Calcutta Football League 2025: জমকালো অনুষ্ঠান সঙ্গে টিম লটারি, কলকাতা লিগে কোন দল কোন গ্রুপে?

Published : May 29, 2025, 10:08 AM ISTUpdated : May 30, 2025, 04:52 PM IST
Calcutta Football League 2025:

সংক্ষিপ্ত

Calcutta Football League 2025: শুরু হচ্ছে কলকাতা ফুটবল লিগ। আর তাকে কেন্দ্র করেই হয়ে গেল টিম লটারি। 

Calcutta Football League 2025: ঢাকে কাঠি পড়ে গেল কলকাতা ফুটবল লিগের। আসন্ন মরশুমের কলকাতা লিগকে কেন্দ্র করে কার্যত, উৎসবমুখর পরিবেশই দেখা গেল বুধবার। এদিন কলকাতার একটি বেসরকারি ক্লাবে জমকালো অনুষ্ঠানের আয়োজন করা হয় ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন তথা আইএফএ-র (IFA) তরফ থেকে। সেই ইভেন্টের মধ্য দিয়েই কলকাতা ফুটবল লিগের গ্রুপ বিন্যাস অনুষ্ঠিত হল (calcutta football league 2025)। 

টিম ড্র তথা লটারির মাধ্যমে বেছে নেওয়া হল কোন দল কোন গ্রুপে থাকবে। আসন্ন মরশুমের জন্যও সবকটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বহু প্রাক্তন ফুটবলার এবং কর্তারা। সেই প্রাক্তন ফুটবলারদের দিয়েই খোলানো হয় খাম এবং তারাই খামের ভিতরে থাকা দলের নামটি প্রকাশ্যে আনেন (calcutta football league 2025 schedule)।   

বুধবার, অনুষ্ঠানের শুরুতেই বক্তব্য রাখেন আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায় এবং তারপর কথা বলেন সচিব অনির্বাণ দত্ত। আর এরপরেই শুরু হয়ে যায় বহু প্রতীক্ষিত টিম লটারি। তবে তার আগে জাতীয় ফুটবল দলের প্রাক্তন গোলরক্ষক তথা বর্তমানে ভারতীয় দলের ডিরেক্টর অফ ফুটবল সুব্রত পালকে বিশেষ সংবর্ধনা জানায় আইএফএ।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এদিন একাধিক প্রাক্তন ফুটবলারকে একসঙ্গে দেখা গেল (calcutta football league teams)। 

এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় দলের প্রাক্তন গোলরক্ষক তথা বর্তমানে ভারতীয় দলের ডিরেক্টর অফ ফুটবল সুব্রত পাল, অলোক মুখোপাধ্যায়, মনোরঞ্জন ভট্টাচার্য, জামশেদ নাসিরি, ভাস্কর গাঙ্গুলি, অমিত ভদ্র, প্রশান্ত ব্যানার্জি, শিশির ঘোষ, আলভিটো ডি কুনহা, অতনু ভট্টাচার্য, মানস ভট্টাচার্য, কোচ সঞ্জয় সেন, দীপেন্দু বিশ্বাস, রহিম নবি এবং মেহতাব হুসেন, সায়ন্তন দাস রায়।এছাড়াও শ্রাচী স্পোর্টস এবং আইএফএ-র অন্যান্য কর্মকর্তারা তো ছিলেনই। উপস্থিত ছিলেন সুব্রত দত্তও। 

কোন দল কোন গ্রুপে?  

গ্রুপ-এঃ ইস্টবেঙ্গল, মোহনবাগান, মেসারার্স ক্লাব, কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন, সুরুচি সংঘ, রেলওয়ে এফসি, বিএসএস স্পোর্টিং ক্লাব, জর্জ টেলিগ্রাফ, ক্যালকাটা কাস্টমস, কালীঘাট মিলন সংঘ, পাঠচক্র, আর্মি রেড, পুলিশ এসি

গ্রুপ-বিঃ ডায়মন্ডহারবার এফসি, মহামেডান স্পোর্টিং ক্লাব, শ্রীভূমি এফসি, ক্যালকাটা পুলিশ ক্লাব, উয়াড়ি অ্যাথলেটিক ক্লাব, ইউনাইটেড স্পোর্টস ক্লাব, ভবানীপুর, অ্যাসোস রেইনবো এসি, এরিয়ান, খিদিরপুর এসসি, ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব, সাদার্ন সমিতি, পিয়ারলেস

আইএফএ সচিব অনির্বাণ দত্ত এশিয়ানেট নিউজ বাংলাকে কী জানালেন? 

আইএফএ সচিবের কথায়, "কলকাতা লিগের যা পপুলারিটি, তা কিন্তু এই সমস্ত দিকপাল ফুটবলারদের জন্যই। যারা মানুষকে আকর্ষিত করেছে মাঠে আসতে। তাই আমার মনে হয়েছিল যে, যদি এই প্লেয়ারদের দিয়ে এই লটারিটা করানো যায়। আমাদের একটা প্রাথমিক সূচি তৈরি আছে। তবে ডুরান্ড কাপের দু-একটা ডেটের ব্যাপার আছে। সেটা কনফার্ম না হওয়া অবধি আমরা ডেটগুলো ছাড়তে পারছিনা। সেটা হয়ে গেলেই পুরো সূচি সামনে নিয়ে আসব। আশা করছি, এই বছর পুজোর আগেই আমরা লিগ শেষ করতে পারব। তবে লিগের শুরুতেও চমক থাকবে। সেই চমক উপভোগ করতে গেলে মাঠে আসতে হবে।" 

কলকাতা লিগ শুরু আগামী ২৫ জুন থেকে। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

সুপার কাপ ফাইনাল: 'আমাদের পাশে থাকতে গোয়ায় আসুন,' সমর্থকদের আর্জি রশিদ-সিবিলে-ক্রেসপোদের
FIFA World Cup 2026: ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র শুক্রবার, সরাসরি দেখবেন কোথায়?