সংক্ষিপ্ত
দলবদলের বাজারে এবার ঘর ভাঙছে লাল হলুদের। ইস্টবেঙ্গল ছাড়ছেন মহীতোষ রায়, যাচ্ছেন মহামেডানে।
দলবদলের বাজারে এবার ঘর ভাঙছে লাল হলুদের। ইস্টবেঙ্গল (East Bengal) ছাড়ছেন মহীতোষ রায়, যাচ্ছেন মহামেডানে।
ফুটবল মরশুম শুরু হবে। তার আগে একেবারে দলবদল নিয়ে চূড়ান্ত টানাপোড়েন। কলকাতার তিন প্রধান, মোহনবাগান (Mohun Bagan), ইস্টবেঙ্গল (East Bengal) এবং মহামেডান (Mohammedan), প্রত্যেকেই ঘর গোছাতে শুরু করে দিয়েছে।
প্রসঙ্গত, গত মরশুমে সুপার কাপ (Super Cup) ছাড়া আর কোনও বড় ট্রফি (Trophy) ঘরে তুলতে পারেনি লাল হলুদ ব্রিগেড। ডুরান্ড কাপের (Durand Cup) ফাইনালে উঠলেও, চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানের (Mohun Bagan) কাছে হারতে হয় তাদের। অন্যদিকে, আইএসএল-এ (Indian Super League) সাময়িক ভালো খেললেও, শেষপর্যন্ত আশানুরুপ ফলাফল হয়নি। তাই এবার শুরু থেকেই যেন ঝাঁপাতে চাইছে ইস্টবেঙ্গল (Emami East Bengal) টিম ম্যানেজমেন্ট (Team Management)।
কিন্তু তারই মাঝে এবার ইস্টবেঙ্গল (East Bengal Club) ছাড়ছেন অ্যাটাকিং মিডফিল্ডার (Attacking Midfielder) মহীতোষ রায় (Mahitosh Roy)। ইতিমধ্যেই গত মরশুমে মহামেডানের (Mohammedan Sporting Club) হয়ে দুরন্ত ফুটবল খেলা ডেভিডকে (David) সই করিয়েছে লাল হলুদ ব্রিগেড (Red & Yellow Brigade)। আর এদিকে শোনা যাচ্ছে, সেই ইস্টবেঙ্গলেরই আরেক ফুটবলার এবার সই করতে চলেছেন সাদাকালো ব্রিগেডে।
সূত্র মারফৎ জানা যাচ্ছে, অ্যাটাকিং মিডফিল্ডার (Attacking-Midfielder) মহীতোষ রায় ইস্টবেঙ্গল ছাড়ছেন। শোনা যাচ্ছে যে, মহামেডানের সঙ্গে তাঁর কথাবার্তা প্রায় চূড়ান্ত। লাল হলুদ ছেড়ে এবার সাদাকালো ব্রিগেডে যোগ দেবেন মহীতোষ। ইস্টবেঙ্গলে সই করার আগে তিনি খেলেন এরিয়ান (Aryan FC), জর্জ টেলিগ্রাফ (George Telegraph), এবং বিএসএস স্পোর্টিং ক্লাবের (BSS Sporting Club) হয়ে। লাল হলুদ জার্সি গায়ে যেকটি ম্যাচে মাঠে নামেন, সবকটিতেই নিজেকে প্রমাণ করার চেষ্টা করেছেন মহীতোষ (Mahitosh Roy)।
তবে আগামী মরশুমে তিনি আর থাকছেন না লাল হলুদে। ছাড়ছেন ইস্টবেঙ্গল (East Bengal Club)। জানা যাচ্ছে, আসন্ন মরশুমে ময়দানে তাঁকে মহামেডান (Mohammedan Sporting) জার্সি গায়েই দেখা যেতে পারে।
আরও পড়ুনঃ
মাঝমাঠের দখল একাই নেবে লাল হলুদ? তরুণ এই ভারতীয় মিডফিল্ডার যোগ দিলেন ইস্টবেঙ্গলে
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।