটি অনুষ্ঠিত হতে চলেছে। কারণ, গ্রুপ বি-তে মোহনবাগান (Mohun Bagan) এবং ইস্টবেঙ্গল (East Bengal) একইসঙ্গে রয়েছে। আর আসন্ন মরশুমে, কলকাতা লিগের ডার্বিতে চিরপ্রতিদ্বন্দ্বী সবুজ মেরুন এবং লাল হলুদ মুখোমুখি হবে আগামী ১৩ জুলাই, শনিবার।

এখনও পর্যন্ত আইএফএ-র (Indian Football Association) তরফ থেকে যে সূচি প্রকাশ করা হয়েছে, তাতে কলকাতার (Kolkata) তিন প্রধানের ম্যাচগুলি কবে কবে আছে একবার দেখে নেওয়া যাক।

 

একঝলকে মোহনবাগানের সূচিঃ

২ জুলাই, মঙ্গলবারঃ মোহনবাগান বনাম ভবানীপুর ক্লাব, দুপুর ৩টে (বিভূতিভূষণ স্টেডিয়াম, ব্যারাকপুর)

৬ জুলাই, শনিবারঃ মোহনবাগান বনাম আসোস রেইনবো অ্যাথলেটিক ক্লাব, দুপুর ৩টে (বিভূতিভূষণ স্টেডিয়াম, ব্যারাকপুর)

১৩ জুলাই, শনিবারঃ মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল (এই ম্যাচের সময় এবং স্থান এখনও ঠিক হয়নি)

১৮ জুলাই, বৃহস্পতিবারঃ মোহনবাগান বনাম পিয়ারলেস স্পোর্টস ক্লাব, দুপুর ৩টে (বঙ্কিমাঞ্জলি স্টেডিয়াম, নৈহাটি)

২৩ জুলাই, মঙ্গলবারঃ মোহনবাগান বনাম ক্যালকাটা পুলিশ ক্লাব, দুপুর ৩টে (কল্যাণী স্টেডিয়াম)

 

একঝলকে ইস্টবেঙ্গলের সূচিঃ

৩০ জুন, রবিবারঃ ইস্টবেঙ্গল বনাম টালিগঞ্জ অগ্রগামী, দুপুর ৩টে (বিভূতিভূষণ স্টেডিয়াম, ব্যারাকপুর)

৭ জুলাই, রবিবারঃ ইস্টবেঙ্গল বনাম জর্জ টেলিগ্রাফ স্পোর্টস ক্লাব, দুপুর ৩টে (ইস্টবেঙ্গল/এরিয়ান মাঠ)

১৩ জুলাই, শনিবারঃ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান (এই ম্যাচের সময় এবং স্থান এখনও ঠিক হয়নি)

১৬ জুলাই, মঙ্গলবারঃ ইস্টবেঙ্গল বনাম ক্যালকাটা কাস্টমস ক্লাব, দুপুর ৩টে (ইস্টবেঙ্গল/এরিয়ান মাঠ)

২২ জুলাই, সোমবারঃ ইস্টবেঙ্গল বনাম রেলওয়ে ফুটবল ক্লাব, দুপুর ৩টে (ইস্টবেঙ্গল/এরিয়ান মাঠ)

২৬ জুলাই, শুক্রবারঃ ইস্টবেঙ্গল বনাম পুলিশ অ্যাথলেটিক ক্লাব, দুপুর ৩টে (ইস্টবেঙ্গল/এরিয়ান মাঠ)

 

একঝলকে মহামেডানের সূচিঃ

২৫ জুন, মঙ্গলবারঃ মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, সন্ধ্যে ৭টা (কিশোর ভারতী ক্রীড়াঙ্গন)

১ জুলাই, সোমবারঃ মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম খিদিরপুর স্পোর্টিং ক্লাব, দুপুর ৩টে (মহামেডান/হাওড়া ইউনিয়ন মাঠ)

৫ জুলাই, শুক্রবারঃ মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম কালীঘাট মিলন সংঘ, দুপুর ৩টে (মহামেডান/হাওড়া ইউনিয়ন মাঠ)

৯ জুলাই, মঙ্গলবারঃ মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম আর্মি রেড, দুপুর ৩টে (মহামেডান/হাওড়া ইউনিয়ন মাঠ)

১৪ জুলাই, রবিবারঃ মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম সাদার্ন সমিতি, দুপুর ৩টে (মহামেডান/হাওড়া ইউনিয়ন মাঠ)

২০ জুলাই, শনিবারঃ মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম ইউনাইটেড স্পোর্টস ক্লাব, দুপুর ৩টে (মহামেডান/হাওড়া ইউনিয়ন মাঠ)

২৫ জুলাই, বৃহস্পতিবারঃ মহামেডান স্পোর্টিং ক্লাব বনাম পাঠচক্র, দুপুর ৩টে (মহামেডান/হাওড়া ইউনিয়ন মাঠ)

 

আইএফএ-র (IFA) তরফে এও জানানো হয়েছে যে, প্রয়োজনে ম্যাচের দিন, সময় এবং স্থান বদল করা হতে পারে। সবমিলিয়ে, জমজমাট এক ফুটবল মরশুমের মধ্য দিয়েই শুরু হতে চলেছে ভারতবর্ষের অন্যতম পুরনো এবং ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতা কলকাতা ফুটবল লিগ (CFL 2024)।

আরও পড়ুনঃ

গ্রুপ পর্যায়তেই ডার্বি! রেফারিদের জন্য এলেন ফিফা প্রতিনিধি, কলকাতা লিগ নিয়ে প্রত্যয়ী আইএফএ

আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

Share this article
click me!

Latest Videos

Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা
'পূজা হতে দেব না,' হিন্দুদের হুমকি বাংলাদেশের মৌলবাদীদের | Bangladesh News
'ডাক্তারদের জন্যই আমার বাচ্চাটা চলে গেল!' কি ঘটেছিল Sagar Dutta Medical-এ? দেখুন
সাগর দত্তের নার্সিং স্টাফদের আর জি কর করে দেওয়ার হুমকি, প্রতিবাদে MSVP-কে ঘিরে বিক্ষোভ | Agitation
ভরা কোটাল আসার আগেই নদী বাঁধে ধস! আতঙ্কে দিনযাপন ট্যাংরামারির বাসিন্দাদের | North 24 Parganas News